নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

ডানো তামিম যা পারে বিশ্বাস করেন আমিও তা করতে পারি!!

০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০০







তামিম ১,২,৩,৪,৫ রান করে এর বেশী করতে পারে না। মাঝে মাঝে শূন্য রানে আউট হয়। আমারে নামাইয়া দেখেন এই রকমি করমু!! ওরে যা বেতন দেয় আমারে তার অর্ধেক দিলেই হবে। তাইলে তামিম বাদ আমি ইন করলাম!! :P

মন্তব্য ৪০ টি রেটিং +০/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৭

আমিনুর রহমান বলেছেন:



চর্বি হয়ে গেছে এদের ... ৪/৫টারে কানে ধরে দল থেকে বের করে দেয়া উচিৎ। তাহলে ঠিক সব আবার সোজা হয়ে যাবে। এখন তো মনে হচ্ছে লোটাস কামালই ঠিক কাজ করেছিলো ওকে দলের বাইরে পাঁঠিয়ে আর ফিরে এসেই টানা ৪ ম্যাচের দুর্দান্ত পারফর্মেন্স ।

০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৯

পথহারা নাবিক বলেছেন: ওভার কনফিডেন্স হলো আসল সমস্যা! দল থেকে আসলেই বের করে দেওয়া উচিৎ!!

২| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৮

সামুরাই০০৮ বলেছেন: জটিল ভাই।+++++++

০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৮

পথহারা নাবিক বলেছেন: :P

৩| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এত্ত ইজ্জত দি ফালাইলেন!!!!!

আপনের সাথে তুলনা!!!

বলেন আপনার কুট্টি ছেলের যা পারে, তামিম তাও পারে না;) X(( X(( X((

মঠেলিং আর হাওয়া হাওয়া ফিলিংসে বুদ!!!
মাঠে নামলে পুরা জাতির হাওয়া বাইর কইরা দেয়.. শ্লারা..

রিটায়রমেন্টে পাঠানো উচিত পুরা টিমরে!!! যারা ১৪ ম্যাচে ১২টাতেই পারে!!

০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৯

পথহারা নাবিক বলেছেন: ভালা কইছেন!!

৪| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সংশোধনী:

রিটায়রমেন্টে পাঠানো উচিত পুরা টিমরে!!! যারা ১৪ ম্যাচে ১২টাতেই গু হারা হারে!! X( X(

০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৯

পথহারা নাবিক বলেছেন: হুম

৫| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩১

ফিলিংস বলেছেন: কয়েক জন মনে করে ওদের ছাড়া দেশের ক্রিকেট অচল।চামরার নিচে চর্বি জমে গেছে।চুক্তি বাতিল করে দল থেকে বের করে দেয়া দরকার।

০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৭

পথহারা নাবিক বলেছেন: আসলেই ওদের ছাড় দল অচল এইটা পুরাই ভুয়া কথা!! দেশে এখন প্রচুর ভালো মানে ক্রিকেটার আছে!!

৬| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৭

শরৎ চৌধুরী বলেছেন: যাদের মাঠে রান করতে দেখা যায় না তাদের বেশি বেশি টিভিতে দেখা যায়। আমার কথা বিশ্বাস হয় না? গাজী টিভি দেখুন।

০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২১

পথহারা নাবিক বলেছেন: চামে মনে হয় গাজী টিভির প্রচারনা করলেন! :P

৭| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৫

দালাল০০৭০০৭ বলেছেন: তামিম, নাসির.মাহমুদুল্লাহ সহ কয়েকজনকে কিছুদিনের জন্য হলেও বিশ্রামে রাখা উচিৎ।

০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৯

পথহারা নাবিক বলেছেন: মাহমুদুল্লাহকে আর কতো সুযোগ দেওয়া হবে!!

৮| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: পাবলিক টয়লেটের সামনে দাড়া করাইয়া রাখতে হবে।

তাহলে বুঝবে ধৈর্য্য কাহারে বলে।

০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪০

পথহারা নাবিক বলেছেন: শালা মনে হয় পাতলা পায়খায়া হয় মাঠে নামলেই তাই এতো তাড়াহুড়া ড্রেসিং রুমে যাবার জন্য!!

৯| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:০০

মুদ্‌দাকির বলেছেন: হু! তামিম যা পারে তা আপনিও পারেন সন্দেহ নাই, কিন্তু তামিম ইতিমধ্যে যা যা পেরেছে সেগুলো পেরে তারপর আপনাকে তার যায়গায় পৌছাতে হবে!!! X( X(

বাদদেন, এদের আর সমালোচনা করবেন না!! এরা আমাদের হিরো ভালো লাগে এদের, কিছু মনে করবেন না!!

ওরা অনেক ভালো খেলুক । (আমিন)

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:১০

পথহারা নাবিক বলেছেন: ভাই যা লিখছি দুঃখে লিখছি !!

১০| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৪৫

নিশাত তাসনিম বলেছেন: ডানো তামিম নামডা সিরাম হৈছে । :P :P

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:২৭

পথহারা নাবিক বলেছেন: :P :P

১১| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৭

ঢাকাবাসী বলেছেন: পুরো টিমটাই বরখাস্ত করেন দেখেন কেমনে সুর সুর করে উন্নতি হয়!

০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৭

পথহারা নাবিক বলেছেন: পুরা দল লাগবে না ৩/৪ জন সাথে মাহমুদুল্লাহ রিয়াদ্রে বাদ দিলেই দেখবেন সব ঠিক!!

১২| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৫

আদম_ বলেছেন: ডানো তামিম আর জুস ছাকিপ.........
মুত খিলানো উচিত শালাগরে

০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৯

পথহারা নাবিক বলেছেন: এরা এখন খেলার থেকে বিজ্ঞাপন করা নিয়া বেশী ব্যাস্ত!!

১৩| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৩

নিশাত তাসনিম বলেছেন: পথহারা ভাই ফেসবুকে আই ডি খুললাম । এড দিয়েন।

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৩

পথহারা নাবিক বলেছেন: দিছিতো!! আমি আপনার ২নাম্বার বন্ধু!!

১৪| ২২ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:০৯

উপপাদ্য বলেছেন: আচ্ছে তবেকি ফিরেছেন আপনি> ওয়েলকামব্যাক

২২ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৩৭

পথহারা নাবিক বলেছেন: নারে ভাই এখনো ব্লক!!

১৫| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২০

সচেতনহ্যাপী বলেছেন: আপনাকে ব্যান করার কারন সত্যিই আমি জানি না।। হয়তো সেই লেখাটি আমার দৃষ্টি এড়িয়ে গেছে।। আমি দুঃখিত সেজন্য।। আমি চাই ব্লগ কর্তৃপক্ষ যেন কাউকে ব্যান করার আগে ঘোষনা দেন, এতোদিনের জন্য এই কারনে ব্যান করা হলো।। তাহলে সবাই জানতে,বুঝে পারবে।।
আমি ব্যাক্তিগত ভাবে চাই আপনার এবং শত্রুপক্ষ পাঠক ৭১এর ব্যান তুলে ফেলা হোক।। কারন আপনারা যে যার দৃষ্টিকোন থেকেই সঠিক।। ধন্যবাদ।।

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৪

পথহারা নাবিক বলেছেন: হুম ধন্যবাদ!!

১৬| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৬

দালাল০০৭০০৭ বলেছেন: এখানে আপনি?

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৫

পথহারা নাবিক বলেছেন: মাঝে মাঝে একটু দেখি সেফ হইছে কিন! অনেক আদরের নিক!!

১৭| ২২ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:১৪

খেলাঘর বলেছেন:


ব্লগে কি আছেন, কোন নিকে?

১৮| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৪

পুরান লোক নতুন ভাবে বলেছেন: http://www.somewhereinblog.net/blog/plnk

ফেসবুকঃ https://www.facebook.com/abul.mofiz

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.