![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারিদিকে আলোচনা
ভুলভাল পাগল,
কেউ বলে আমি গরু
বলে আমি ছাগল।
চৌধুরীর চলাফেরা
কথাও একটু চড়া,
গরু ভাগে কোরবানি
ভাব হামবড়া।
কম কথার মন্ডল
আছে ছাগল তার,
পরকালে পুলসিরাত
হবেন তিনি পার।
মিয়া সাহেব মহিষ দিবে
চারিদিকে নাম,
এভাবে না হলে
পাওয়া যায় কি দাম।
ত্যাড়াবাবু ভেড়া দিবে
এবার করেছে নিয়ত,
তাতে কারোর দিতে হবে
জেরা কৈফিয়ত?
খান সাহেব পান খান
দেন লম্বা হাসি,
এবার কোরবানিতে
বড় একটি খাসি।
মনের পশুকে কোরবানি দিবো
সবাই আমরা বলি,
সাম্যতার সমাজ গড়তে তাই
হাতে হাত ধরে চলি।
পশুত্বকে কোরবানির পর
মানবতার হোক জয়,
আনন্দে ঈদ কাটুক সবার
কেটে যাক ডর ভয়।
তাং ২১/০৮/২০১৮খ্রিঃ
ছবিঃ গুগুল
২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২৭
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: খুশি রইলাম
২| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মনের পশুকে কোরবানি দিতে হবে- কথাটা ঠিক কিনা ভাবছি। কোরবানি দিতে হয় সবচেয়ে প্রিয় পশুকে। মনের পশুটা আমাদের প্রিয় কিছু না। আর আমরা যে পশুকে কোরবানি দিই, ওটা বর্জন না, ওটা বিসর্জন, বা দান। কাজেই, কোরবানির এরূপ ব্যাখ্যাটা সঠিক কিনা ভাববার অবকাশ আছে মনে হয়।
ছড়া হিসাবে ভালো হয়েছে।
২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২৬
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আমাদের প্রত্যেকের মধ্যে এক ধরনের পশুত্ব বিরাজমান সেইটা কে বর্জন করাই কোরবানি
৩| ২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৬
রাজীব নুর বলেছেন: গতকাল রাতে বাসা থেকে শপিং সেন্টারে যেতে যেতে রাস্তায় মিনিমাম ২৫টা গরু দেখছি। আর সবাইকে জিজ্ঞেস করছি কত নিছে?
২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৯
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ভাবিকে নিয়ে আজ বাইরে যাবেন না কারণ কেউ ভুল করে বলেতে পারে " কত হলো "
৪| ২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: আহা!! বেশ বেশ বেশ। তবে আমিও আছি, আবার মন্ডলভাইও আছে। এবার শুধু আপনি এলেই শুরু হবে ভাগের মেলা।
ঈদ মুবারক।
২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫০
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনাদের দিয়েই শুরু করেছি কপালে যা থাকে। ঈদ মোবারক আপনাকেও
৫| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৭
বর্ণা বলেছেন: বাহ বেশ বেশ।
২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৫
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ধন্যবাদ, জেনে খুশি হলাম
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১১
খায়রুল আহসান বলেছেন: ছড়া ভাল লেগেছে, তবে ৩ নং প্রতিমন্তব্যটা ভাল লাগেনি।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪১
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: জাস্ট একটু ফান করেছি ওনার সঙ্গে। পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৪
প্রামানিক বলেছেন: চমৎকার ছড়া খুব ভালো লাগল। ধন্যবাদ
৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৫
নজসু বলেছেন: বর্তমান আমাদের সমাজের চিত্র হলো আমরা পশু কুরবানী নিয়ে প্রতিযোগিতা করছি যে,
কার কুরবানীর পশু বেশি দামের অথবা কারটা বেশি বড় অথবা কে কয়টা কুরবানী দিচ্ছে।
দুঃখজনক।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১৭
রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ!