নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানা ও জানানোর জন্যই বেচে থাকা। জীবন তো শুধুই কিছু মুহূর্তের সমষ্টি।

জিএমফাহিম

জানা ও জানানোর জন্যই বেচে থাকা। জীবন তো শুধুই কিছু মুহূর্তের সমষ্টি।

জিএমফাহিম › বিস্তারিত পোস্টঃ

আসাদ হারবে না

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫০





ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের একটা ক্লাসে একটা ছেলে যে প্রশ্নের উত্তর দিতে শুরু করলে ছাত্র-শিক্ষক সবাই কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যেত। কখনো হয়ত কোনো স্যার মুচকি হেসে বলতেন, "কিছু তো বাকি রইলো না!" এই ছেলেটিই ছিল গ্রামের স্কুল থেকে এস. এস. সি. তে "এ প্লাস" পাওয়া সর্বপ্রথম ছাত্র।

ছেলেটার ভবিষ্যৎ উজ্জ্বলই মনে হচ্ছে, তাই না? কিন্তু ক্লাসে কোনো প্রশ্নের উত্তর আজ তার কাছ থেকে পাওয়া যায়না। কখনো সে পড়ে থাকে হাসপাতালের বেডে কখনো বা বিশ্রাম নেয় তার অন্ধকার ঘরের বিছানায়। কিছুদিন পরপর তারা মেডিকেল বোর্ড বসাচ্ছে আসাদকে বাঁচানোর জন্য।

হ্যাঁ। আসাদের কথাই বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৯তম ব্যাচের সত্যিকার অর্থে মেধাবী ছাত্র সে। কিডনির পাশের সাফারি নষ্ট হয়ে গেছে। শরীরে কোনো প্রোটিন থাকেনা। দেশের বাইরে চিকিৎসা করাতে হবে। আসাদকে সুস্থ সুন্দর জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজন প্রায় ২০ লক্ষ টাকা। সকলের সহযোগিতাই জিতাতে পারে আসাদকে। আবার ক্লাসের সবাইকে স্তব্ধ করবে সে। আসাদ হারবে না, আমরা হারতে দিব না

যেকোন পরিমান টাকা বিকাশ করুন এই নাম্বারে 01795686676
আর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, ঝিনাইদহ শাখা, অ্যাকাউন্ট নং - 221055369

আসাদের সর্বশেষ আপডেট জানুন এই গ্রুপে Click This Link


(আপনি চাইলে ছবিটি আপনার ফেসবুক এর কভার ফটো করে সাহায্য করতে পারেন আমাদের। )


( বিঃদ্রঃ পোস্টটি সাময়িক। ২০ লক্ষ টাকা জোগাড় হয়ে গেলে ব্লগটির মুছে ফেলা হবে আর সফলতার ব্যাপারটি তুলে ধরে একটি ব্লগ লিখা হবে। )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.