![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগে কেউ খারাপ লেখে না! সবাই এখানে দক্ষ গল্পকার, সবাই এখানে অসাধারণ কবি, ছবি ব্লগে সবাই সেরা, ট্রাভেল ব্লগ লিখতেও সমান সুদক্ষ।
এই ব্লগে কোনো ঋণাত্মক/নেগেটিভ কমেন্ট নেই!
কেউ বলে না ছবির কোয়ালিটি খারাপ, ক্রপ করেন নি ঠিক মত, রংটা এডিট করে দিতে পারতেন।
কেউ বলে না ট্রাভেল ব্লগে ছবি, বর্ণনার সাথে আসে ইতিহাস আসে ঐতিহ্য।
কেউ বলে না, এই গল্পটা ভালো হয় নি? মনের ভাব প্রকাশ হয় নি, কিংবা সমাপ্তি হয় নি, বর্ণনা ঠিক নেই, কিংবা জাস্ট খারাপ হয়েছে কারণ এখনো লেখাটা আপনার ঠিকঠাক হচ্ছে না!
কেউ বলে না, আপনার কবিতায় ছন্দ কই, অলংকরণ কই, অন্ত্যমিল কই, মাত্রা কই, স্তবক কই? কেউ বলে না কি বুঝালেন এই কবিতা দিয়ে? গদ্যকবিতা লিখেছেন, ভালো কথা, কিন্তু অন্তর্নিহিত ভাব কি?
কেউ বলে না, আপনার এই পোস্ট তো উদ্দেশ্যপ্রণোদিত, ব্লগের পরিবেশ অস্থিতিশীল করতে এরকম লেখা লিখছেন আপনি!
সর্বত্র প্রশংসা, হাততালির ভীরে কে সেই লেখক যে নিজেকে আরও শাণিত করতে চান, নিজের লেখার বিশ্লেষণ চান, একটা লেখার জন্য আরও দশটা বই পড়তে, বিরূদ্ধমত শুনতে, যুক্তি তর্কে যার না নেই। কোথায় সে?
সামহোয়ারইন...ব্লগ কি এমনটাই ছিল, নাকি আমি একজন খুঁত খুজে বেড়ানো পক্ককেশ বৃদ্ধ হয়ে গেছি জানি না। কেউ এই ব্লগ পড়ে মনে কষ্ট পেলে ক্ষমাপ্রার্থী। ক্ষমা করবেন।
বিদ্রঃ আপনার ব্লগে এরপর আমার কমেন্ট দেখে খোঁচা দেবেন না প্লিজ। আমি ছোট, আমাকে মারবেন না!!!
১৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:১২
ঘরহীন বলেছেন: আমি যদি বলি, সমালোচনা না করলেই বরং দুর্দিন আসবে, সেটা কি ভুল বলা হবে?
২| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:২০
আকন বিডি বলেছেন: না ভুল বলা হবে না। তবে লেখার উৎসাহ হ্রাস পাবে। কন্সট্রাকটিভ সমালোচনা সবাই করতে পারে না। এর জন্য কাইজা কম হয় নাই। যাই হোক সিনিয়ার ব্লগাররা এ বিষয়ে ভালো বলতে পারবে। আমি কাঁচা তাই একটু ঢুস মারসি। আমারটা ধইরা ফাইনাল রেজাল্ট পাবলিশ কইরা আমার ইজ্জত ফুটা ফুটা কইরেন না ব্রো।
১৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৩
ঘরহীন বলেছেন: সমালচনা সবাই করতে পারে না এর চাইতে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সমালোচনা সবাই নিতে পারে না!
৩| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৩
অন্তরা রহমান বলেছেন: দুয়েকজন হয়তো খারাপ লেখেন, সবাই না। তারা লিখতে লিখতেই লেখক হবেন আশা করি। এভাবে ধরে-বেঁধে সমালোচনা করে কি লেখকের মান বাড়ানো যায়, বড়জোর নিরুৎসাহিত করা যায়। ভালো কথা, সব পোস্টে মন্তব্য করতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না???
১৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৬
ঘরহীন বলেছেন: আট বছর আগে যেদিন পুরনো একাউন্টের সব লেখা মুছে, বের হয়ে যাই সামু থেকে সেদিন এই একাউন্ট খোলা। এতদিন পর এসে তাই অন্যদের সব পোস্টেই কমেন্ট করেছি। আপনার কথার অর্থ বুঝতে পেরেছি, আপু। ভালো বলেছেন।
৪| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: একজন আরেক জনের পিঠ চুলকাচ্ছে আর কি।মুক্ত মনে একজনের সমালোচনা( আলোচনা) করেছিলাম সে আমাকে ব্লক করে রেখেছে।
১৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৭
ঘরহীন বলেছেন: ঐভাবে বলতে চাচ্ছি না আমি, কিন্তু সমালোচনার পথটা উন্মুক্ত থাকা উচিত। এটা নিয়ে যেন ভুল বুঝাবুঝি না হয় সেটা দেখবে মডুরা - প্রয়োজনে।
৫| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৭
সামু পাগলা০০৭ বলেছেন: আকন বিডি একটি ভালো পয়েন্ট তুলেছেন। অনেকেই বিনয়ের সাথে গঠনমূলক সমালোচনা করতে পারেন না। আবার অনেকে ঠিক সমালোচনা নিতে পারেন না। এতে করে সম্পর্ক খারাপ হয়, ব্লগে ক্যাচাল বাঁধে।
আমি যখনই কারো লেখার সমালোচনা করি তার পোস্টের পেছনে লম্বা সময় দিতে হয়। কেননা সমালোচনা নিতে না পেরে আমার মন্তব্যের ভুল ধরেন, তখন আমি নিজের পয়েন্ট অফ ভিউ ঠিকভাবে বোঝানোর চেষ্টা করি। কথায় কথা বাড়ে। সবসময় হাতে এতটা সময় থাকেনা, তাই মনে হয় থাক ইগনোর করি খারাপ লেখা। ভালোগুলোকে ভালো বলি। কি বলতে কি বলব, কার আবার খারাপ লাগে, শেষে দেখা যাবে অভিমানে সামু ছেড়ে চলে গিয়ে ফেসবুকে পোস্ট দেবে, "আজ আমার মন মেঘলা আকাশ!" সেই পোস্টে আবার ১০০ টা লাইক পড়বে, লেখক/লেখিকা নিজেকে মহা গুণী ভাবতে শুরু করে দেবে! হাহাহা।
লেখককে অনেক ধন্যবাদ। আপনি এমন একটি বিষয় নির্বাচন করেছেন যেটা আমাদের অনেকের মনেই হয়ত ছিল। গঠনমূলক সমালোচনা কিভাবে করতে হয় এবং সেটা গ্রহণ করা নিয়েও একটি পোস্ট দিতে পারেন।
দেখি আপনার পোস্টে অন্য ব্লগারেরা কি বলেন! আপাতত লাইক দিয়ে যাচ্ছি, পরে আবার আসব।
১৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৩
ঘরহীন বলেছেন: শুধু লাইক দিয়ে না, বিশাল এক মন্তব্যও করে গেলেন আপু!
আসলেই, কিন্তু সমালোচনা করা বা গ্রহণ করা শেখানোর কোন ইশকুল তো নেই। এটা একজন লেখকের ইন্নেট বৈশিষ্ট্য হওয়া উচিত। কি জানি, ভুলও হতে পারে আমার।
কারেক্ট, সমালোচনা করা মানে পোস্টটা আপনি আর দশজনের চাইতে অধিক মনোযোগের সাথে, বুঝেশুনে পড়েছেন। ফেসবুকের ব্যাপারটাও ভালো বলেছেন, কিন্তু ঐ ১০০ লাইকের বেশ-অর্ধেক যে না পড়ে দেয়া সেটা কে বুঝাবে?
ধন্যবাদ, দেখি এই পোস্টে কি অবস্থা দাঁড়ায়। অনেকেই দেখে আস্তে করে স্ক্রল শেষে নীচের পোস্টে যাবেন। কাঁদায় কেউ নামতে চায় না আপু, কেউই না।
৬| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৯
শেরজা তপন বলেছেন: আমি কিন্তু ভাল লেখায় ইতিবাচকের পাশাপাশি লেখা পছন্দ না হলে নেতিবাচক মন্তব্য-ও করি।
তবে বেশীরভাগ সময় সে ধরনের লেখা এড়িয়ে চলি- যা আমার পছন্দ নয়। ব্লগে যে শুধু সবাই প্রশংসায় ভাসেন তা কিন্তু পুরোপুরি ঠিক নয়- অনেকে বিরুপ মন্তব্যের স্বীকার ও হন।
কিন্তু ব্লগের এই চরম দুর্দিনে আমাদের সবার-ই একটু নমনীয় হতে হবে।
১৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৪
ঘরহীন বলেছেন: হুম, এড়িয়ে চলাটাই তাহলে শেষ পর্যন্ত ভালো হবে বলে মনে হচ্ছে। কিন্তু, যেখানে লিখেই হাতে গোণা কয়েকজন সেখানে বেছে বেছে লেখা পড়ার বিলাসিতা কি সম্ভব?
৭| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৫
সামু পাগলা০০৭ বলেছেন: আপনি ঠিক, একজন "লেখক/লেখিকার" এমন বৈশিষ্ট্য থাকা উচিৎ, কিন্তু ব্লগে তো সবসময় তৈরি হয়ে আসেনা লেখক/লেখিকারা। তারা যেমন আস্তে আস্তে লেখা শেখেন, তেমনি করে সমালোচনা করা/নেওয়াটাও শেখাতে হবে।
সমালোচনা করা মানে পোস্টটা আপনি আর দশজনের চাইতে অধিক মনোযোগের সাথে, বুঝেশুনে পড়েছেন।
সুন্দর একটি কথা বললেন। সেদিন অন্য একটা ব্লগ পড়ছিলাম, লেখিকা পোস্টের শুরুতেই লিখে দিয়েছেন, "ভালো না লাগলে এড়িয়ে যান, সমালোচনা করবেন না!" আই ওয়াজ লাইক, হোয়াট? আমি ওনার লেখার একটা লাইনও আর পড়িনি। ঐ ব্লগে আমার একাউন্ট নেই, চাইলেই সমালোচনা করতে পারতাম না, কিন্তু তবুও এমন ইনম্যাচিউরিটি ও ইনসিকিউরিটি দেখে আর পড়তে ইচ্ছে হলোনা।
কিন্তু ঐ ১০০ লাইকের বেশ-অর্ধেক যে না পড়ে দেয়া সেটা কে বুঝাবে?
কেউ বোঝাবেনা। জানা জিনিস বোঝার কি আছে? যে লাইক পাচ্ছে সেও তো না পড়েই অন্যের পোস্টে লাইক দিয়ে আসছে। দে নো হাও দ্যা সিস্টেম ওয়ার্কস! সৃষ্টিশীলতার চেয়ে বেশি ন্যাকামির সংস্কৃতি চলছে সোশ্যাল মিডিয়ায়!
নিজেকে ক্লিয়ার করি, আমি কোনভাবেই গালিগালাজ, অপমান, পারসোনাল এটাক ইত্যাদি জড়িত সমালোচনা সাপোর্ট করিনা। আমি শুধুমাত্র বিনয়পূর্ণ গঠনমূলক সমালোচনার পক্ষে কথা বলছি।
আমি আশা করি এড়াবে না কেউ। সামুতে প্রচুর গুণী লেখক ও মন্তব্যকারী রয়েছেন। তারা ভীড় করুক আপনার পোস্টে। আমি আশা করি পোস্টটি আলোচিত অংশে যাবে এবং গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে ডিসকাশন শুরু হবে। আসলেই আলোচনা সমালোচনার অভাবে ব্লগ কেমন যেন মিইয়ে যাচ্ছে, লেখার মানও কমছে। এটা একদিনে হয়নি, আস্তে আস্তে হয়েছে। আবারো পূর্বের "মাইনাস" সংস্কৃতিতে ফিরতে হবে মনে হচ্ছে।
১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:০১
ঘরহীন বলেছেন: হ্যাঁ, ঠিক তাই। লিখতে লিখতের মত, শিখতে শিখতেই লেখক হয়ে উঠতে হয়।
লেখিকার নামটা কম্পিউটারের ফায়ারওয়ালে রেজিস্টার করার ব্যবস্থা থাকলে ভালো হতো যাতে কোথাও, কখনো এই লেখিকার লেখা চোখের সামনে না আসে।
এমনকি একুয়াপুর গ্রুপেই সমালোচনা এক প্রকার নিষিদ্ধ। সোশ্যাল মিডিয়ার অন্যান্য গ্রুপ বা জেনারেল পোস্টের কথা বাদই দিলাম।
ঠিক। আমিও আশা করি তারা আসবেন, আলোচনা হবে। মাইনাস শুরু হলে তো কথাই নেই, তবে সমালোচনা হোক। ভালো কিছু হোক। একটা মাত্র ব্লগ টিকে আছে, একে সাসটেইন করাতে হবে, ইভলভ করাতে হবে।
৮| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৯
জুন বলেছেন: ঘরহীন
সহ ব্লগার শেরজা তপনের সাথে একমত ব্লগের এই চরম দুর্দিনে আমাদের সবার-ই একটু নমনীয় হতে হবে। ।
তাছাড়া আমাদের সামু ব্লগে একজন আছেন যিনি নানারকম আলোচনা সমালোচনা ও সম্বোধনের মাধ্যমে আমাদের লেখালেখির উন্নতিতে যথেষ্ট সাহায্য করছে ( দৌড়ের উপর রাখছে)। আমার মনে হয়না আমাদের আর সমালোচক দরকার হবে । তারপর ও আপনি সামুর উন্নতির জন্য এতটা চিন্তা করছেন তার জন্য অজস্র ধন্যবাদ ।
১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৩
ঘরহীন বলেছেন: নমনীয় হতে হতে মাখনের মত গলে না গেলেই হল জুন আপু। ভালো লাগলো আপনাকে দেখে এখানে। কার কথা বলছেন, ঠিক বুঝছি না, আর কয়েকদিন গেলে চিনে ফেলবো। আপনাকেও ধন্যবাদ। সামুকে নিজের পুরনো ফর্মে দেখতে চাই, আবারও।
৯| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৪
শায়মা বলেছেন: কে বলেছে!!!
চাঁদগাজী ভাইয়া একজন নেগেটিভ কমেন্টার!!!
এই বিষয়ে ভাইয়া ১০০ নাম্বার ক্রস করেছে।
আমি নেগাটিভ কমেন্ট করি না বটে তবে দরকার পড়লে যে করে তার সাথে দিন রাত ২৪ ঘন্টা সময় ম্যানেজ করে ফেলতে পারবো!!! মানে একটু তাহার সাথে গবেষনায় যেতে পারবো আর কি......
তবে হ্যাঁ মন খারাপ হয়ে যায় এমন মন্তব্য না করে একটু পজিটিভলি বলা এবং পজিটিভ ওয়েটাই মানুষকে শিখতে হেল্প করে বলে আমি মনে করি।
আমি একদিন কি লিখবো খুঁজেই পেতাম না। কে কি বলবে ভেবেই থেমে যেতাম। অথচ কালপুরুষ ভাইয়া, মনজুরুলভাইয়া,সাজি আপুদের প্রশংসা পেয়ে পেয়ে মাথায় উঠে গেলাম!!! আর এখন নামিই না!!!
১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৪
ঘরহীন বলেছেন: মাথায় থাকলো, ভাইজানকে তাহলে একটু তোয়াজ করেই চলতে হবে।
কাদের নাম বললেন, মনটাই খারাপ করে দিলেন। ভালো তো, আপনার ব্লগ পোস্ট আসার পর থেকে তো ব্লগ কাঁপছে। বছরে দুই-তিনবার আপনার জন্মদিনও আসা উচিত।
আমি নিজে কিন্তু ইদানীং তর্কে যেতে পছন্দ করি না। ভুল দেখাতে পারি, কিন্তু, সেটা নিয়ে তর্কে যেতে হলেই মনে হয় এই জিনিসও বুঝিয়ে দিতে হলে কাকে কি বললাম!
ওকে, বি পজিটিভ। বি পজিটিভ। বি পজিটিভ। বি নেগেটিভ, ধুচ্ছাই...
১০| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৭
ভুয়া মফিজ বলেছেন: ভালো একটা প্রসঙ্গের অবতারনা করেছেন।
প্রশংসা করার জন্য rapport building এর দরকার পড়ে না। তবে, সমালোচনা করার জন্য দরকার পড়ে। আগে সম্পর্ক তৈরী না করে কেউ যদি চট করে এসে বলে, ''আপনার লেখা কিছুই হয় নাই। বেহুদা সময় নষ্ট''; তাহলে যে কেউ রিয়্যাক্ট করবে। মানব চরিত্র মাত্রই প্রশংসা পছন্দ করে, সমালোচনা অপছন্দ করে। তাই সমালোচনা করতে হবে কৌশলে। সেজন্যেই বলছি, সমালোচনা করাও একটা আর্ট। সেটা রপ্ত করা দরকার সমালোচনা শুরু করার আগে। আর সেটা হতে হবে গঠনমূলক, ব্যক্তি আক্রমন করে নয়। আপনাকে অনেক উদাহরন দিতে পারি, তবে আপনি যেহেতু পুরানো ব্লগার, নতুন করে কিছু বলার নাই আপনাকে।
ব্যক্তিগতভাবে আমি আমার যে কোনও লেখার সমালোচনা খুবই পছন্দ করি। তবে ওই যে বললাম, সেটা হতে হবে বন্ধুত্বপূর্ণ, গঠনমূলক।
মনে করেন, কেউ একজন একটা সুন্দর সমালোচনা করলো। লেখক তার নিজস্ব যুক্তি দিল, কিন্তু সমালোচক সেটা না মেনে নতুন করে আক্রমন শানিত করলো। শুরু হয়ে গেল ক্যাচাল। অন্য কথায়, ভালোভাবে সমালোচনা শুরু করার পরও যে কোনও এক পক্ষের অসহিষ্ণুতার কারনে ক্যাচাল শুরু হয়ে যায়। সেজন্যেই সমালোচনায় কৌশল আর ধৈর্য হলো চাবিকাঠি।
আপনার এই আলোচনাটা ব্লগে ভালোভাবে হওয়া উচিত। কারন, একমাত্র গঠনমূলক সমালোচনাই একজন লেখককে পরিপূর্ণভাবে শুদ্ধ করে তোলে। এটা আমার বিশ্বাস।
১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৯
ঘরহীন বলেছেন: ভালো বলেছেন। আগে সম্পর্ক গড়ে তুলতে হবে। গঠনমূলক, বিনয়ের সাথে। এত নিয়ম যেহেতু, সমালোচনা করাই বাদ দেই। আর, পুরনো ব্লগার কথাটা মাথা থেকে সরিয়ে ফেলেন জাস্ট। আই এম এ নোবডি।
অসহিষ্ণুতা তো এখন সবার মধ্যেই ভরপুর, লেখক-সমালোচক কেউ কাউকে ছাড়তে নারাজ। সাদাত ভাইয়ের ইদানিংকার ক্ষেপে উঠা দ্রষ্টব্য।
শেষ লাইনটাই আসল, ও মূখ্য পয়েন্ট। এটাই আমি বলতে চাইছি, বার বার। ঝামেলা শুরু হলে মডুরা আসবে দরকারে, কিন্তু নাহয় ঝামেলাই হোক কিছু।
১১| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৯
জুন বলেছেন: @ শায়মা ব্লগার চাদগাজীর নামটা নিতেই আমি ডরাইছি
কখন আইসা আবার আমাকে মগজহীন, লিলিপুটিয়ান, ডোডোপাখি বলে ডেকে উঠে
আমাকে অবশ্য অন্যদের মত প্রশ্নফাস জেনারেশন বলে না কারন উনি জানে আমি তার আগের জেনারেশনের
তবে ইদানীং তার সাথে আমার গুড রিলেশন । আমি তার লেখালেখি লাইক করি অনেক ।
১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:২১
ঘরহীন বলেছেন: ডোডোপাখি!!! হা হা হা! হা হা হা!! ও মাই গড, ওহ মাই গড!!! ক্যান্ট স্টপ লাফিং। সরি আপু।
১২| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৯
শায়মা বলেছেন: সামু পাগলা০০৭ বলেছেন:
সেদিন অন্য একটা ব্লগ পড়ছিলাম, লেখিকা পোস্টের শুরুতেই লিখে দিয়েছেন, "ভালো না লাগলে এড়িয়ে যান, সমালোচনা করবেন না!" আই ওয়াজ লাইক, হোয়াট? আমি ওনার লেখার একটা লাইনও আর পড়িনি। ঐ ব্লগে আমার একাউন্ট নেই, চাইলেই সমালোচনা করতে পারতাম না, কিন্তু তবুও এমন ইনম্যাচিউরিটি ও ইনসিকিউরিটি দেখে আর পড়তে ইচ্ছে হলোনা।
হা হা হা হা সত্য কথা পছন্দ হলো না আপুনি!!!!!!!!!!!!
এমন আরও দেখেছি হনু মনু টনু মার্কা কথা বলতে । মনে মনে বললাম দূরে গিয়ে মর .......জাহান্নামও যেতে পারে তারা চাইলে ....
১৩| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৩
শায়মা বলেছেন: তুমি চাঁদগাজী ভাইয়ার আগের জেনারেশন!!!!!!!! বলো কি জুন আপুনি!!!!!!!!!!!
নেগেটিভ হোক আর যাই হোক ভাইয়া একদম অন্যরকম মানুষ মানে কারো সাথে রাগ ধরে রাখে বা এই বলছিলি তাই মনে রেখে দিসি এমন টাইপই না!!!!!!!
আশ্চর্য্য এক অন্য রকম মানুষ। এই রকমটা ধরতে পারাটাই আসল কেরামতী। এই কেরামতী না ধরতে পেরে ভাইয়া আমারও প্রিয় হয়ে গেছে!
সবাইকে ভাইয়া ভালোবাসে না আবার খারাপও বাসে না আর তোমাকে আর আমাকে আর কাউকে কাউকে শুধু ভালোবাসে!!!
আমরা ধন্য হয়েছি ওগো ধন্য চাঁদগাজী ভাইয়ার ভালোবাসার জন্য!!!
তবে ভাইয়া আমাদের সাথে লাগতে আসলে আমরাও খড়গ নিয়ে ছুটে যাবো ওকে!!!
খবরদার তখন তুমি আবার পিছে থেকে উল্টা দিকে দৌড় দিও না!!!!!!!!! তাইলে কিন্তু!!!!!!!!!!
১৪| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৫
সামু পাগলা০০৭ বলেছেন: আমি প্রথম মন্তব্যে নিচের কথাগুলো লিখেছিলাম;
সবসময় হাতে এতটা সময় থাকেনা, তাই মনে হয় থাক ইগনোর করি খারাপ লেখা। ভালোগুলোকে ভালো বলি। কি বলতে কি বলব, কার আবার খারাপ লাগে, শেষে দেখা যাবে অভিমানে সামু ছেড়ে চলে গিয়ে ফেসবুকে পোস্ট দেবে, "আজ আমার মন মেঘলা আকাশ!" সেই পোস্টে আবার ১০০ টা লাইক পড়বে, লেখক/লেখিকা নিজেকে মহা গুণী ভাবতে শুরু করে দেবে! হাহাহা।
এখন দেখছি অন্যেরাও এমন করে ভাবেন! সমালোচনা করলে কষ্ট পেয়ে লেখকেরা চলে যেতে পারেন এই ভয় সবার! দুঃখজনক! অদ্ভুত একটি লুস লুস সিচুয়েসন তৈরি হয়েছে;
সমালোচনা না করলে ব্লগে পাতার পর পাতা নিম্নমানের লেখা আসতে থাকবে। কেননা কেউ নিজের ত্রুটি বুঝবেনা, শুধরানোর কারণ জানবেনা তাই প্রয়োজনও বোধ করবেনা।
সমালোচনা করলে সবাই অন্য কোন লেখালেখির মাধ্যমে চলে যাবে, তাতে করে ব্লগ মুষড়ে পড়বে।
আমরা কোয়ান্টিটি আর কোয়ালিটি একসাথে পাবনা এমন একটা অবস্থায় দাড়িয়ে আছি।
১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৫
ঘরহীন বলেছেন: একদম। কিন্তু, দিনশেষে দেখতে হবে লেখক নয়, ব্লগের কোনো ক্ষতি হলো কি না। সবার আগে ব্লগ, সামু। নাকি সেই জায়গা থেকে সরে এসেছে সবাই। যাই হোক। ব্লগের কোয়ালিটি বাড়াতে, স্ট্যান্ডার্ড সেট করতে এটা খুবই জরুরি। আবার ব্লগকে টিকিয়ে রাখতে লেখক ধরে রাখাটাও। পুরাই ম্যানেজমেন্ট প্রবলেম, হার্ভার্ড রিভিউতে যাওয়ার মতন!
১৫| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৯
শায়মা বলেছেন: ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৪০
লেখক বলেছেন: মাথায় থাকলো, ভাইজানকে তাহলে একটু তোয়াজ করেই চলতে হবে।
কোনোই লাভ নাই!!! তোয়াজ মোয়াজের ধার ধারেনা আমাদের ভাইয়ামনিটা!!! হা হা হা হা
কাদের নাম বললেন, মনটাই খারাপ করে দিলেন। ভালো তো, আপনার ব্লগ পোস্ট আসার পর থেকে তো ব্লগ কাঁপছে। বছরে দুই-তিনবার আপনার জন্মদিনও আসা উচিত।
হায় হায় দুই তিনবার জনমদিন!!!!!!!!!! তুমি আমাকে বুড়ি বানাতে চাও!!!!!!!!! আর ব্লগে কাঁপাকাঁপি!!!!!!!!! হা হা হা হা পোস্ট তো আর করারই টাইম পাইনা।
রাত দিন বিজি থাকতে হচ্ছে!!
আচ্ছা তুমি হঠাৎ কই থেকে এতদিন পরে উদয় হয়ে ব্লগের কাঁপাকাঁপিতে সামিল হলে বলোতো!!!!!
বড়ই চিন্তার বিষয়!!!
১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৯
ঘরহীন বলেছেন: কি ভয়ানক, অবশ্য সেটা কমবেশি সবাই জানে। তারপরও, তেলে তেলে তফাত আছে তো!
সেটাই। একসময়ের লিজেন্ডরা সবাই ব্যস্ত। কেউ কর্পোরেটে, কেউ সাংবাদিকতায়, কেউ বিদেশে - পড়ালেখায়, আরাম-আয়েশে।
আমি-আপনি সবাই একসময় আর ব্লগ লিখবো না, কিন্তু সাইটটা থাকবে, নতুন ব্লগার আসবে। তাদের একটা মানসম্পন্ন কিছু দিয়ে যাওয়াই ত উচিত, তাই না।
আমি ঘর খুঁজছিলাম, পাই নাই। বুঝতে পেরেছি, কারো কারো সেই ভাগ্যই থাকে না। তাই ব্যাক টু দ্য গেইম। আবার হাতে কলম সরি কিবোর্ড!
১৬| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:২০
জুন বলেছেন: শায়মা আমি ব্লগার চাদগাজীর আগের জেনারেশন না
তবে উনি আমাকে কখনোই কিছু বলে নি । তার রাজনৈতিক মানে অন্যদেশের রাজনীতি নিয়ে লেখাগুলো আমি নিয়মিত পড়ি , মন্তব্যও করি উনিও সুন্দর করে উত্তর দেন
১৭| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩৩
চাঁদগাজী বলেছেন:
ব্লগার পোষ্টগুলো আমাদের শিক্ষিত শ্রেণীর শিক্ষার মান সম্পর্কে ধারণা দিচ্ছে।
১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪০
ঘরহীন বলেছেন: হা হা হা। আপনি আসার আগেই, আপনাকে নিয়ে একদফা আলোচনা শেষ। আসলে তা নয়, লেখক ধীরে ধীরেই হয়। এই সামুতে একসময় পাঁচ লাইন, দশ লাইনের পোস্ট আসতো। চার লাইনের কবিতা, একটা ছবি পোস্ট আসতো। ধীরে ধীরে সময় পাল্টেছে। সেই একই লেখক হাজার-পাঁচ হাজার শব্দের পোস্ট দিয়েছেন। শত শত ছবিব্লগ এসেছে, টপ কোয়ালিটির কবিরা লিখে গেছেন। এটা আস্তে-ধীরেই হবে, কিন্তু পথ দেখানোতে সমালোচনার অনেক বড় ভূমিকা। সেটা মাথায় রাখতে হবে। তা না হলে, নিজের ত্রুটি শুধরে সেরা মানের লেখকরা আর উঠে আসবে না।
১৮| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩৫
ভুয়া মফিজ বলেছেন: লেখক বলেছেন: আগে সম্পর্ক গড়ে তুলতে হবে। গঠনমূলক, বিনয়ের সাথে। এত নিয়ম যেহেতু, সমালোচনা করাই বাদ দেই। তা কেন? তাহলে তো ব্লগে লেখার মানোন্নয়নের আসল পারপাসটাই সার্ভ হলো না। আমরা যদি সত্যিকারভাবেই ব্লগের উন্নতি চাই, তাহলে একটু কৌশলী হওয়ার কষ্টটুকুও নিতে পারবো না!
সমালোচনার আর্ট রপ্ত করা, কৌশলী হয়ে গঠনমূলক সমালোচনা করা, ধৈর্য ধরে ব্লগীয় মিথস্ক্রিয়া করা.....এগুলো তো কোন রকেট সায়েন্স না রে ভাই। চাইলেই করা যায়। আমি তো করি।
১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪২
ঘরহীন বলেছেন: ঠিক, আপনি সথিক বলেছেন। এভাবেই জিনিসটাকে এগিয়ে নিতে হবে। কিছুটা ক্লিয়ার হয়ে আসছে ব্যাপারটা। দেখি আর কি কি মন্তব্য আসে। দারুণ কমেন্ট করেছেন। খুবই জরুরি পয়েন্ট- ব্লগীয় মিথস্ক্রিয়া।
১৯| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি কিন্তু তাদের দলে নাই
আমি খোঁচা দেই খোঁচা খাই।
অনিয়ম দেখলে চুপ করে না রই।
খোঁচা খুঁচিতে গাজী আমি হয়ে গেছি দই!!
১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪৪
ঘরহীন বলেছেন: সেই ভালো। খোঁচা খাওয়া ও দেয়া। তবে শুধু লাঠি দিয়ে। লাঠির আগায় পেড়েক ঠুকে সেটা দিয়ে খোঁচা দিবেন না প্লিজ, রক্তারক্তি ব্যাপার হয়ে যাবে।
২০| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪১
ডঃ এম এ আলী বলেছেন:
ভাল একটি বিষয়ের অবতরনা করেছেন ।
আলোচনা সমালোচনা একটি লেখার প্রাণ ।
গঠনমুলক সমালোচনা হতে জন্ম নেয়
নতুন কিছু লেখার অনুপ্রেরণা ।
শুভেচ্ছা রইল
১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪৬
ঘরহীন বলেছেন: ধন্যবাদ। বিষয়টা নিয়ে একটা মুক্ত আলোচনা বা সমালোচনা হোক তাই চাইছিলাম। অন্য সব লেখকদের ভাবটাও ধরতে হবে তো। বুঝতে হবে কারা কারা সমালোচনায় 'ডরান' না বীরের মতন। আমারও তাই মনে হয়, কেউ আমাকে বললে এটা তো হয় নি, সেটা ঠিক না করা পর্যন্ত থামি না আমি। এটাই তো হওয়া উচিত, লেখকের কাজ।
২১| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫৬
চাঁদগাজী বলেছেন:
ব্লগের বেশীরভাগ লেখায় আমাদের সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি মোটামুটি অনুপস্হিত, কিংবা ভুল ধারণার উপর লেখা থাকে। কিছু কিছু কবি মেসিন বসায়েছেন, কি বের হচ্ছে, নিজে পড়ে দেখেন কিনা কে জানে! উনাদের পাঠক আমাদের সর্বজনাব নেওয়াজ আলী।
বিজ্ঞান, টেকনোলোজী ইত্যাদির উপর লেখা খুবই কম; শিক্ষা ব্যবস্হার উপর যত লেখা এসেছিলো, প্রায় সবগুলো ছিলো পংগু ধরণের লেখা। আরেকটা দিক হলো ভ্রমণ কাহিনী: ব্লগার জুনের বেশীরভাগ লেখা মানানসই; বাকীদেরগুলো গার্বেজ: জার্নি বাই প্লেইন, জার্নি বাই ট্রেইন, জার্নি বাই বোট। বেশীরভাগ গল্পই নড়বড়ে প্লটের উপর লেখা; ফাহমিদা বারী নামে একজন কিছুটা ভালো করছিলেন, কিন্তু উনি মনে হচ্ছে কিছুটা বদরাগী মানুষ।
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১২:২১
ঘরহীন বলেছেন: ঠিক, মননশীল লেখা ব্লগে এখন খুব কম আসে। আসলেও, সেগুলোতে আলোচনার বা ভিউর কি হাল হবে কে জানে? কবিতার অবস্থা আসলেই সঙ্গীন। ভ্রমণ কাহিনী তাও ভালো আসে। গল্পের অবস্থাও চলনসই। ছবি ব্লগও খুব একটা খারাপ না। ফাহমিদা বারীর লেখা পড়ে দেখবো। আর সব মিলিয়ে, ভালো লেখা কম আসে, কিন্তু সমস্যা ঐ একটাই। খারাপ লেখায় গঠনমূলক মন্তব্যর অভাব!
২২| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫৮
অজ্ঞ বালক বলেছেন: মানুষের মনে নাকি কষ্ট দিতে নাই, খুব খারাপ কাজ। তাই এই সিস্টেম ফলো করে সবাই। কমেন্ট সময় নিয়া আবার পড়ুম। মজার আলোচনা হইতাছে। আর কিছু জানি না, কবিতার পোস্ট দেখলেই এখন এড়াইয়া যাই। জাস্ট নিতেই পারি না। আর ধর্মীয় পোস্টগুলা। দুইপক্ষ ওঁত পাইত্তা থাকে, আসলো তো কুস্তি শুরু!!!
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১২:২২
ঘরহীন বলেছেন: কুস্তি, ভালোই বলেছেন ভাই। ভাই, আপনাকে অন্য কোনো ভাবে রীচ করা যাবে? আজকে দেখলাম শূণ্যমাত্রিকের ঘোষণা এসেছে। আপনি কি এখনও ঐ প্রজেক্টের সাথে আছেন?
২৩| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১১:০২
ওমেরা বলেছেন: লিখার সমালোচনা করতে হলেও লেখার একটা মান থাকতে হয় এই যেমন ধরেন আমি যা লিখি এগুলো কি কোন লিখা এগুলোর আর সমালোচনা কি করবেন । আমার মত লেখকই এখানে বেশী এদের সাথে আমারও লিখার সমালোচনা করে আমাদের মন খারাপ করে দিয়েন না । তবে ব্লগে বেশ কিছু ভালো লেখক ও আছে তাদের লিখার গঠন মূলক সমালোচনা করলে উনারা আরো ভালো করবেন ।
কি বল্লাম বুঝেছেন তো, আমার পোষ্ট পড়লে প্রসংশা করবেন , আমার লিখার মান আমি জানি , মনের একটু ভালোলাগার জন্য যখন যা মনে আসে লিখি ।
ধন্যবাদ আপনাকে।
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১২:২৩
ঘরহীন বলেছেন: হা হা হা। দারুণ কমেন্ট, মানতেই হচ্ছে। ঠিক আছে, মাথায় থাকলো।
২৪| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১১:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সপ্তাহখানেক ব্লগ থেকে অফ থাকার পর ঢুঁ মারতে এসে আপনার এ পোস্ট চোখে পড়লো। এ ধরণের আলোচনা আমার পছন্দের। আলোচনার সূত্রপাত যেভাবে করেছেন, এটাকে গুছিয়ে একটা পূর্ণাঙ্গ আর্টিকেলের রূপ দেয়া যেত। পোস্টটা অনেকটা ফেইসবুক স্টেটাসের মতো হয়ে গেছে।
যাক গে, আপনার পোস্টের আলোচ্য বিষয় নিয়ে বলার আগে ব্লগে আপনার বয়স দেখে এলাম- ৮ বছরের উপরে। এতদিন ধরে ব্লগে আছেন, আর ব্লগে লেখালেখির সমালোচনা হয় না, তা আপনার চোখে এড়ালো কীভাবে? এসব জানতে হলে ব্লগে অ্যাক্টিভ থাকা প্রয়োজন। আপনি যেহেতু এসব বিষয়ে সম্যক অবহিত না, এজন্য ধরে নিচ্ছি ব্লগে আপনি পর্যাপ্ত সময় দিতে পারেন নি। তাই আপনার পক্ষে জানা সম্ভব হয় নি ব্লগে আলোচনা-সমালোচনা হচ্ছে কিনা।
প্রথমত, 'সমালোচনা' বলতেই আমরা ধরে নিই, একটা পোস্টের উপর আমাদেরকে 'নেগেটিভ' সাইডগুলো তুলে ধরতে হবে। বিষয়টা তা না। একটা পোস্টে আদৌ কোনো নেগেটিভ পয়েন্ট নাও থাকতে পারে। যে বিষয় নিয়ে পোস্টটা লেখা হয়েছে ওটার উপর আলোচনা চলতে পারে, সেই আলোচনা থেকে অন্যান্য বিষয় উঠে আসতে পারে। নিছক একটা কবিতার লাইন থেকে জাতীয় পর্যায়ের ইস্যু নিয়ে আলোচনা চলতে পারে।
একটা পোস্টের উপর আলোচনা করতে গেলে কিছু নির্দিষ্ট বিষয় ধরে আলোচনা করতে হবে। আলোচনা হতে হবে গঠনমূলক, যাতে ঐ আলোচনা থেকে পাঠক জ্ঞান আহরণ করতে পারেন, লেখক নিজের শক্তিমত্তা ও দুর্বলতা সম্পর্কেও অবহিত হতে পারেন।
শেষ করছি - আপনার পোস্টের ভাষ্য গঠনমূলক হয় নি। একচোখা দৃষ্টিতে এসব লিখেছেন। ব্লগে অ্যাক্টিভ থাকুন, অন্যান্যদের ব্লগ পড়ুন, বুঝতে পারবেন, সমালোচনা কাকে বলে। আমি আবারো বলছি, সমালোচনা মানে নেগেটিভ কমেন্ট না, সমালোচনা মানে গঠনমূলক আলোচনা। ও আরেকটা কথা, 'অসভ্য" ও 'জ্ঞানহীন' আচরণ বা কমেন্টের সাথে সমালোচনা মেলানো ঠিক হবে না।
ভাল থাকুন, তবে একটা ঘর বানাইয়া নিন।
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১২:৩৪
ঘরহীন বলেছেন: ইচ্ছে করেই ছোট পোস্ট দেয়া যাতে অন্যরা নিজের মন্তব্যটা খোলাখুলি বলতে পারেন। নির্দিষ্ট কিছু বিষয় লিখে আলোচনাটা বেঁধে ফেলতে চাই নি।
ঠিক তাই, আমি দীর্ঘদিন ব্লগের ত্রিসীমানার বাইরে ছিলাম। ফিরে এসেছি সাকুল্যে তিন দিন। তাতেই বিরক্ত হয়ে এ প্রসঙ্গের অবতারণা।
ঠিক, তবে কিছু পোস্টে আবার সরল-সহজ সমালোচনারই অবকাশ থাকে, সেখানে সেটুকু করার সুযোগও থাকতে হবে।
আপনার পোস্ট 'লা-জওয়াব' হয়েছিলো। দারুণ লিখেছেন।
কিছুটা সত্যই বলেছেন, তবে আমার আবার অতি ও অযৌক্তিক প্রশংসা ভালো লাগে না। এলান কোয়াটারমেইনে পড়েছিলাম, জুলুরা করে। আমরা তো বাংলাদেশী, জুলু না!
এই কথার তুলনা নেই, অনেকক্ষণ হাসলাম। দুর্মুখেরা বলবে বিষণ্ণ হাসি!
২৫| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৩
খায়রুল আহসান বলেছেন: সমালোচনা অবশ্যই অনাকাঙ্খিত নয়, তবে তা হতে হবে শালীন, মার্জিত ভাষায়। সমালোচনাকারী এবং সমালোচিত ব্যক্তি, উভয়ের লেখা পড়ে যেন বোঝা যায় যে তারা শিক্ষিত ব্যক্তি। যেমন আপনার যে ক'টি সমালোচনামূলক মন্তব্য/প্রতিমন্তব্য পড়েছি, তাতে মনে হয়েছে আপনার দৃষ্টিভঙ্গী এবং ভাষা ঠিক আছে। এমন সমালোচনার সাথে তর্ক বিতর্ক চালিয়ে যাওয়াই যায়।
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১২:২৫
ঘরহীন বলেছেন: বাহ! ধন্যবাদ আপনার এহেন উদার মন্তব্যর জন্য। আমি চাচ্ছি ব্লগের পরিবেশটা সেদিকেই ধাবিত হোক। সবার জন্যই সুফল বয়ে আনবে।
২৬| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একজন তার মন্তব্যে লিখেছিলো ক্রিকেটের ব্যাট দিয়া পিটাবে।
মডু বোধ হয় সহ্য করতে পারেনি এমন উদ্ধ্যত আচরণ। ব্লগ করে
দেয়। মাস দেড়েক পূর্বে সে অন্য নামে হাজির। বলেছেন এবার
কা্ইট্যা লবন দিবেন!! আহা সাধু সাধু !! এবার বলেন তাকে ব্লক
করবেন না তার পাগলামী হজম করবেন!!
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১২:২৭
ঘরহীন বলেছেন: ঠিক তাই। এরকম কমেন্ট হলে মডুরা ব্লক করবেন, ব্যান করবেন। সমস্যা তো নেই। কিন্তু, মধ্যপন্থার মন্তব্যে সেই ঝামেলা নেই। সেটা লেখকও সানন্দে পড়বেন, পালটা যুক্তি দেবেন, সমালোচকও তর্কে নামবেন, সুস্থ আলোচনা হবে।
২৭| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ১২:৫৬
অজ্ঞ বালক বলেছেন: না, নেই। হ্যাঁ, আছি। আমিই প্রধান সম্পাদক।
১৯ শে আগস্ট, ২০২০ রাত ২:৫৫
ঘরহীন বলেছেন: বাহ ভাই, দারুণ। আপনি ফেবুতে ফিরে এলে সূর্য আইডিতে একটা নক দিবেন প্লিজ।
২৮| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ১২:৫৯
শায়মা বলেছেন: বাহ বাহ !!!
তুমিও ভূমিকম্প বানালে আজকে ভাইয়া!!!
যাইহোক এই পোস্টের ছবি দেখে আমার শুধু শকুনভাইয়াকে মনে পড়ছে।
কোথায় যে হারিয়ে গেলো ভাইয়াটা আমার!!!
শকুনদৃষ্ট ভাইয়াটা!!!
১৯ শে আগস্ট, ২০২০ রাত ২:৫৭
ঘরহীন বলেছেন: হা হা হা। লেখার সময় সেটা ভাবিনি। কিন্তু, কমেন্ট পড়তে পড়তে আর জবাব দিতে দিতে আমি শেষ!
২৯| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৩:০৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গদ্যকবিতা লিখেছেন, ভালো কথা, কিন্তু অন্তর্নিহিত ভাব কি?
........................................................................................
লেখক বা কবির কাব্যর গুনাগুন নিয়ে সমালোচনা হতে পারে এবং
যুগ থেকে যুগান্তরে সমালোচনা বা পর্যালোচনা চলবে ,তাই বলে ব্লগে
সমালোচনা করতে গিয়ে কেউই ধৈর্য ধরতে পারেনা, ব্যক্তিগত আক্রমন করে
বসে, সেই আক্রমন কোন এক সময় নোংরা কাদাঁ ছোড়ায় রুপ নেয় ।
...............................................................................................
যখন অনলাইন ছিলনা তখন এমন হবার সুযোগ ছিল না, মাঝে মাঝে
পত্র পত্রিকায় আসত, তখন এতটা আগ্রাসী হবার সুযোগ ছিলনা ।
তবুও আমি বিশ্বাস করি , অনলাইন অনেকের লেখার সুযোগ দিয়েছে,
অভিজ্ঞতা অর্জনে সহায়তা করেছে সমালোচনা করার ক্ষমতা দিক
এটাই কাম্য ।
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:০২
ঘরহীন বলেছেন: ব্লগে সমালোচনা করলেই সেটা ব্যক্তিগত আক্রমণের দিকে যাবে, তা নয়। জিনিসটা বিনয়ের সাথে, ভদ্রতা বজায় রেখেও করা সম্ভব। পত্রিকায় মানহীন লেখা প্রকাশ হয় না। প্রতিটা পাতার জন্য আলাদা সম্পাদক থাকেন। কাজেই, সমালোচনার সুযোগ কম। অনলাইনে তা নয়। চাইলেই অখাদ্য প্রকাশ করা যায়। তার বদলে সমালচনা আসলে, সহ্য করার মতন ধৈর্য ও সৎ-সাহস থাকা উচিত।
৩০| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৩:৪৪
রাজীব নুর বলেছেন: ব্লগাররা ভালো লিখুক বা মন্দ লিখুক- তাতে জগতের কিছুই আসে যায় না।
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:০৩
ঘরহীন বলেছেন: জগতের ভালো মন্দ অনেক বড় বিষয়, আমি তুলনামূলক ছোট বিষয় - ব্লগের ভালো মন্দ - নিয়ে ভাবছিলাম যার উপর ব্লগারদের লেখার প্রভাব অবশ্যই আছে।
৩১| ১৯ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৩১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগে আসা সব লেখারই ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকই রয়েছে। কেউ খুব ভালো লিখেন, কেউ ভালো লিখেন, কেউ মোটামুটি লিখেন, কেউ গারবেজ টাইপ লিখেন। কিন্তু এই গারবেজের ভেতর থেকেও কিছু প্রয়োজনীয় জিনিষ পাওয়া যায়। প্রচলিত গারবেজের ভেতর হাতড়ালে যেমন অনেক সময় চামচ টামচ পাওয়া যায় সেরকম আর কি! তা' ছাড়া লিখতে লিখতে অনেকে পুরোদস্তুর লেখক হয়ে উঠেন। তাই আমি কাউকেই অসম্মান করে কোন কমেন্ট করি না।
আমি নিজে একজন গারবেজ টাইপের লেখক। লেখালেখির চেষ্টা করে যাচ্ছি। বুড়ো মানুষ। অবসর জীবনে আর কি করবো?
ভালো পোস্ট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:০৭
ঘরহীন বলেছেন: আমার কথা হচ্ছে, গারবেজের ভেতর শুধু চামচ না, সোনার চামচ থাকে যা শুধুমাত্র ঘষামাজার অপেক্ষায় আছে। সেটার একটা উপাদান হচ্ছে সমালোচনা যা করাটা ব্লগের মন্তব্য নীতির অংশ হওয়া উচিত। অসম্মান করাটা অবশ্যই পরিত্যাজ্য। আপনাকে অনেক ধন্যবাদ আশরাফুল ভাই।
ভালো কথা, ২০০ পোস্ট আর লাখ ভিউ কিন্তু গার্বেজ লেখকের পক্ষে বড্ড বেমানান!
৩২| ১৯ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ইদানিং প্রশংসা বেশি হচ্ছে সমালোচনা কম হচ্ছে তাই হয়তো আপনার এই পোস্ট যথার্থ।
কিছু কিছু ব্লগার আছেন প্রশংসার পাশাপাশি আপনার ভুল ধরিয়ে দিবে, কেউ শুধু সমালোচনা, কেউ আলোচনা আর কেউ প্রসংশা করবে এটাই স্বাভাবিক। এমনিতে দুর্দিন তার উপর বেশি মাত্রাং ভুল ধরতে গেলে পোস্ট আসা আরও কমবে।
আশা করি সময়ের সাথে এগুলো ঠিক হবে।
+++++
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:১০
ঘরহীন বলেছেন: সামু তো একদিনের না। অনেকেই বলে একসময়ের তুখোড় ব্লগাররা এখন কোথায়? আমার কিন্তু মনে হয় এক প্রজন্মের ব্লগাররা যাবেন, নতুন একঝাঁক ব্লগার এসে সেই জায়গা দখল করে নেবেন - এটাই স্বাভাবিক। সময় বয়ে যাচ্ছে, কিন্তু, মন্তব্যে সমালোচনার অভাব কি মানের প্রশ্ন দাঁড় করিয়ে দিচ্ছে না? আশা করি, একসময় এটা সত্যিই ঠিক হবে। ধন্যবাদ ভাই।
৩৩| ১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৪৩
নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: কন্সট্রাকটিভ সমালোচনা করতে কে কাকে ব্লগে বাধা দিচ্ছে।
এইধরণের সমালোচনা করার জন্য পুরো পোস্ট ভালোমতো পড়তে হয়।
এটা কেউ কষ্ট করে করে না দেখেই কন্সট্রাকটিভ সমালোচনা ব্লগে খুব কম আসে।
নেগেটিভ মন্তব্য শুধুমাত্র গালিগালাজই হতে হবে এটা কে বলেছে।
নেগেটিভ মন্তব্যও সুন্দর ভাবে পজেটিভ ওয়েতে বলা যায়।
লেখার বিষয়বস্তু ভালো।
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:১২
ঘরহীন বলেছেন: একদম ঠিক, নেগেটিভ মন্তব্যও পজেটিভিটির সাথে করা যায়। আমিও তাই বলতে চাচ্ছি। অবশ্য আমার কিন্তু মনে হয় না, ব্লগে কেউ পোস্ট না পড়ে মন্তব্য করে যেটা সোশ্যাল সাইটে খুব স্বাভাবিক ব্যাপার। অসংখ্য ধন্যবাদ ভাই।
৩৪| ১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:১০
পদ্মপুকুর বলেছেন: আমার কথা বললে আমি বলবো- আমার মনে হয়েছে এখানে কেউ সমালোচনা নিতে পারে না। এ কারণে যে পোস্ট ভালো লাগে না, সেটাতে আমি মন্তব্যই করি না।
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৫
ঘরহীন বলেছেন: এটা একটা ভালো পদ্ধতি যেটা এরই মধ্যে অনেকে বলেছেন, পছন্দ না হলে এড়িয়ে যাওয়া। তার মানে আমরা ধরেই নিচ্ছি, সমালোচনা করবো না কারণ কেউ নিতে পারে না আর খারাপ পোস্ট তো আসবেই। হ্যাঁ, এটাই ভালো। এই পন্থাটাই এখন পর্যন্ত ঝামেলাহীন ও সঠিক মনে হচ্ছে।
৩৫| ১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার পোস্ট পছন্দ হয়েছে ধন্যবাদ
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৬
ঘরহীন বলেছেন: ধন্যবাদ আপু, সাথে এ ব্যাপারে মতামত জানালে আরও খুশি হতাম।
৩৬| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০৩
মোঃ খুরশীদ আলম বলেছেন: আমি ছোট আমাকে মারবেন না- দারুণ বলেছেন।
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৭
ঘরহীন বলেছেন: তাতে তো লাভ হয় নি দেখছি, নীচের মন্তব্য দ্রষ্টব্য!!!
৩৭| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২৬
লরুজন বলেছেন:
নিজের ফাউনডেশন মজুবুত করুইন,
নিজে বিশ পঞ্চাশটা পোস্ট লেহুইন দেহি আফনে কতবড় জানেস্তর ব্লগার
অন্যর সমালোচনা করার লাইগ্যা নিজের যোগ্যতা লাগে
নিজেত জুম্মা জুম্মা মুডে দুইডা পুস্টাইছেন
অহনকা নিজে সাতার না জাইন্না অন্যরে সাতার শিহাইতে গেলে কিতা অইব দেখুমনে!!!
আর আফনের দেড় ব্যাটারি পোস্টে যারা জ্ঞানের বাত্তি জালাইছে হেরার পোস্টে গিয়া দেইক্কেন
কিতা লেকছে - আফনে পোস্ট বুঝুইন?
দুই চাইডা লেহা বুঝার আক্কল জ্ঞান আল্লায় দিছে নি?
মনে অয় আল্লায় আক্কল জ্ঞান দিছে না,
দিলে এই পোস্ট লেইক্কা ৩৫টা কমেন্ট পাইতাইন্না
বেবাক বেকুব ভ্যা ভ্যা কইরা কমেন্ট করছে
চাঁদগাজি ব্লগ আইয়ে কাইজ্জা করত
হের কুনু কাম নাই বেকার মানুষ
চাঁদগাজী অইতাছে গিয়া চুলকাইয়া হাজ্জাইয়া বালা জাগা খাজলি করার লোক
সামুপাগলা কিতা লেহে লুল ছলর বলর ছলর বলর
ব্লগের একটা ব্লগার আছে যার লেহা প্রকাশক বিনা পয়শাত ছাপাইব
আড্ডা পোস্ট কিতা কুস্তা না আউল ফাউল
আর আফনে যে ফাউল ইডা অহনকা সময়ের ব্যাপার মাত্র
প্রমাণ অইব আফনে একটা ফাউল লোক
বাইরে ব্বাই নুরু কাহাও কমেন্ট করে লুল
নুরু কাহা কিতা লেহে ? কপি কেডা পড়ে
মন্তব্য ০২ পঠিত সংখ্যা ২০ লুল রে লুল
পোস্টের রেটিং: - হুরররররররর ধুররররররররররররর আরে গাছ হাইয়া লাইতাছেরে দেড় টেহার ছাগলে গাছ খাইয়া লাইতাছে, ইডারে বাইন্দা হুয়ার দে
কিতা বুঝলাইন, বুঝলে বুঝপাতা না বুঝলে লাপাত্তা
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৯
ঘরহীন বলেছেন: পোস্ট পড়ে বুঝার আশা ছেড়েই দিলাম আপনার কমেন্ট পড়ার পর। এটাই তো বুঝতে পারছি না! কি সর্বনাশ!
৩৮| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৪
আহমেদ জী এস বলেছেন: ঘরহীন ,
সমস্যাটা হলো, আমাদের নিতে ও দিতে পারার অক্ষমতা বা বোধবুদ্ধি-জ্ঞানের সীমাবদ্ধতা।
ব্লগের আসার মূলটা তো এখানেই যে, এটা আপনার দিনমানের খেড়োখাতা । দিনান্তের চাওয়া-পাওয়ার সব হিসেব মিলিয়ে একটুখানি নিজের দিকে ফেরার তাড়া। তাই এই খেড়োখাতায় যতো আঁকাবুকি ,কাটাকুটিই করি না কেন শেষমেশ তার নির্যাসটুকু তো আমার নিজের কথাই বলে, আয়নায় আমার মুখটিই দেখায় ! আমি কে...কেমন লোকটি আমি ! আমার ব্লগ যদি আমাকেই দেখায়, তবে সেখানে আমার ছবিটি কেমন ? আমার রূচি -আমার শিক্ষা , আমার স্বকীয়তা , আমার নিজস্ব ধ্যানধারনার সুন্দর এবং সত্যিকারের সেই ছবিটি আমি এখানেই লটকে দিতে পেরেছি কিনা।
লেখা তো যে কেউই লিখতে পারেন , দিতেও পারেন । লিখতে পারাটা ব্লগের জন্যে কঠিন কিছু নয়, কঠিন হলো আপনি কি বোঝাতে চাচ্ছেন তা, আর আপনাকে তুলে ধরছেন কি ভাবে । আর এটা করতে গিয়েই আপনাকে আপনার নাদানীর জন্যে গঞ্জনা, পরিপক্কতার জন্যে প্রশংসা জোটে।
তাই একজন সত্যিকারের ব্লগারকে সতর্ক, সংযত, রূচিশীল হতেই হয় , আজকের জন্যে এবং আগামীকালেরও।
পোস্টের মন্তব্যগুলির আলোকে বিশ্লেষন করলে আপনি সমস্যাটা কোথায় তার দেখা পাবেন মনে হয় -যেমন :-
আকন বিডি বলেছেন: “কন্সট্রাকটিভ সমালোচনা সবাই করতে পারে না।“
এবং তার উত্তরে আপনি বলেছেন - “ সমালোচনা সবাই করতে পারে না এর চাইতে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সমালোচনা সবাই নিতে পারে না!”
যে কথা শুরুতে আমিও বলেছি।
ব্লগটা আমাদের হাতেখড়ির শ্লেট বলেই অন্তরা রহমানকে বলতে হয়েছে,” দুয়েকজন হয়তো খারাপ লেখেন, সবাই না। তারা লিখতে লিখতেই লেখক হবেন আশা করি।“
সামু পাগলা০০৭ও সেই সুরে কথা বলেছেন - “অনেকেই বিনয়ের সাথে গঠনমূলক সমালোচনা করতে পারেন না। আবার অনেকে ঠিক সমালোচনা নিতে পারেন না। এতে করে সম্পর্ক খারাপ হয়, ব্লগে ক্যাচাল বাঁধে। পাশাপাশি তিনি এমনটাও বলেছেন -“সমালোচনা করা মানে পোস্টটা আপনি আর দশজনের চাইতে অধিক মনোযোগের সাথে, বুঝেশুনে পড়েছেন।
সত্যটা এখানেই।
উত্তরে আপনি বলেছেন - “আসলেই, কিন্তু সমালোচনা করা বা গ্রহণ করা শেখানোর কোন ইশকুল তো নেই। এটা একজন লেখকের ইন্নেট বৈশিষ্ট্য হওয়া উচিত।“
ব্লগের আয়নাতে আমার যে মুখটি দেখায় সে কথারই প্রতিধ্বনি আপনার এই উত্তরে ।
আবার শেরজা তপন বলেছেন - “আমি কিন্তু ভাল লেখায় ইতিবাচকের পাশাপাশি লেখা পছন্দ না হলে নেতিবাচক মন্তব্য-ও করি।“
এমনটাই তো ব্লগের মিথস্ক্রিয়ার চরিত্র, নইলে ব্লগ লেখাই তো বৃথা!
কারো লেখা যেন বৃথা না যায় সেজন্যেই হয়তো জুন সহ ব্লগার শেরজা তপনের সাথে একমত হয়ে বলেছেন, “ব্লগের এই চরম দুর্দিনে আমাদের সবার-ই একটু নমনীয় হতে হবে।“
সামু কিন্তু এমনটা ছিলোনা যেমনটা আপনি বা আমরা ভাবছি। এখন যা দেখছি তা হয়েছে দীর্ঘদিনের অসতর্কতা আর নিবেদিত হয়ে ব্লগে আসার অনিচ্ছা থেকে যেটা শুরু হয়েছে ভুয়া মফিজ এর বলা - “ মনে করেন, কেউ একজন একটা সুন্দর সমালোচনা করলো। লেখক তার নিজস্ব যুক্তি দিল, কিন্তু সমালোচক সেটা না মেনে নতুন করে আক্রমন শানিত করলো। শুরু হয়ে গেল ক্যাচাল। অন্য কথায়, ভালোভাবে সমালোচনা শুরু করার পরও যে কোনও এক পক্ষের অসহিষ্ণুতার কারনে ক্যাচাল শুরু হয়ে যায়। সেজন্যেই সমালোচনায় কৌশল আর ধৈর্য হলো চাবিকাঠি।“ এই মতো অসহিষ্ণুতা থেকে, আর আমাদের দিন দিন অযৌক্তিক হয়ে ওঠা থেকে।
চাঁদগাজী কে আমরা যতোই দোষ দিইনে কেন, তিনি কিন্তু এটা ঠিকই বলেছেন, “ব্লগার পোষ্টগুলো আমাদের শিক্ষিত শ্রেণীর শিক্ষার মান সম্পর্কে ধারণা দিচ্ছে।“
আমাদের শিক্ষিত শ্রেণীর শিক্ষার মান সম্পর্কে এই ধারনা কিন্তু অনেক ক্ষেত্রেই হতাশা উদ্রেককারী।
সাথে সাথে একই কথা বলেছেন খায়রুল আহসানও। তিনি বলেছেন- “সমালোচনা অবশ্যই অনাকাঙ্খিত নয়, তবে তা হতে হবে শালীন, মার্জিত ভাষায়। সমালোচনাকারী এবং সমালোচিত ব্যক্তি, উভয়ের লেখা পড়ে যেন বোঝা যায় যে তারা শিক্ষিত ব্যক্তি।“
আমিও প্রকারন্তরে সে কথাই বলেছি শুরুতে। এই ধারনা থেকেই বোঝা যায় আমরা আমাদের কে শানিত করতে চাইনে, নিজের লেখার বিশ্লেষন করতেও চাইনে। আমরা থাকতে চাই আমার মতোই অপরিশীলিত হয়েই।
আমাদের শিক্ষার এমন মানের করনেই সোনাবীজ; অথবা ধুলোবালিছাইকে বলতে হয়েছে - “ প্রথমত, 'সমালোচনা' বলতেই আমরা ধরে নিই, একটা পোস্টের উপর আমাদেরকে 'নেগেটিভ' সাইডগুলো তুলে ধরতে হবে। বিষয়টা তা না। একটা পোস্টে আদৌ কোনো নেগেটিভ পয়েন্ট নাও থাকতে পারে। যে বিষয় নিয়ে পোস্টটা লেখা হয়েছে ওটার উপর আলোচনা চলতে পারে, সেই আলোচনা থেকে অন্যান্য বিষয় উঠে আসতে পারে। নিছক একটা কবিতার লাইন থেকে জাতীয় পর্যায়ের ইস্যু নিয়ে আলোচনা চলতে পারে।“
এমনটাই হলো ব্লগিং, শুধু কিছু লিখে ব্লগপাতা ভরিয়ে ফেলা নয়।
যাই হোক দীর্ঘায়িত হলো মন্তব্য। এর প্রয়োজনও ছিলো কারন ব্লগ সম্পর্কে যে ধারনা আমরা পোষন করি এবং কেউ কেউ সে প্রসঙ্গ নিয়ে মাঝেমাঝেই লিখে থাকেন তা আমাদেরই কারো কারো অজান্তে, অসহিষ্ণুতায়, অনড়তায়, অসারতায়, অজ্ঞতায় সৃষ্টি।
আপনার এই পোস্টের যথার্থতা প্রসঙ্গে মোঃ মাইদুল সরকার যে বলেছেন: “ইদানিং প্রশংসা বেশি হচ্ছে সমালোচনা কম হচ্ছে তাই হয়তো আপনার এই পোস্ট যথার্থ।“ তাতে সহমত।
পরিশেষে
নিঃশব্দ অভিযাত্রী র বলা - “কন্সট্রাকটিভ সমালোচনা করতে কে কাকে ব্লগে বাধা দিচ্ছে।
এইধরণের সমালোচনা করার জন্য পুরো পোস্ট ভালোমতো পড়তে হয়।
এটা কেউ কষ্ট করে করে না দেখেই কন্সট্রাকটিভ সমালোচনা ব্লগে খুব কম আসে।
নেগেটিভ মন্তব্য শুধুমাত্র গালিগালাজই হতে হবে এটা কে বলেছে।নেগেটিভ মন্তব্যও সুন্দর ভাবে পজেটিভ ওয়েতে বলা যায়।“
কথায় একটি সত্যই পরিষ্কার যে এখন ব্লগে অনেকেই সময় নিয়ে আসেননা, দুদ্দার এসেই কিছু না বুঝেই একটা লাইন লিখেই ভাবেন যথেষ্ট হয়েছে। তাই ব্লগের লেখায় মানের ঘাটতি হয় আর আমরা সেটা নিয়েই বিপাকে পড়ে যাই। আর আপনাকে এমন লেখা লিখতেই হয়......
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:২১
ঘরহীন বলেছেন: কিছু মন্তব্যের প্রতি-মন্তব্য করার প্রয়োজন নেই আসলে। ধন্যবাদ। অসাধারণ মন্তব্য করেছেন, 'হোলসাম' যাকে বলে। দারুণ বিশ্লেষণ। ধন্যবাদ আবারও।
৩৯| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: পোষ্টে সবার মন্তব্য গুলো পড়লাম।
সবার মন্তব্য ভালো লেগেছে।
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:২২
ঘরহীন বলেছেন: কিন্তু, পোস্টটা ভালো লাগেনি, যা বুঝলাম। কমেন্ট করছেন না কিন্তু, পোস্টের বিষয়ের উপর।
৪০| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫৫
শায়মা বলেছেন: হা হা হা হা সব চাইতে নেগাটিভ সমালোচনার পরিচয় পেয়ে গেছো নিশ্চয় ইতিমধ্যে ভাইয়ামনি!!! আমার গরুজান আই মিন লরুজন ভাইয়াজান যেমন নেগাটিভ আলোচনা বা সমালোচনা করলো এটা দেখলে কার মেজাজ ঠিক রেখে লেখালিখি সম্ভব হবে বলো???
দেখো আমরা যতই বলি না কেনো সমালোচনা নেওয়া উচিৎ ভুল ধরিয়ে দেওয়া উচিৎ নিজের গায়ে পড়লে কিন্তু হোঁচট খেতেই হয়।
লরুজন ভাইয়া এক দিকে চাঁদগাজী ভাইয়ার চাইতেও বেশি নেগাটিভ সমালোচক। তার কথাও একদম ফেলনা না বা ভুল না কিন্তু ওয়ে অব টকিং টা খুব সহ্য করার মতনও না। এই জন্য মনে হয় জীবনেও নিরাপদই হবে না সে। হা হা হা
যাইহোক এখন কথা হলো তুমি কেমনে এই নেগাটিভ এটিচিউড বা সমালোচনা সহ্য করে বা উচিৎ জবাব দিয়ে বা এড়িয়ে গিয়ে বা নিজের উন্নতি করে নিজের পথে এগিয়ে যাবে।
এ এক কঠিন ধৈর্য্য বিদ্যা ও জ্ঞানের পরিচয়!!! এবং একই হাতে ডান হাতে তোর খড়গ জ্বলে, বা হাত করে শঙ্কা হরন টাইপ ব্যপার স্যাপার।
তাই বলি, যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই।
লেখালিখি এইখানে শখ করেই করে অনেকেই। তাই যে যা পারে লিখুক না। সেটা খুব ভালো হবে এমন কথা নেই। আবার খুব খারাপও হতে পারে। তবে আমার মতে নেগাটিভ ডিসকারেজমেন্টের চাইতে আসলে পজিটিভ এপ্রিসিয়েশন বেশি কার্য্যকরি।
আমিও শেখানোর সময় এই পন্থাই এপ্লাই করি।
তবে সাইকোলজীতে শিক্ষনের মাঝে একখানা ব্যপার আছে। ক্রিটিসিজম থেকেও মানুষ শিখতে পারে।
অবশ্য তাতে চাই শিক্ষার্থীর চরম ইচ্ছা, আগ্রহ ও উন্নতি করবার অদম্য প্রচেষ্টা!
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:২৭
ঘরহীন বলেছেন: শখের লেখক থেকে, প্রকৃত লেখক উঠে আসেন। খুব ভালো থেকে অসাধারণে আসবেন। কিংবা, খুব খারাপ থেকে চলনসইয়ে - এটাই তো চাই। পজিটিভিটি কি সেটা ঘটানোয় ভূমিকা রাখবে আপুনি?
আজকে খুব বাজে দিন গেছে, নজরুল ভাইয়ের কমেন্ট দেখে মাথা চট করে গরম হলেও পরে হেসে ফেলতে বাধ্য হয়েছি। কম্পিউটার স্ক্রীণে একটা নাম, বা কিছু অক্ষর দেখে কি করে একজনকে নিজের সমালোচক বলে মেনে নিবে কেউ? এভাবেই তো ব্লগার প্রোফাইল দেখে লেখক বিবেচনা করা হয়, ভিউ বেশি - ভালো লেখক, এরকম। সেখানে দুই পোস্ট আর দুইশো ভিউ নিয়ে আসলেই তো - হু এম আই টু জাজ?
৪১| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:১১
লরুজন বলেছেন: শায়মা
জুম্মা জুম্মা দুইখান পোস্ট দিয়া যতলা কমেন্টা ফাইছে
তার উচিত কমেন্টগুলান গলায় মালা বাইন্দা ফইরা রাহুন
আর জুম্মা জুম্মা দুইদিনের যোগি কয় ভাতেরে অন্ন
হেতে ব্লগারগো সমালোচনা করব???
নিজের যোগ্যতা কিতা???
শায়মা তারে কউ পোস্ট দিত
তার পোস্ট দেহি কতবড় জনেস্তর
কতবড় ব্লগার
দেহি তার লেহার দৌড়
ফেলু মামু আইছে পাশ হওনের থিওরি শিখাইব লুল
একটা লুল পোস্ট
এই পোস্টে আমি জীবনেও কমেন্ট করলাম না নে
আমি অবাক হইছি বেবাব ব্লগার চালাকির ফান্দে পা দিল কেমনে !!!
এইডা চালাকি পোস্ট
তারে কউ এমন পোসট আর দুই চাইরডা দিত
যে পোস্টে কমপক্ষে বিশটা কমেন্ট পাব হেতে
দেখমুনে তার লেহার দৌড়
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:২৮
ঘরহীন বলেছেন: বিশ কমেন্টকে নিজের মানদন্ড ধরতে আমি নারাজ। ছি ছি, এতটাও খারাপ লেখক না আমি।
৪২| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:২৫
শায়মা বলেছেন: ঐ গরুজান ভাইয়া। কোনো কোনো পোস্ট কমেন্টের জন্য মূল্যবান হতে পারে। সেটা যদি এক লাইনেরও হয় যেখানে কোন আলোচনা বা সমালোচনার বিষয় থাকতে পারে। কাজেই কমেন্ট দেখে এত উতলা হবার কিছু নেই।
আরও একটা কথা তুমি নিজেই এখনও নিরাপদ না তারপরেও কারও কি বুঝতে বাকী আছে যে তুমি পুরান পাাপী নতুন বোতলে।
ঘরহীন ভাইয়ার আইডিও অনেক পুরানও।
ভাইয়া তার অন্য সব পোস্টও ড্রাফ্টে রেখেছে কিনা জানা নেই আমার।
যাইহোক কমেন্টই পোস্টের পরিচয় আবার পরিচয়ও না। কাজেই কমেন্টের পিছে লাগতে এসো না।
ডু নট থিংক ইু আর অলওয়েজ রাইট ...... পন্ডিতি কম.....
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩১
ঘরহীন বলেছেন: হা হা হা। আপনি আসলেই ভালোমানুষ। কোনো একদিন দেখা হবে আপনার সাথে আপুনি। এখন দুনিয়াতেই ভালো মানুষের সংখ্যা হাতেগোণা। তাদের মধ্যে এক-দুইজনের সাথে পরিচিত হওয়াটাও বিশাল ব্যাপার। আমি তো নতুন ব্লগার। সামুকে নতুন করে চিনতে নেমেছি। দেখা যাক পথ কোথায় নিয়ে যায়।
৪৩| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি কিন্তু ভালো মন্দ দুটার পক্ষেই। ভালো হলে ভালো বলবে এবং মন্দ হলে মন্দ বলবে।
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩৩
ঘরহীন বলেছেন: আমিও সেটাই বলতে চাচ্ছিলাম। মন্দ হলে মন্দ বলতে হবে, ভালো ভাষায়, বুঝিয়ে, বিশ্লেষণ করে। লেখক যাতে কষ্ট না পান, যাতে নিরুৎসাহিত না হোন, যেন ভাবেন এরপরের পোস্টে এসে আমার তারিফ করে যেতেই হবে। এটাই চাই।
৪৪| ১৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪০
অজ্ঞ বালক বলেছেন: লরুজনের সাথে ঘরহীনের মারামারি চাই - এই নামে একটা ইভেন্ট খুলা দরকার ফেসবুকে!!!
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩৫
ঘরহীন বলেছেন: মাফ করেন ভাই।
৪৫| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৮:১৯
আমি সাজিদ বলেছেন: নেগেটিভ রিভিউ দিলেই বেশ কয়েকজন তেড়ে আসে
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩৭
ঘরহীন বলেছেন: যারা তেড়ে আসবে, পরের বার থেকে তাদের পোস্টে আর কমেন্ট না করলেই হলো। বা কেউ যদি নেগেটিভ কমেন্ট না চায় তবে নেগেটিভ কমেন্টদাতাদের ব্লক করে রাখলেই হলো। খারাপ তো না সেটা। যে ভালো চায় সে ভালোই পেলো, যে উন্নতি চায় সেটারও সুযোগ থাকলো।
৪৬| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্লগে আমি কট্টোর সমালোচনার পক্ষে। পোস্ট বুঝে সমালোচনা করা উচিত। যে পোস্ট একটি ছাগল লিখেছে সেই পোষ্টে মানুষের ভাষায় মন্তব্যের কোন অর্থ নেই। মানুষের ভাষায় লিখিত পোষ্টে মানূষের মত কমেন্ট করতে হবে।
আর যে পোস্ট মানুষ লিখেছে, সেই পোস্ট এ আমি মানুষের ভাষায় ই জবাব দিবো। একজন মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, সেটা সকলেরই জানা উচিত।
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪২
ঘরহীন বলেছেন: কাভা ভাই, আপনি কোন পোস্টে গিয়ে কাউকে ছাগল বললেও মনে হয় সে হাসি হাসি মুখে নিতে বাধ্য। সেটা আলাদা কথা। আমি বললে তো সোজা ব্লক কিংবা ব্যানও হতে পারি।
আমি ছাগলের পোস্টে গিয়েও মানুষের ভাষায় কথা বলতে হবে - এতেই বিশ্বাসী। নিজের মানটা হারানো যাবে না, কারো জন্যই না। আপনার নিজের মান আপনার কাছেই।
৪৭| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৩০
রাকু হাসান বলেছেন:
ব্লগে সমালোচক আছে তবে তৈলাক্ত গোষ্ঠীই বেশি বলে মনে হয়। আপনি সাহসী কথা বলেছেন সেই জন্য ধন্যবাদ । ব্লগাররা ইতিবাচক হিসাবে নিল মন্তব্য দেখে যা বুঝলাম।
২০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৫
ঘরহীন বলেছেন: তৈলাক্ত নয়, আসলে কেউ সহ-ব্লগারদের মনে কষ্ট দিতে চান না। তবে, আমি আসলেই আপ্লুত। সকলে যেভাবে খোলা মনে আলোচনা করেছেন, সেটা অপ্রত্যাশিত ছিল।
৪৮| ২০ শে আগস্ট, ২০২০ রাত ১২:৩১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মোটা দাগে অবশ্যই আপনার বক্তব্য ঠিক আছে। তবে এই ব্লগে বহু ব্লগার আছেন, যাদেরকে আপনি সুশীল ভাষায় কিছু শেখাতে পারবেন না। শেখাতে গেলে আপনি নিজেই ভুলে যাবেন। তাদের জন্য আমার এই মনভাব।
সমস্যা হচ্ছে - আমি এই নিকে কমেন্ট করলেই ঝামেলা হয়। সবাই মনে করে ব্লগের এ্যাডমিন কমেন্ট করেছে। ব্লগের এ্যাডমিনও যে ব্লগার এটা অনেকেই ভুলে যায়। ফলে আমার ব্লগার স্বত্তা অনেকখানি আমি হারিয়েছি। তবে এখন থেকে চেষ্টা থাকবে অন্য নিকে কমেন্ট করার জন্য।
ব্যক্তিগতভাবে আমি সুশীল হিসেবে স্বীকৃত। আপনি যদি আমার ব্লগ ইতিহাস দেখেন, অধিকাংশ সময়ে আমি সুশীল ভাষায় সমালোচনা করেছি। তবে শুধুমাত্র যুদ্ধাপরাধীদের এদেশীয় দোসর এবং কট্টর শ্রেনীর কাঠমোল্লা ও অবিশ্বাসীদের ক্ষেত্রে আমার ব্যক্তিগত সহনশীলতা কিছুটা কম।
২০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৭
ঘরহীন বলেছেন: জ্বি, কাভা ভাই। সেটাই বুঝাতে চেয়েছি। এই নিক নিক নয়, আরও নিক আছে। সেটা ব্যবহারই উত্তম। আর যাদের কথা শেষ প্যারায় বললেন, তাদের কোনো ছাড় দিতে আমিও প্রস্তুত না।
ব্লগার সত্ত্বা ফিরিয়ে আনতে, ব্লগ পোস্ট দিন, তাহলে আমরাও বুঝতে পারব আপনার ভেতর এখনও ব্লগার কাভা টিকে আছেন।
৪৯| ০৫ ই জুলাই, ২০২১ বিকাল ৪:০৯
খায়রুল আহসান বলেছেন: পুনরায় আপনার এ পোস্টটা ঘুরে গেলাম। দেখে প্রীত হ'লাম যে এখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। অনেকে তাদের প্রথম মন্তব্যের সূত্র ধরে একাধিক মন্তব্য করে গেছেন। এসব ভাল লেগেছে। একটি গঠনমূলক আলোচনার সূত্রপাত করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার কয়েকটি পোস্টে কয়েকজন বিদগ্ধ ব্লগারের সমালোচনা পেয়েছি। তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি পোস্ট সম্পাদনা করে নিয়েছি। পরে পোস্ট পুনঃপাঠ করে দেখেছি, সমালোচনা ও সম্পাদনার পর আমার পোস্টের মান উন্নত হয়েছে। তবে খুবই অল্প হলেও, দুই একটা ব্যক্তি আক্রমণমূলক মন্তব্যও পেয়েছি। বলাবাহুল্য, পোস্টের বক্তব্যের সাথে সম্পর্কহীন ছিল বলে সেগুলো ইগনোর করেছি।
সামু পাগলা০০৭ এর সব ক'টি মন্তব্য ভাল লেগেছে। এটা দুঃখজনক যে তিনি অজানা কারণে আজ ব্লগ থেকে স্বেচ্ছা নির্বাসিত; আমি এ ব্লগে তার প্রত্যাবর্তন কামনা করছি। সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, আহমেদ জী এস, নিঃশব্দ অভিযাত্রী, ভুয়া মফিজ, অন্তরা রহমান, শায়মা, ওমেরা প্রমুখের মন্তব্যগুলো ভাল লেগেছে।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৮
আকন বিডি বলেছেন: এমনিই ব্লগে দূরদিন। তার উপর সমালোচনা করলে ব্লগার পালাবে।
আর একবার যে হয় না তা না।আমিতো সমালোচনা পেয়েছি।