নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিআর রোমান

জিআর রোমান › বিস্তারিত পোস্টঃ

ছোটবেলার খেলা

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭


ও বয়সে মোরা উঠেছি গাছে
নেমেছি পুকুরে, খেলেছি কত খেলা
বৃষ্টির পানিতে গা ভিজিয়েছি
বন্যায় ছেড়েছি ভেলা!

কত কাদা মাখামাখি, হা ডু ডু খেলেছি
ক্রিকেট ছিল সেরা,
ফুটবলও খেলেছি, গোল্লাছুটোও
দাড়িয়াবান্দায় যেত বেলা!

লুকোচুরি আর কানামাছি ছিল
নিত্য দিনের খেলা,
কখনো মোরা সাজিয়েছি দোকান
খরিদ্দারও পেয়েছি মেলা

মেয়েরা সাজাতো মাটির পুতুল
হাড়ি পাতিলের মেলা,
একসাথ হয়ে খেলেছি খেলা
নাম যার ছিল খুঁটি-মসলা!

মাটিতে মারবেল ছড়িয়ে দিয়েছি
বড়দের ছিল মানা,
লুকোচুরি করে এখানে সেখানে
বেদেছি সবাই দানা!

এপাড়া ওপাড়া ভেদাভেদ ছিল না
গলাগলি ছিলাম মোরা
মান অভিমান যত যাই হোক
মিলমিশ বিকাল বেলা!

এতোটাই মোরা পাগল ছিলাম
খাওয়া-দাওয়ার মনে নেই
পেটেও ছিল না জালা,
মা'য়েরা মোদের ডেকে ফিরে অস্থির
সকাল সন্ধে বেলা!ও বয়সে মোরা উঠেছি গাছে
নেমেছি পুকুরে, খেলেছি কত খেলা
বৃষ্টির পানিতে গা ভিজিয়েছি
বন্যায় ছেড়েছি ভেলা!

কত কাদা মাখামাখি, হা ডু ডু খেলেছি
ক্রিকেট ছিল সেরা,
ফুটবলও খেলেছি, গোল্লাছুটোও
দাড়িয়াবান্দায় যেত বেলা!

লুকোচুরি আর কানামাছি ছিল
নিত্য দিনের খেলা,
কখনো মোরা সাজিয়েছি দোকান
খরিদ্দারও পেয়েছি মেলা

মেয়েরা সাজাতো মাটির পুতুল
হাড়ি পাতিলের মেলা,
একসাথ হয়ে খেলেছি খেলা
নাম যার ছিল খুঁটি-মসলা!

মাটিতে মারবেল ছড়িয়ে দিয়েছি
বড়দের ছিল মানা,
লুকোচুরি করে এখানে সেখানে
বেদেছি সবাই দানা!

এপাড়া ওপাড়া ভেদাভেদ ছিল না
গলাগলি ছিলাম মোরা
মান অভিমান যত যাই হোক
মিলমিশ বিকাল বেলা!

এতোটাই মোরা পাগল ছিলাম
খাওয়া-দাওয়ার মনে নেই
পেটেও ছিল না জালা,
মা'য়েরা মোদের ডেকে ফিরে অস্থির
সকাল সন্ধে বেলা!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৯

মাইনুল ইসলাম অভি বলেছেন: very nice kobita.aro sundor kobita & galpo pete nicher link a clk korun


https://www.facebook.com/বাংলা-গল্প-কবিতা-1573345456250808/timeline/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.