| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুসলিম সন্তান হিসেবে হিফাজতে ইসলাম এর ১৩ দফার প্রতি আমার রয়েছে পূর্ণ সমর্থন। কিন্তু আমি বুঝে উঠে পারছিনা তারা কি পদ্ধতিতে এই দাবি গুলি বাস্তবায়ন করবে। তারা সাধারণ মানুষদের জন্য কোন দিক নির্দেশনা দিচ্ছেনা। বিভিন্ন সভা বা জলসা বা সমাবেশে বিভিন্ন বক্তাগন বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন, কিন্তু নির্দিষ্ট কোন দিকনির্দেশনা এই সব বক্তব্য হতে উঠে আসছেনা। তো আমরা সাধারণ মানুষ কি ভাবে এই দাবিগুলি বাস্তবায়ন করতে কাজ করব। শুধু সরকারের উপর চাপ দিলেই কি এই দাবি গুলি বাস্তবায়ন হবে?
না সাধারণ মানুষের কাছে এই দাবির ব্যাপারে নির্দিষ্ট দিকনির্দেশনা পৌছে দিতে হবে? যেহেতু এক্ষেত্রে মিডিয়া বড় একটি মাধ্যম, যা সব মানুষের কাছে নির্দিষ্ট বার্তা পৌছে দিতে পারে খুব সহজে। তাই বিভিন্ন সমাবেশের মাধ্যমে যত অর্থ খরচ হচ্ছে তার কিছু মিডিয়াতে ১৩ দফার পক্ষে প্রচারনা চালাতে ব্যয় করলে ভাল হত। মানুষ কেন তার জীবনে এই ১৩ দফা বাস্তবায়ন করবে, করলে তাদের লাভই বা কি?
>>হেফাজতের এত টাকার উৎস কি ? কোথা হতে আসছে এই অর্থ? এই বিষয়টি এর নেত্রিবিন্দের খুব তাড়াতাড়ি পরিষ্কার করা দরকার। দরকার হলে উৎস গুলি জনগণের সম্মুখে প্রকাশ করা হক।
>> মাহমুদুর রহমান কে? তার জন্য হেফাজতিদের এত দরদ বা ভালবাসা কেন? আমাকে কি কেউ পরিষ্কার করে বুঝিয়ে দিবেন।
>>যদি হয় হিফাজতের উদ্দেশ্য ন্যায় বিচার, তাহলে কেন তাদের আন্দলনের মাঝে নেই সকল অন্যায় এর প্রতিবাদ, (১৩ দফা বাদে)। যেমন এই সেদিন সাভারের ট্রাজেডির প্রতিবাদ। এমন হাজারটা ধরা যায়। তাহলে শুধু মাহ মুদুর রহমান কেন?
>> হিফাজতের অনেক টাকা দেকছি এখন, কিন্তু ইসলামের কিকি খেদমত হচ্ছে তাদের অর্থের মাধ্যমে ১৩দফা দিয়েই কি খালাস?
এই রকম হাজারটা প্রশ্ন মাথায় কিলবিল করছে , মাগার উত্তর পাইতেছিনা।
>> কাওকে আঘাত দিলে মাফ চাচ্ছি, কিন্তু প্রশ্ন গুলি মাথাই আসছে তাই লিখা। কেও উত্তর দিলে বাধিত থাকব।
গোলাম মাওলা, বাসাবো, ঢাকা।
©somewhere in net ltd.