![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার একটি শাখা।
১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গৌরীপুর পাতাবাহার কচি-কাঁচার মেলার উদ্যোগে দাউদকান্দি উপজেলার বিটেশ্বরে এস আর আদর্শ কিন্ডার গার্টেন ও গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা অনুষ্ঠানগুলোতে বক্তব্য রাখেন গৌরীপুর পাতাবাহার কচি কাঁচার মেলার উপদেষ্টা পরিষদের সভাপতি ও সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান হাবিব, সহকারি শিক্ষক মোহাম্মদ কাওসার, পাতাবাহার কচি-কাঁচার মেলার তরুণ সহযোগী পরিষদের সাধারণ সম্পাদক শাহীন আহম্মেদ চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হৃদয় রহমান, এস আর আদর্শ কিন্ডার গার্টেনের শিক্ষক বোরহান উদ্দীন ভূইয়া, জাহিদুল ইসলাম ফয়সাল, ইমরান হোসেন, শিক্ষার্থী ইসরাত জাহান, নাসিম খন্দকার, মাহিম হোসেন, মাহমুদা আক্তার, প্রদীপ চন্দ্র দাস, তারেক রহমান, সুমিত চন্দ্র দাস, স্বাগতম ভৌমিক, মারুফ হোসেন, তারিন আক্তার, তানিয়া আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু স্বাধীন বাংলাদেশের স্থপতিই নয় তিনি সারা বিশ্বের ত্যাগী রাজনীতিকের মডেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে এগিয়ে নিতে লড়াই করে গেছেন। নিজের জীবন পর্ন্ত দিয়ে দিয়েছেন এ দেশের জন্য। এদেশের কিছু বিপথগামী সেনা সদস্য ও তৎকালীন একজন প্রভাবশালী মন্ত্রীর ছত্রছায়ায় বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধু আজও মানুষের হৃদয়েই আছে।
©somewhere in net ltd.