নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নয়দুয়ারি

গ্রীনলাভার

আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।

গ্রীনলাভার › বিস্তারিত পোস্টঃ

আমার সাইকেল :)

১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:১২

সাইকেল চালানো শিখেছি নানার বাড়িতে - মামার ফনিক্স সাইকেলে। কাউকে বলে একবার শুধু সিটে বসতে পারলেই ঘন্টা ১ বা ২ আর থামতাম না। ৩, ৪ গ্রাম ঘুরে তারপর আসতাম। দুরন্ত বাতাস কেটে সাইকেল চালানোর মজাটা আর ভুলতে পারিনি। নানার বাড়িতে গিয়েছি আর সাইকেল চালাইনি এটা খুব কমই হয়েছে।



২০০৫ সালের আগেও ঢাকা শহরে সাইকেল চালানোর চিত্রটা অনেকটা এরকম ছিল - অল্প আয়ের মানুষ বা দিনমজুর বা ডাকপিয়ন এদেরকে দেখা যেত সাইকেল চালাতে। তাই সাইকেলের প্রতি টানটা ঢাকায় এসে কেমন যেন মিইয়ে যেত। লজ্জা লজ্জা লাগতো।



আর একটু দামি সাইকেল যাদের ছিল তাদেরকে যে রাস্তায় হরহামেশা দেখা যেত তা কিন্তু না। পাড়ার রাস্তার বাইরে খুবই কম যেতবা এক পাড়া থেকে পাশের পাড়া পর্যন্ত।



তো ২০০৩ সালের কথা। মাথায় ভুত চাপল সাইকেল কিনব। ফনিক্স না। রেন্জার কেনা যায়। আমার বড় ভাই আমাকে নিয়ে বংশালে গেল। ওখানে একটা রেসিং সাইকেল দেখে আমার তো আর অন্য কিছু চোখে লাগে না। কিনে দিল। লোকাল প্রোডাক্ট। দাম ছিল ৭০০০/=। বিকেলটা হলেই আমাকে আর পাওয়া যেত না। ভন ভন করে ঢাকার ভেতরে ঘুরতাম। দক্ষিনে সায়দাবাদ, , উত্তরে সাভার, আশুলিয়া, পশ্চিমে মোহাম্মদপুর বসিলা হয়ে আমিনবাজার হয়ে ঢাকা।



২ বছর পরে গিয়ার টা ফেলে দিতে হল। ২০০৭ সালে আমি আর আমার ভাগ্নে ডাবলিং করতে গিয়ে ভেঙ্গে ফেললাম সাইকেলটার চাকা। মোটা বুদ্ধির ভাগ্নে আমার লাগাল রিকসার চাকা :P। একবার রাতে ম্যানহোলে সামনের চাকা ফেলে দিয়ে সাইকেলের ঘাড়টা ভেঙ্গে ফেললাম :((। পরে ঝালাই দিয়ে ঠিক করা হয়েছিল। কিন্তু ফনিক্সের সাথে আর পার্থক্য থাকল না /:)



সেইযে রেসিং সাইকেল চালানোর মজাটা পেলাম, এরপর আর অন্য কোন সাইকেল চোখে রুচে না। অন্যতম কারন এর ওজন। দামি মাউন্টেন বাইক ছাড়া মনে হয় এত কম ওজনের সাইকেল হয় না। ফলাফল, কষ্ট কম সাইকেল টা চালাতে। ভন করে স্পিড উঠানো যায়। অবশ্য অন্য সাইকেল সম্পর্কে আমার ধারনা খুবই কম।



সমস্যা শুধু একটা জায়গায়। ভাঙ্গা রাস্তা। খুবই আস্তে চালাতে হয়। নইলে প্রথমে চাকাটা যায় টাল খেয়ে। আর একবার টাল খেলে প্রতি সপ্তাহে দৌড়াতে হয় মেকানিকের কাছে। বিরক্তি কর।



এর পরে সমস্যা টা হল এর পার্টস্‌ পত্রের দাম। এই দামের অন্য যেকোন সাইকেলের থেকে ৩ গুন। আর কিছু পার্টস্‌ আছে যেগুলো অন্য কোন সাইকেলেই নেই। তাই তুলনা আর করা যায় না।

তাই প্রতিমাসে ৫০০ টাকার একটা পার্সোনাল ইনসুরেন্স খুলতে হবে এর জন্য। প্রতি মাসে হয়তো খরচ হবে না। কিন্তু একবার যদি গিয়ার বক্স নষ্ট হয় তাইলে ৯০০০/= টাকার ধাক্কা। ওফ রিয়েলি উইয়ার্ড।



আমার এখন যেই রেসিং সাইকেল সেটা চালাতে একটু বেশি বেন্ড হতে হয়। ঘাড়ে মোটামুটি ব্যথা করে। কিন্তু পূর্বের অভিজ্ঞতা থেকে জানি ব্যথাটা কোন ক্রনিকেল ব্যথা না মানে দীর্ঘদিন ভোগার মতো ব্যাথা না। প্রতি ২০ মিনিট পরে ৩/৪ মিনিটের জন্য একবার থামলে নতুন করে এনার্জি ফিরে আসে।



আমার নতুন সাইকেলের ছবি - :)





এই সাইকেলটা কিনলাম প্রভাতে লন টেনিস খেলতে যাব শাহাবাগ টেনিস ফেডারেশনে বলে। প্রথম যেদিন সাইকেলটা রাস্তায় নামালাম মনে হচ্ছিল আমি মুক্ত পাখির মতো। কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা( স্বশরীরে :D) ।

এখন অফিসেও যাই। ৪ তলায় তুলে নিয়ে রিসিপশন রুমে সাজিয়ে রাখি। চোররে খুব ভয় পাই ভাই। প্রথম দিন যেদিন অফিসে নিয়ে যাই সবার সেই কি এক্সাইটম্যান্ট B-) - সাইকেলের দামের খবর তো আর কেউ রাখে না। এরকম দাম দিয়ে যে কে্উ একটা সাইকেল কিনতে পারে কেউ কল্পনাও করে না। সবাই আছে গাড়ি কেনার ধান্দায়। :):):)





মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১:১৯

আহমদ মোতেয়দ বলেছেন: nice , I love Mountain biking, Every Wednesday evening
& Friday Morning we bunch of people doing 20 to 30 KM
In Kuwait.

১০ ই জুলাই, ২০১২ দুপুর ২:২২

গ্রীনলাভার বলেছেন: awesome

২| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ২:২৪

শিবলী বলেছেন: আহমদ মোতেয়দ ভাই
আমরা প্রতিদিন- স্পেসালি শুক্রবার মেনি মেনি বান্চ ওফ পিপল ৪০-৫০ কিলো চালাই একসাথে- এই ঢাকায়।

৩| ১০ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০৯

আহমদ মোতেয়দ বলেছেন: Wow, Wish i can join on my next visit Bangladesh, I know
few people, who is doing that, I know one guy who ride
all 64 district.

৪| ১০ ই জুলাই, ২০১২ রাত ১১:১৭

শিবলী বলেছেন: https://www.facebook.com/groups/bdcyclists/

৫| ১৫ ই জুলাই, ২০১২ দুপুর ১:২২

ঠানডুমিঞা বলেছেন: গ্রীন ভাই আমার অফিসে সাইকেল নিয়া আসছি...... কেলেংকারির মধ্যে পড়ছি...... সবাই দেখি হাহা হিহি শুরু করছে...... বলতেছে টাকা পয়সার এতো সমস্যা কবে থেকে??? আরে ভাই টাকার সমস্যা কেন হবে... বেতনতো ঠিকমতই পাই নাকি??? তাইলে সাইকেল কিনছেন কেন??? লাজবাব......

দাম যখন বলছি যে ১৯হাজার দিয়া কিনছি..... তখন আর এক প্রস্থ হাসাহাসি..... পাগল নাকি আর কিছু টাকা দিয়া তো মটরসাইকেলই কিনা যেত.. সাইকেল কিনছেন কেন????

এখন বলেন আমি কেমনে বুঝাই সাইকেল কিনছি শখে... উপরি পাওনা ১৫ মিনিটে অফিসে হাজির হইতে পারি.... ওদের লাগে ১ ঘন্টারও বেশি..... এবং টাকা সেইভ.....

চোরের ভয়::: বাসায় ৪ তলা উঠাই ফেলি..... অফিসের গ্যারাজ আছে ওখানে বিমডবলিউ এর পাশেই আমারটা দার করাই রাখি......

সমস্যা::: বাসা টু আফিস..... ফরমাল ড্রেস পইরা সাইকেল চালাই..... লোকজন তাকায় দেখে...... অথচ দেশের বাইরে সাইকেল নিয়া অফিস আসতে উৎসাহ দেয়া হয়.....

জানিনা জাতি হিসেবে আমরা কবে সিরাজউদ্দোউলার ভুত তারাতে পারবো.....।

১৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:১১

গ্রীনলাভার বলেছেন: :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#)

আমার অবস্থা একটু ভালর দিকে। কিন্তু মটরসাইকেল কেনার কথা বলল না? সেইম টু মাই সাইড। সাইকেলের দামের খবর তো কে্উ রাখে না। যখন সাসপেনশন, গিয়ার, এ্যালুমিনিয়াম বডি, ওজন - এইসবের কথা বললাম তখন তাদের মাথায় ঢুকল। যেই গাড়ির সাসপেনশন যত ভাল সেই গাড়ির দাম তত।

জ্যামে বইসা থাকতে থাকতে আমাদের চিন্তা ধারা ভোতা হয়া গেছে। ব্যাপার নাহ। দেখবেন আপনার পাশের সিটের কলিগ ২ দিন পরে আপনার পিঠ চাপরাইতেছে।

আগামী সপ্তাহ থেকে তো রোজা। সাইকেল চালানো যাইব না। ১ মাস কেমনে যত্ন করতে হইব শিবলি ভাইরে একটু জিগাইয়েন তো।

৬| ১৯ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১৮

আহমদ মোতেয়দ বলেছেন: ঠানডুমিঞা বলেছেন:দাম যখন বলছি যে ১৯হাজার দিয়া কিনছি..... তখন আর এক প্রস্থ হাসাহাসি..... পাগল নাকি আর কিছু টাকা দিয়া তো মটরসাইকেলই কিনা যেত.. সাইকেল কিনছেন কেন????
Same thing happened in Kuwait too!!!! When i brought
my Cycle, few Bangladesh friends said if you spend few more money then u can bought car, lolzzzzzzz
Yes i know lots of the big cities over the world having separate lane for cycling & Most of the time NZ prime minister go to office with his cycle.

২০ শে জুলাই, ২০১২ রাত ১২:৪২

গ্রীনলাভার বলেছেন: প্রাইমমিনিষ্টার সাইকেল নিয়া অফিসে যায়? :|| :|| :|| :|| ভাইরে ভাই। এই বাংলাদেশে থাইকা এইগুলা কিছুই কল্পনা করতে পারি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.