![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমিই ছিলে সখি আমার
আমি ছিলাম সখা,
মেঠো পথে হাতটি ধরলে
দিতে তুমি বকা।
বকা খাওয়ার ভয়ে আমি
সদাই দুরে সরে থাকি,
চাপার জোরে চলেছো তুমি
ছিল শাদী মোবারক বাকী।
কয়দিন পর শুনতে পেলাম
বিয়ের তারিখ পাকা,
এই খবরটি শুনিয়ে ছিলো
পশ্চিম পাড়ার কাকা।
শিউলি ঝরা ভোরের বেলা
গিয়েছিলাম তোমার বাড়ি,
সরাসরি পিছন ফিরে
লাগায়েছিলে আড়ি।
হতাশ হয়ে ফিরে এসেছিলাম
পা হয়েছিলো ভারি,
অনবরত ধারায় ঝরছিলো
চোখের নোনতা বারি।
আজকে আমি এঁকেছি তোমার
নীল বসনা ছবি,
ইহা দেখে লোকে বলে
হয়েছি জাত কবি।
তাং ২৬/১২/২০১৮ইং
ছবিঃ যথারীতি গুগুল থেকে নেয়া।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪০
কবীর হুমায়ূন বলেছেন: পড়লাম। হাসলাম। ভাবলাম। শুভ কামনা।
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
বিজন রয় বলেছেন: নীল বসনার ছবি কই।
++++
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২১
অর্থনীতিবিদ বলেছেন: ভালোবাসার মানুষটা যখন অন্য কারো হাত ধরে বিয়ের পিড়িতে বসে তখন বা তার পরবর্তী কষ্টটা একমাত্র ভুক্তভোগীরাই অনুভব করতে পারে।
৬| ০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৯:২৬
খায়রুল আহসান বলেছেন: নীল বসনার ছবিটা তো বোধহয় এখান থেকে নিখোঁজ হয়ে গেছে! তার পরেও, কবিতার আবেদন ভাল লেগেছে।
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২২
পদাতিক চৌধুরি বলেছেন: কিন্তু কবির নীল বসনার আঁকা ছবি বেশ লাগলো। পোস্টে লাইক জাত কবিকে। হা হা হা
শুভকামনা ও ভালোবাসা প্রিয় যুক্তি দাওভাইকে ।