![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোটের হাওয়ায় "সংলাপ"এখন
চলছে দেখি চরম,
শীত কালে ঠান্ডা নেই
হালকা লাগছে গরম।
বিরোধীরা সব জোট হয়ে
ক্ষমতার জাল বোনে,
প্রধান কাজ "বাক্য" দেয়া
বসে ঘোরের কোনে।
নিজ নামে দল খুলে
মাইকে কথা ঝাড়ে,
ভোটের সময় আসলে ওদের
একটু দাম বাড়ে।
শ'খানেক ভোট পড়ে
নিজের বড় ঝুলিতে,
জনতা এত পাগল নয়
ওদের ফাঁকা বুলিতে।
রাজনীতিতে "শেষ কথা"
কোনদিন হবে শেষ?
নিজের স্বার্থ রক্ষা হলে
ভালো লাগে বেশ!
রাজনীতির এই গরম হাওয়া
থামবে জানি কবে?
মানবতা বোধ জাগ্রত হলে
থেমে যাবে তবে।
তারিখঃ ০৭/১১/২০১৮খ্রীঃ
ছবিঃ গুগুল
০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: প্রথম মন্তব্যের জন্য আন্তরিক মোবারকবাদ।
২| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন আমাদের বর্তমান ভোটের হাওয়া, ভালোলাগা জানিয়ে গেলাম ভাই।
০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
ভোটের হাওয়া তো নয়
যেন মৌমাছির হুল,
বসে বসে ভাবছি আর
ছিঁড়ছি মাথার চুল।
মন্তব্যে পেয়ে দারুণ আনন্দিত হলাম।
৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
সাদা মনের মানুষ বলেছেন:
০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
চায়ের সাথে বিস্কুট হলে মনে হয় ভালো হতো যদিও এখন এক চাচার সাথে বসে বিস্কুট খাচ্ছি অমনি আপনার গরম লাল চা পেলাম ওহ! একেবারে সোনায় সোহাগা। মেঘ না চাইতে ঝড় বৃষ্টি।
ভালো থাকেন সব সময়।
৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
হাবিব বলেছেন: বেশ বেশ++
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৬
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
হাবিব স্যারের আগমন
শুভেচ্ছা স্বাগতম।
৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
ঢাবিয়ান বলেছেন: ক্ষমতা চাই ক্ষমতা , তা যে কোন মূল্যে।
এটাই আমাদের দুই নীতিহীন দলের একমাত্র চাওয়া।
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৯
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
ক্ষমতা পাওয়া
চিরন্তন চাওয়া।
৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮
সাদা মনের মানুষ বলেছেন:
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২২
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
এগুলো মনে হচ্ছে দারুণ মচমচে।
জম্পেশ মজা জমবে।
৭| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৮
রাজীব নুর বলেছেন: জর্জ বার্নাড শ লাঠি হাতে নিয়ে মানুষকে মারার জন্য তেড়ে যেতেন । মার্ক টোয়েন ইটের সাইজের বই ছুড়ে মেরে এক সাংবাদিককে আহত করেছিলেন । আমি তাদের মতো বড় মাপের কেউ না বলে এই রকম করি না ।
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৬
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
কাল নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। কিন্ত আপনি যেহেতু জর্জ বার্নাড শ, মার্ক টোয়েনের মতো নয় তাই স্বতন্ত্র ভাবে নির্বাচন করেন আমি পাশে থাকব।
৮| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আহা! সুন্দর লিখেছেন।
৯| ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
মানবতা বোধ জাগ্রত না হওয়ার অপ্রাণ চেষ্টা চলছে! যেই ক্ষমতায় যাচ্ছে সেই নিজ দায়িত্বে এটা পালন করছে; "মানবতাবোধ বলতে কিছু নেই, এটাই একসময় মানুষ শ্লোগানে শ্লোগানে বলবে" কথা এটা না, কথা হচ্ছে, মানবতার কথা বলে অমানবিকতার শ্লোগানচলবে।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
আরোগ্য বলেছেন: দারুণ !