![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলধা গার্ডেনঃ অনিয়ম আর অনৈতিকতার স্বর্গ রাজ্য
বাংলার চিরায়ত সবুজ, সহজ, সরল আর এখনও অবশিষ্ট নৈতিক বন্ধনের মায়া ত্যাগ করে ঢাকা শহর অবস্থান করছি সেই ২০০৬ সাল থেকে। সত্যি কথা বলতে এ শহরের অনেক অলি-গলি বা বদমায়েশের আস্তানা এখনো আমার নাগালের বাহিরে। এক্ষেত্রে অনেকি নাদান ভাবতেই পারেন। তবে যে যাই বলুক মিডিয়া আর বন্ধুদের বাস্তব পর্যবেক্ষণ অভিজ্ঞতার নানান কাহিনি শুনলে মনটাকে কোন ভাবেই সাঁয় দিতে পারিনা ওসব জায়গায় জেতে।
আজ একটু ব্যতিক্রমই ঘটলো বটে। ছুটির এ দিনে বিকালটাকে দেখার খুব ইচ্ছা। আর সেখান থেকেই ছুটে চলা ঢাকা শহরের দক্ষিন কর্নারে অবস্থিত ঐতিহ্যবাহী বলধা গার্ডেনে। কিন্তু কি এসব দেখলাম সেখানে। ঢুকতেই অনিয়মের খড়গ হস্ত দেখে মনে হল দিনে দুপুরে এক মহা ডাকাতি। ১০ টাকা লিখা টিকেট মূল্য জোর করেই রাখা হচ্ছে ২০ টাকা। কোনভাবে ঢুকলাম তিন বন্ধু। এক নিমিষেই ঘুরে ফেললাম শেখানটা। বসার কোন জায়গা নেই। দাড়িয়ে থেকে চোক দুটো খুলে রাখার উপায় নেই। এক কথায় পরিস্থিতি অকল্পনীয়। যা কখনই কাম্য ছিলনা। শুধুই ভাবছিলাম এই কি আমার দেশ? আমার সোনার বাংলাদেশ। মাগরিবের সমায় হল বের হয়ে নামাজ আদায় করে এক ভারাক্রান্ত হৃদয়ে বাসায় চলে এলাম............।।
©somewhere in net ltd.