![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বছর ঘুরে আবার এলো
রমজানের ঐ ঈদ,
হাসি আনন্দে মেতেছে সবাই
ভেঙ্গে গভীর নিদ।
নতুন পোষাক পরে সবাই
খুশির আমেজে ঘোরে,
পোলাপানরা প্রেমের ছটায়
চালাই বাইক জোরে।
ফিরনি সেমাই মন্ডা মিঠাই
হরেক রকম খাবার,
নতুন জামাই এর ত্বর সইনা
শ্বশুর বাড়ি যাবার।
ছবি পোস্টের ঝড় বইবে
মেসেঞ্জার ফেসবুকে,
বেকার যারা কষ্টে আছে
আহাজারি আর দুঃখে।
ঈদের নামাজ পড়ে সবাই
করব কোলাকুলি,
সমাজ থেকে দুর হয়ে যাক
মিথ্যা কথার ঝুলি।
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক
সবার ঘরে ঘরে,
হিংসা নিন্দা পালিয়ে যাক
গহীন বালুচরে।
ঈদের খুশিতে খুলে যাক
সাম্য মৈত্রীর দ্বার,
সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক
গরীব দুঃখী সবার।
তাং ১৫/০৬/২০১৮ ইং
ছবি: অন্তর্জাল
কবিতাটি আমার ফেসবুকে
নিজস্ব আইডিতে ও প্রকাশিত।
১৬ ই জুন, ২০১৮ রাত ১২:৩৯
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: পাঠ করেছেন ও মন্তব্য করে অনুপ্রাণীত করায় অত্যন্ত প্রীত হলাম।
ঈদ মোবারক ব্লগার বন্ধু।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৮ রাত ১২:১০
সৈয়দ তাজুল বলেছেন:
ঈদের শুভেচ্ছা প্রিয় কবি!