![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাঘব মিয়া ইলিশ কিনে
হাতে রাখলো ঝুলিয়ে,
জমির আলী করুণ চোঁখে
একটু নিলো বুলিয়ে।
ইলিশ খাওয়ার ইচ্ছাটাকে
রাখলো চেপে টুটি;
ইলিশ কেনার টাকা নাই
কিনলো চুনো পুটি।
পুটিমাছ কিনে বাড়ি ফিরলো
মনটা বেজায় ভার ;
এটা দিয়েই সারতে হবে
নৈশ কালীন আহার।
জমির আলীর শোয়ার ঘরে
ঢুকে চাঁদের আলো;
পুটি মাছের ঝোল খেয়ে
ঘুমটা হলোও ভালো।
রাঘব মিয়ার প্রাসাদ বাড়িতে
ইলিশ ভাঝার গন্ধ ;
কিন্তু মিয়ার পেটের ব্যারাম
ভাঝাপোড়া খাওয়া বন্ধ।
ডায়াবেটিস আছেও উনার
অশান্তির নেই শেষ;
নানান রোগে মিয়া সাহেব
হারিয়েছে মাথার কেশ।
না পাওয়ার কষ্ট থাকলেও
জমির আলীরা সুখী ;
বিত্ত বৈভব থাকলেও পরে
রাঘব বোয়ালরা দুঃখী।
তাং ১৪/১০/১৮ খ্রী
ছবিঃ গুগুল
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৯
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
প্রথমেই প্রথম মন্তব্যের জন্য হৃদয় নিংড়ানো ধন্যবাদ।
ওরা খাক পান্তা ইলিশ
আমরা চাই পুঁটি,
এতেই আমরা হাজার খুশি
হেসে কুটি কুটি।
২| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৯
নজসু বলেছেন: দারুণ ছন্দে অতি সুন্দর একটি চিত্র তুলে ধরেছেন।
শরীর ও মনের দিক থেকে সুস্থ ও শান্তিতে থাকলে আর কি চাই।
ভালো লাগলো।
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৫
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
ভালো লাগাই ভালো লাগে
লাগল বড় জুসি,
নজসু ভায়ের শরীর সুস্থ
শুনে হলাম খুশি।
৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৩
হাবিব বলেছেন: ভালো লাগলো ভাই, ইলিশ নিয়ে সুন্দর লেখা।
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৮
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
ইলিশ ছড়া পড়ে স্যারের
মনটা হলো ভালো,
আধার ঘরে জ্বলে উঠল
হ্যারিকেনের আলো।
৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৮
বাকপ্রবাস বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০২
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
ট্রিপল সুন্দর বললেন যেই
মনটা হলো সাদা,
আজ থেকে আপনি হবেন
গুরু থেকে দাদা।
৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৫
কিরমানী লিটন বলেছেন: খুব ভালোলাগা..। সুন্দর।
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৯
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
প্রো পিকে ভাবছেন আপনি
ভাবার দরকার নেই,
আপনার পোস্ট পড়বে যে
মজা পাবেই সেই।
৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২০
সাদা মনের মানুষ বলেছেন: বেশ চমৎকার লিখেছেন ভাই, শুভ কামনা সব সময়।
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৩
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
শরীর সাদা দেখতে ভালো
সাদা আপনার মন,
নতুন লেখা পাবো কখন
বলেন সেই ক্ষণ?
৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৩
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! চমৎকার ছড়া। ++
শুভকামনা প্রিয় যুক্তি দাওভাইকে।
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৮
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
পদাতিক ভাইয়ের মরীচিকা
পড়ি আমরা বাসায়,
পরের পর্ব কবে পাবো
চেয়ে আছি আশায়।
৮| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৮
রাজীব নুর বলেছেন: তোমার মন হচ্ছে – বাগান, তোমার চিন্তা হচ্ছে – বীজ। এখন তুমি ফুলও জন্মাতে পারো আবার আগাছাও জন্মাতে পারো, এটা শেষ পর্যন্ত তোমার ওপরেই নির্ভর করে ।
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৬
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
রাজীব ভাইয়ের ছবি ব্লগ
ব্লগে ছড়ায় আলো,
আপনি ভাবী সুখে আছেন
শুনতে লাগে ভালো।
৯| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৯
সাইন বোর্ড বলেছেন: বেশ লাগল ইলিশ ছড়া ।
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৯
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
দুর্নীতিবাজরা ইলিশ খাক
ওদের সাথে নেই দোস্তি,
ধরে ওদের জেলে পুরলে
মনে পাবো স্বস্তি।
১০| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২০
ব্লগার_প্রান্ত বলেছেন: এখন ইলিশ ধরা বন্ধ বলে, অন্য মাছের দাম বেশি, পেপারে দেখলাম।
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪২
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
ইলিশ ধরা বন্ধ হলেও
রাঘবদের ফ্রিজ ভরা,
জমির আলিদের পকেটে
বর্ষা কালে খরা।
১১| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৭
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৬
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
সুমন ভাইজান প্লাস দিয়ে
করেছেন একটু মান্য,
এতেই আমি চির খুশি
হলাম খুব ধন্য।
১২| ১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ইলিশ নিয়ে কাব্য কথা
হলো বড় খাসা।
কাব্যে আরও উন্নতি হেব
এই মোর আশা।
১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৩
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
সরকার ভায়ের মন্তব্য মনে হচ্ছে লাস্ট
কোবতে খানি হয়েগেছে কিছুটা পাস্ট।
ভালো থাকবেন কিন্ত, আর শুভেচ্ছা জানবেন নিরন্তর
১৩| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩০
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ইলিশ দিয়ে সমাজের চরম কিছু বাস্তবতাকে তুলে ধরেছেন।
খুব ভাল লেগেছে। পাঠে আনন্দিত হয়েছি।
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৮
কাওসার চৌধুরী বলেছেন:
বাহ!! ইলিশ নিয়ে চমৎকার ছড়া। ভাল লাগলো। ইলিশ নিয়ে আমার একটি ছড়া আছে। +++
পানতা নিয়ে থাকলে বসে
ইলিশ মাছের আশায়,
একটা ইলিশ পথ ভুলে কী
ঢুঁকবে আমার বাসায়?
কেষ্ট বলে, শুনছো কথা!
বলে কী মোর দুলায়,
এই বাজারে ইলিশ নিয়া
কেমনে মাথা ঘামায়?
থালায় নিয়ে রাখছি পুঁটি
উদযাপনের আশায়,
লও সবে বৈশাখী মোর
রাঙা নিমন্ত্রণের খাতায়,
খেজুর পাতার আসন পেতে
বসবো সবাই দাওয়ায়,
করবো ভাগ মহা আনন্দে
পুঁটি-পান্তার থালায়।।