নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন আশাবাদী ও শান্তিপ্রিয় মানুষ।সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি।

জিপসী বয়

আমি অবাক হয়ে মানুষ দেখি!! আমি অবাক হয়ে মানুষ দেখি!

জিপসী বয় › বিস্তারিত পোস্টঃ

সামুর নিক পরিবর্তন বা ডিলিট !!!

১২ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:০১

প্রিয় ব্লগারগণ ,
শুভেচ্ছা রইল।আমি ব্লগে নিক দিবার সময় বাংলা টাইপের কারনে ভুলবশত নিক নেমটি এরকম বিশ্রী হয়ে গেসে।যা বর্তমানে কারেকশান করার চেষ্টা করছি।কিন্তু সামুতে বেশ কয়বার অনুরোধ করেও ফিডব্যাক পাইনি।তাই আপনাদের শরনাপন্ন হলাম। দয়া করে কেউকি আমাকে বলবেন কিভাবে আমি আমার নিকনেম কারেকশান করতে পারি কিংবা আমার একাউন্ট ডিলিট করব কিভাবে।
সামু থেকে বের হবার রাস্তা বন্ধ নাকি!!!জাতি চিন্তিত।
"এ পথে আসা যায়,বের হওয়া যায় না''- সামু কি এই নীতিমালায় চলে নাকি।।??
হা হা হা ।।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:২৩

বিদেশে কামলা খাটি বলেছেন: তারা জেগে জেগে ঘুমায়। তাদের ফিডব্যাক পাওয়া অনেক কঠিন। চেষ্টা করেন। পেতেও পারেন। মেইল করে দেখতে পারেন।

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৮

জিপসী বয় বলেছেন: ধন্যবাদ ভাই। ব্যাপারটা দুঃখজনক। ভাল থাকবেন

২| ১২ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মেইল করে দেখতে পারেন।

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৯

জিপসী বয় বলেছেন: অনেকবার করেছি ভাই। কাজ হচ্চে না। ভাল থাকবেন

৩| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৬

দিবা রুমি বলেছেন: দুঃখজনক!
কাল্পনিক ভালবাসা ভাইয়ের এই পুস্টের মন্তব্যের ঘরে আপনার সমস্যা তুলে ধরুন।

অথবা এই ইমেইলে টেক্স করুন,
[email protected]


ভাল থাকুন সুস্থ থাকুন এটাই কামনা।

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২০

জিপসী বয় বলেছেন: ধন্যবাদ ।আমি আবার চেষ্টা করব। আপনিও ভাল থাকবেন সবসময়

৪| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৬

Sujon Mahmud বলেছেন: সামুতে এ রকম আরো অনেক সমস্যা আছে। যা অতি দ্রুত ঠিক করা উচিত!!

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৩

জিপসী বয় বলেছেন: ব্লগ আরও জনপ্রিয় ও কার্যকর করার জন্য সমস্যাগুলো আরো দ্রুত সমাধান আবশ্যক। ভাল থাকবেন

৫| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: আমিও আমার নামের শেষে 'খান' যোগ করতে চাই।
তিন বছর ধরে অপেক্ষায় আছি।

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৫

জিপসী বয় বলেছেন: হা হা হা ।ভাই আপনার এই অবস্থা হলে,আমার অভিযোগ তুলে নিলাম। ভাল থাকবেন।

৬| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০০

পদ্মপুকুর বলেছেন: আমার একটা প্রব্লেমে কত বছর আগে মেইল দিয়েছিলাম, সেটাই ভুলে গেছি। আগে মাঝে মধ্যে জানা আপাকে দেখতাম ব্লগে, এখন আর দেখি না। কর্তৃপক্ষ আছে তো, নাকি সব রেখে টেখে চলে গেছে? B:-/

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৭

জিপসী বয় বলেছেন: ব্লগ আরও জনপ্রিয় ও কার্যকর করার জন্য সমস্যাগুলো আরো দ্রুত সমাধান আবশ্যক।

৭| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: হে হে হে
ইহার সমাধান নাই।
আমি কয়েকশো বার চেষ্টা করেও কাজ করাইতে পারি নাই।

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৮

জিপসী বয় বলেছেন: আপনি ভাই রবার্ট ব্রুস কেও হার মানাইছেন.।।হে হে হে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.