![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কৈলাস ছেড়ে ভক্তের গৃহে
দেবী দুর্গা এলো;
সনাতন ধর্মের বিশ্বাসীরা সব
পুজা মন্ডপে চলো।
ঢোলক জুড়ি ঘন্টা ধ্বনি
বাজজে হেতায় কাসর;
নিয়ন আলোয় মন্ডপেতে
জমে উঠেছে আসর।
ভোরের শিউলি, ধুপের ধোঁয়া
ছড়াচ্ছে মিষ্টি গন্ধ ;
বোধনে বোধি দীপ্ত ধরা
হানাহানি হোক বন্ধ।
ঘট বসিয়ে পঞ্চমী আর
ষষ্ঠীতে অধিবাস;
পঙ্কিলতা দুর হয়ে যাক
অসুর হোক বিনাস।
সপ্তমীতে বিহীত পুজা
সাথে উপবাস;
আরতিতে ধুপ ধুনচি
আনন্দ বিলাস।
অষ্টমী আর নবমীতে
আনন্দময়ীর ভক্তি;
বিসর্জনে ধ্বংস হোক
আসুরিক শক্তি।
প্রতিবার আসবে তুমি
আমাদের এই ভবে;
দিন রজনী প্রহর গুনব
শুভ দিন সেই কবে?
উৎসবে মাতি সবাই
নানা রকম রঙ্গে;
মিলেমিশে বাস করি
মোদের এই বঙ্গে।
তাং ১৭/১০/২০১৮ খ্রীস্টাব্দ
ছবিঃ গুগুল
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৯
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: পহেলা মন্তব্যের জন্য শারদীয় শুভেচ্ছা
২| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো হয়েছে।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৫
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য খুশি হলাম।
৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৭
চাঁদগাজী বলেছেন:
দুর্গা, শক্তি দে
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৬
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
শক্তি গেলো কি কমে?
ধরেছে কি জমে?
৪| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৫
নজসু বলেছেন: উৎসব আশা করি আনন্দময় হয়েছে।
ছন্দমিলে দেবী বন্দনা চমৎকার হয়েছে।
আপনার ফিরে আসার প্রতীক্ষায়।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর লিখেছেন- মিলিয়ে মিলিয়ে।