নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধরার ৯৯.৯৯ জন মানুষ ই স্বার্থপর- আল্লহর খাস বান্ধা ব্যাতিত সবাই সব কাজেই নিজের লাভ খোঁজে।

বোরহান উদ্দিন আহমেদ (মাসুম)

বোরহান উদদীন

সুখ শান্তি পৃথিবীতে পাওযার কথা না, সুখ শান্তি তো পরকালের জন্য, এই সুখের জন্য অস্স্থায়ী পৃথিবীতে পাপের পথে পা না বাড়ানোই শ্র্রেও !

বোরহান উদদীন › বিস্তারিত পোস্টঃ

শয়তানের কতটুকু আসর পরলে একজন মেয়ে মানুষের মনে এই প্রস্নগুলার জন্ম হতে পারে। ধর্ম বিষয়ে বোকামেয়ের ৬০টি জিজ্ঞাসা। মুক্তমনা ব্লগ থেকে কপি+ পেস্ট।

২৮ শে মে, ২০১১ দুপুর ১:২১



আসসালামু-আলাইকুম

আশাকরি সবাই অসীম দয়ালু আল্লাহর কৃপায় আলহামদুল্লিহ।

তাহার দয়া ব্যতীত বেছে থাকা যায়না যিনি দয়া করে তার গোলামি করার জন্য আমাদের কে প্রান দান করেছেন, লক্ষ কোটি সালাম জানাই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সঃ) পাক পবিত্র রুহের উপর। আমার এই কথাগুলা অনেকের কাছেই অবান্তর বা মিথ্যা মনে হবে জানি। যাই হোক আসল কথায় যাওয়া যাক। মুক্তমনা ব্লগ নামের একটা বাংলা ব্লগ পড়তে গিয়ে এই লিখাটা পড়ে অবাক হয়ে গেলাম, শয়তানের কতটুকু আসর পড়লে একজন মেয়ে মানুষের মনে এই ধরনের প্রশ্নের জন্ম হতে পারে প্রশ্নগুলা এইখানে কপি পেস্ট করলাম পড়ে দেখেন।



ধর্ম বিষয়ে বোকামেয়ের ৬০টি জিজ্ঞাসা

- বোকামেয়ে, ঢাকা

১। আল্লার ইচ্ছাতেই যদি সবকিছু হয় তবে মানুষের পাপপূণ্যও তার ইচ্ছাতেই হয়। আল্লার ইচ্ছাতেই যদি মানুষ পাপ-পূণ্য করে তবে মানুষের অপরাধ কোথায়? জন্মের আগেই ভাগ্য নির্ধারিত হলে মানুষের করণীয় কি?



২। আত্মা স্বাধীন নয়। সর্বশক্তিমান আল্লাহ তাকে নিয়ন্ত্রণ করে। তাহলে পরাধীন আত্মার পাপপূণ্যের বিচার কার বিরুদ্ধে হওয়া উচিৎ, নিয়ন্ত্রণকারীর না নিয়ন্ত্রিত ব্যক্তির বিরুদ্ধে?



৩। আল্লাহর ইচ্ছাতেই যদি সব কিছু হয় তবে ফেরেস্তার দরকার কি? আজরাইলের জান কবজ করতে আল্লাহর কাছ থেকে অনুমতি নিতে যে সময় ব্যয় হয়, সেই সময়ে আল্লাহ নিজেই কাজটি করতে পারেন কিনা?



৪। সূর্যোদয়, সূর্যাস্ত ও মধ্যাহ্ন সর্বত্র স্থির নয়। ঢাকাতে যখন ঠিক সূর্যোদয় তখন মক্কায় রাত্রি, কলকাতায় সূবহে সাদেক। অর্থাৎ এক স্থানের নামাজের জন্য নিষিদ্ধ সময়ে অন্য স্থানে নামাজ পড়া হচ্ছে। তাহলে নামাজের সময় নিষিদ্ধ থাকল কিভাবে?



৫। সূর্যকে ৭০ হাজার ফেরেস্তা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত টেনে নিয়ে যায় সোনার নৌকায় করে। সূর্য রাত্রে আশের নিচে বসে জিকির করে, পূনরায় ভোরে পূর্বাকাশে দেখা দেয়। অথচ প্রকৃত সত্য যে, পৃথিবীর আহ্নিক গতির কারণেই দিবারাত্র হয় এবং সূর্যের বসে থাকা বলতে কিছু নেই। এ ভুল ব্যাখ্যার কারণ কি?



৬। সূর্যের সাত মুখ নাকি উল্টা দিকে। হাশরের ময়দানে সূর্যের সাত মুখ দেখা যাবে অথচ সূর্য আপন অক্ষের উপর ঘুরছে বলে সব পিঠই দেখা যায়। তাহলে ধর্মগ্রন্থের বর্ণিত সাতমুখ কোধায় গেল?



৭। হাওয়া গন্ধম খাওয়াতে গন্ধম গাছের অভিশাপে তার রজস্রাব ও সন্তান প্রসবের কষ্ট হয়। অন্য প্রাণীরা গন্ধম খায় নাই তাহলে একই কষ্ট তাদের কেন হয়? আদম যদি গন্ধম না খাইত তাহলে স্বর্গেই থেকে যেত। তাহলে আল্লাহ বেহেস্ত দোজখ কেন সৃষ্টি করেছিলেন? আদমের আগেই নাকি হযরত মুহম্মদকে সৃষ্টি করেছেন মানুষকে হেদায়েতের জন্য। আদম গন্ধম না খেলে মুহম্মদের সৃষ্টির প্রয়োজন কেন? তাহলে আদম কি আল্লহর ইচ্ছাতেই গন্ধম খেয়েছে? আদমকে সৃষ্টি করার উদ্দেশ্য পৃথিবীতে মানুষের পদচারণা ঘটানো, তাহলে তাকে স্বর্গে রাখল কেন?



৮। সমাজবিজ্ঞান মতে আদিম মানুষ কথা এবং ভাষা জানত না। কিন্তু ধর্ম মতে আদম কথা বলতে পারত। সমাজবিজ্ঞানের ধর্মবিরোধী প্রচারণা মেনে নিচ্ছেন কেন? প্রতিবাদ করলে তার যুক্তি কি?



৯। ছয় দিনে কিভাবে সবকিছু সৃষ্টি সম্ভব? সূর্য সৃষ্টির আগে কিভাবে দিন হত বা কাউন্ট হত? পৃথিবীর বাইরে সময় কি? এসব স্পষ্ট বুঝা না গেলে কোরানে লেখা হয়েছে কেন?



১০। চন্দ্রকে নূরের তৈরি এবং সূর্যকে প্রদীপ বা আগুণ বলা হয়েছে। চন্দ্র নূরের তৈরি নয় এবং সূর্যের পুরো অংশ আগুন নয়। তাহলে কোরানের একথা কিভাবে সত্য হল। [৭১:১৫-১৬; ২৫:৬১] আয়াতে বলা হয়েছে চন্দ্র আলো প্রদান কারী উৎস। বর্তমানে স্পষ্টতই দেখা গিয়েছে চন্দ্রের নিজস্ব আলো নেই। অর্থাৎ চন্দ্র আলোর উৎস নয়। এর ব্যাখ্যা কি?



১১। দিনকে মানুষ সাত ভাগে ভাগ করেছে। যদি ছয় বা আট ভাগে ভাগ করত তাহলে পরের শুক্রবার সাতদিন পর আসত না। তাহলে মানুষের ভাগ করা দিনের এত গুরুত্ব আল্লাহর কাছে কেন?



১২। সাত আসমানের বর্তমান ব্যাখ্যা কি হবে? [৭৮:১২-১৩] আসমানের তারাগুলোকে সৌন্দর্যতার জন্য সৃষ্টি করা হয়েছে। অথচ তারাগুলোর ব্যবধান কোটি কোটি মাইল এবং পৃথিবী ও সূর্যের চেয়ে লক্ষগুণ বড়ও আছে। শুধু সামান্য শোভাবৃদ্ধির জন্য এত বিশাল সৃষ্টি কে? [২৩:৮৬;২:২৯; ২৩:১৭; ৬৭:৩ ইত্যাদি]



১৩। আসমান ও জমিনের হিসাবটা কেমন? পৃথিবী গোল হলে এর চার দিকেই মহাবিশ্ব। এই ক্ষুদ্র পৃথিবীটাই কি জমিন? তাহলে আসমান ছাদ হয় কিভাবে?[৭৮ঃ১২-১৩] জমিন ও আসমানের মাঝখানে চন্দ্র, সূর্য, তারকা থাকলে আকাশ কি? আকাশ কি কঠিন পদার্থ? তা না হলে ধরে রাখার কি আছে? [৫০:৬; ৩১:১০; ১৩:২; ৫৫:৭; ২২:৬৫ ইত্যাদি]



১৪। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে কোরানের ব্যাখ্যা এর বিপরীত কে? [২১:৩৩, ৩৬:৪, সুরা ইয়াসিন]



১৫। মক্কার ঠিক উপরে আরশ বা বায়তুল মোকাদ্দাছ। যেহেতু পৃথিবী ঘুর্ণায়মান ও সূয়ের চারিদিকে ঘুরে এবং সূর্যও তার গ্রহ-উপগ্রহদের নিয়ে দূর লক্ষ্যকে কেন্দ্র করে ঘুরছে তাহলে মক্কার ঠিক উপরে বায়তুল মোকাদ্দাস সব সময় কি করে ঠিক থাকবে? কোথায় থাকবে?



১৬। দশই রমজান শুক্রবার কেয়ামত। বাংলাদেশে যখন শুক্রবার তখন আরেকিায় শুক্রবার নয়: মক্কায় বাংলাদেশের একদিন বা দুইদিন আগেই দশই রমজান হয়ে থাকে। তাহলে কিয়ামত সর্বত্র কিভাবে দশই রমজান হবে?

১৭। সবেরবাত আরে ও বাংলাদেশে একদিনে হয় না। সবেবরাতের আগের দিন বাংলাদেশ থেকে দ্রুতগামী বিমানে সৌদি আরব গেলে দেখা যাবে সেখানে সবেবরাত একদিন আগেই হয়ে গেছে। তাহলে সে কিভাবে সবে বরাত পালন করবে? উল্টা ঘটলে দুবার সবেবরাত পাবে কে?



১৮। কিছু কিছু দিন বেহেস্তের দরজা খোলা থাকে। ঐ দিনটা সারা পৃথিবীতে একে স্থানে একেদিন হলে বেহেস্তেও দরজা কদিন খোলা থাকবে?



১৯। মেরুতে ছয়মাস দিন ও ছয় মাস রাত থাকে। সেখানে কিভাবে নামাজ রোজা পালন করবে?



২০। কেন বেহেস্থে যাব? আল্লাহর ইচ্ছায়, নবীর সুপারিশে, হোসেনের সুপারিশে নাকী পূণ্যের জোরে? সীমার কেন বেহেস্তে যাবে? বর্তমান রূপে নামাজ না পড়ে অন্য নবীরা কিভাবে বেহেস্থে যাবে?



২১। আল্লাহ যদি নবীর সুপারিশ গ্রহণ করেন তাহলে নিজের ইচ্ছা পূর্ণ করবেন কিভাবে? ব্যাখ্যা কি? তাহলে নির্বাহী প্রধান কে?



২২। যারা কোনদিন ইসলামের দাওয়াত পায়নি এবং কোন অপরাধ করেনি তারা কেন বেহেস্তে যাবে না? গোলাম আজম কোন দিন না কোনদিন বেহেস্তে প্রবেশ করবে মুসলিম বলে অথচ মাদার তেরেসা প্রবেশ করবেন না অমুসলিম বলে এটা কি ন্যায় বিচার?



২৩। বিধর্মী শিশুরা কেন মুসলমান শিশুদের মত বেহেস্ত পাবে না? শিশুরা নিষ্পাপ নয় কি?



২৪। পুরুষ বেহেস্তে কমপক্ষে ৭০টি হুরী ও তার স্ত্রীকে পাবে এবং নারী বেহেস্তে গোলেমান ও তার স্বামীকে পাবে। তাহলে পুণ্যবান পুরুষের পাপিষ্ঠা স্ত্রী এবং পূণ্যবতী নারীর পাপী স্বামীও কি বেহেস্তে যাবে?



২৫। সব ধর্মই বলে সেই ধর্মপন্থী ছাড়া অন্য কেউ বেহেস্তে যেতে পারবে না এবং সেই ধর্ম বিরোধী প্রশ্ন করা যাবে না। পৃথিবীতে সহস্রাধীক ধর্ম এখনো জীবিত আছে। ইসলামের অনেকগুলো ভাগ আছে। আবার উপভাগও আছে। যেমন আমরা সুন্নী ভাগের হানাফী উপভাগের। আমাদের মতে শুধু হানাফিরাই সঠিক পথে আছেন। এরকম প্রত্যেকের মনোভাব একই। তাহলে অন্য কোন ধর্মও সত্য হতে পারে অথবা মিথ্যা হতে পারে সবগুলোই।



২৬। মানুষের জান খতম করে আজরাইল। তাহলে একজনকে খুন করার অপরাধে কোন ব্যক্তি দায়ী হবে কেন? অথচ খুনের বদলে খুনের কথা কোন কোন নবীও বলেছেন। পাপের শাস্তি যদি পরকালেই হয় তাহলে ইহকালে শাস্তির বিধান কেন? এক অপরাধে শাস্তি দুবার হবে কেন?



২৭। আত্মা বা প্রাণ বা রুহু এবং মন আলাদা জিনিস। মানুষ যা কিছু করে তার জন্য দায়ী মন। তাহলে আত্মার শাস্তি কেন? তাহলে আত্মা ও মন কি এক জিনিস? অজ্ঞনাবস্থায় বা ঘুমন্ত অবস্থায় মনের অস্তিত্ব না থাকলেও প্রাণ থাকে। তাহলে দুটো আলাদা এর ব্যাখ্যা কি?

২৮। কৈ মাছ কাটলেও তার মধ্যে অনেকক্ষণ আত্মা বা প্রাণ থাকে। আবার টিকটিকির লেজ খসে পড়েও নড়াচড়া করে অর্থাৎ প্রাণ আছে। এ লেজে প্রাণ না থাকলে নড়ে কেন? কিছু কিছু গাছের ডাল কেটে বিভিন্ন স্থানে রোপন করলে প্রায় সবগুলোই স্বতন্ত্রভাবে বেঁচে যায়। ক্লোনিং করেও একটি কোষ থেকে প্রাণী সৃষ্টি করা হচ্ছে। তাহলে কি আত্মার বিভক্তি হল? নাকি নতুন আত্মা আসল? আত্মা বীজে না এসে ডালে আসল কেন? বা ক্লোনিং শেষে এক আত্মা দুই দেহে প্রবেশ করে কি করে?



২৯। পৃথিবীতে প্রায় ৬শ কোটি মানুষ। রহিমের একটি ভাল কাজের জন্য আল্লাহ খুশি হলেন, ঠিক একই সময়ে করিমের খারাপ কাজে তিনি ক্রুদ্ধ হলেন। একই সময়ে এ দুটো বিপরীতমুখী কাজ কিভাবে সম্ভব।



৩০। বলা হয় আল্লাহ ন্যায়বান ও দযালূ। বিচার ক্ষেত্রে ন্যায় ও দয়ার একত্র সমাবেশ অসম্ভব। তাহলে বিচার কার্যে তিনি একই সময়ে ন্যায়বান ও দয়ালু কিভাবে হবেন?



৩১। যেহেতু মানুষের পক্ষে চার স্ত্রীর দিকে সমান দৃষ্টি দেয়া সম্ভব নয়, তাহলে এরকম বিধান কেন?



৩২। মুহম্মদের ছয় বছরের শিশু এবং ধর্ম পুত্রবধুসহ এতগুলো (১২-১৪টি) বিবাহের ব্যাখ্যা কি কি? এবং কতটুকু যুক্তিসঙ্গত এবং প্রয়োজন কি ছিল? ইসলামী বিবাহ তালাক ও হিল্লার চেয়ে অনৈসলমিক সভ্য আইনগুলো ভাল নয়কি? কেন?



৩৩। ডাইনোসরসহ বিলুপ্ত প্রাণীদের সম্পর্কে কোরানে কোন তথ্য নেই। এছাড়া বিজ্ঞান আবিস্কৃত প্রাচীন সভ্যতার কথাও লেখা নেই। পৃথিবীর বিভিন্ন দেশ ও তাদের অবস্থান সম্পর্কেও কিছু বলা নেই। কোরানে সেসব কথাই রয়েছে যা তৎকালীন সময়ে আরবের মানুষ জানতো বা অনুমান করতে পারত। এর কারণ কি?



৩৪। হোসেনের পরজয়ের পর হোসেন ও তার বংশধরদের হত্যাকারীরা প্রায় ৬শ বছর রাজত্ব চালায়। এরাই প্রকৃতপক্ষে ইসলামের প্রসার ঘটায়। মুহম্মদের বংশধরদের রক্তে যাদের হাত রঞ্জিত তাদের হাতে যারা মুসলমান হয়েছে তারা কি প্রকৃত মুসলমান হবে?



৩৫। মুসলমানদের মধ্যে অনেকগুলো ভাগ ও উপভাগ রয়েছে। এদের মধ্যে কারা প্রকৃত মুসলমান এবং কেন? অন্যরা কি মুসলমান নয়?



৩৬। কোরান নাকি বিজ্ঞান গ্রন্থ। একে রিসার্চ করে ইসলামী বিজ্ঞানীরা কি কি আবিষ্কার করেছে? রাইট ভ্রাতৃদ্বয় কোরান না জেনেও উড়োজাহাজ কি করে আবিষ্কার করল?



৩৭। আধুনিক সভ্যতা সৃষ্টিতে মুসলমানদের অবদান খুবই নগণ্য কেন? এরা বিপথে থাকলে ইহুদী ও খ্রীষ্টানদের অবদান এত বেশ কেন? তারা কি বিপথগামী নয়? বর্তমান পৃথিবীতে মুসলামনদের সংখ্যা মাত্র ২১% খ্রীষ্টান ৩৪ %, নাস্তিক/ ধর্মহীন ২১% এর মত। পৃথিবীর বেশিরভাগ মুসলমান নয়। অমুসলিম মানুষগণ জ্ঞানবিজ্ঞানেও এগিয়ে আছে। এই সংখ্যা গরিষ্ঠ মানুষরাই ভুল পথে আছে তার প্রমাণ কি?



৩৮। কোরানে দাসীদের ভোগ করার অধিকার দেয়া হয়েছে। একাটি ধর্ষণ ও মানবতাবিরোধী নয়? এছাড়া হাদিসে স্ত্রীকে জোর করে সহবাস করার অধিকারের কথা বলা হয়েছে- এটা কি ধর্ষণ নয়? তাহলে নারীর অধিকার কি ক্ষুন্ন করা হয় নাই?



৩৯। ইসলাম নারীদের ক্ষমতা গ্রহণ মেনে নেয় না কেন? আপনারা নারীদের ভোট দিতে দিচ্ছেন কেন? মেনে নিচ্ছেন কেন? অথচ জননাঙ্গ ছাড়া নারী পুরুষে কোন পার্থক্য নেই একথা সত্য নয় কি?



৪০। উসমানের ইসলাম বিরোধী কাজের প্রতিবাদ করায় সাহাবা আবুজর গিফরীকে নির্বাসন দেয়া এবং তারা নিজের পছন্দসই কোরান বাদে বাকীগুলিকে পুরিয়ে ফেলার পরও সে কিভাবে আমাদের খলিফা? এছাড়া আলী বুদ্ধি, কৌশল এবং শেষে পেশিতে মোয়াবিয়ার কাছে পরাস্ত হলেন সে কিভাবে আল্লার তরবারী এবং খলিফা হওয়ার যোগ্যতা রাখেন? এছাড়া আবু বক্কর ও ওমরকে শ্বশুর এবং জামাতা অর্থাৎ আত্মীয়ার বন্ধনে আবদ্ধ করা কি ক্ষমতা টিকিয়ে রাখার কৌশল নয়? চার খলিফাই একই বংশভূক্ত এবং কেউ জামাতা কেউ শ্বশুর এটা স্পষ্টতই পারিবারিককরণ নয় কি?



৪১। বিজ্ঞানীরা টেষ্ট টিউবে বিভিন্ন পদার্থের সংমিশ্রণ ঘটিয়ে ভাইরাস জাতীয় প্রাণী সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। বিজ্ঞানীরা চলাচল সক্ষম ভাইরাস আত্মা ছাড়া কিভাবে বানালেন? সম্প্রতি কৃত্রিমভাবে তৈরি ডিএনএ মৃত ব্যাক্টিরিয়ার খোলসে প্রবেশ করিয়ে জীবিত করে তুলেছেন বিজ্ঞানীরা। এখানে আত্মা কে বানালো?



৪২। নূহের নৌকায় এত প্রকারের ডাইনোসর , হাতি, সিংহ, বাঘ, গণ্ডার ছাড়াও কোটি কোটি প্রাণী ও বীজ কি করে রাখলেন? না রাখলে এরা বাঁচলো কি করে? সারা পৃথিবী জুড়ে পাহাড়ের সমান উচ্চতার বন্যার পানিগুলো কোথায় গেল?



৪৩। স্ত্রী ছাড়া শয়তানের বংশবৃদ্ধি কিভাবে হচ্ছে? শয়তানের স্ত্রী নাই অথচ একসাথে ১০টি সন্তান হচেছ কিভাবে? অমুসলিম দেশে শয়তানের অস্তিত্ব নাই কেন?



৪৪। জ্বিন কোথায়? থাকে অমুসলিম দেশে এর আভাস নাই কেন?



৪৫। ইমাম মেহেদী এত অস্ত্রের মুখে কেন তরবারী দিয়ে যুদ্ধ করবে এবং ঘোড়ায় করে সংবাদ পাঠাবে।



৪৬। হাতের মুঠোয় পৃথিবী, অথচ সাদ্দাদেও বেহেস্ত পৃথিবীর কোথায় রয়েছে এবং ইমাম মেহেদীর পরবর্তী কালের দানবরা কোথায় লুকিয়ে আছে জানা যাচ্ছে না কেন?



৪৭। বর্তমানে কোন বুজুর্গ মাজেজা দেখাতে পারছে না কেন? সঠিক কোন মুসলামান নেই কি?



৪৮। মানুষ মাটি দিয়ে সৃষ্টি। অন্য প্রাণীরা মাটির সৃষ্টি নয়। অথচ মানুষের কোষের সাথে অন্য প্রাণীর কোষে প্রচুর মিল রয়েছে। এমনকি গঠন পরিপাক, জনন প্রনালী অনেকটাই এক রমক অর্থাৎ তারা একই ভাবে সৃষ্টি। এর কারণ কি?



৪৯। ঈমানদারদের চেয়ে বেঈমানদাররা বেশি সৎ কাজ করছেন কেন? আল্লাহর রহমত মুসলমানদের উপর কি করে গেছে? মুসলমানদের সাফল্য এত কম কেন? মুসলমানরা অনেক ক্ষেত্রেই বিধর্মীদের দয়ায় বেঁচে থাকে কেন? তাহলে বিধর্মীরা কি আল্লাহর বেশি প্রিয় হয়ে যাচ্ছে?



৫০। চোর ডাকাতদের রেজেক কে দেয়? যদি আল্লাহই চোর ডাকাতদের রেকেজ এভাবেই দেয় তবে তাদেও করার কি আছে? জারজ সন্তানদের রুহু যদি আল্লাহই সৃষ্টি করে থাকেন তাহলে শয়তান এখানে কি করেছে? মানুষের ভাগ্য ও হেদায়েত আল্লাহর হাতে থাকলে শয়তানের গুরুত্ব কি?



৫১। স্রষ্টা ছাড়া যদি কিছু সৃষ্টি না হয়। অর্থাৎ বলা হয় আল্লাহ না থাকলে এত সৃষ্টি হল কিভাবে এবং সুনিয়ন্ত্রিত হচ্ছে কিভবে? তাহলে স্রষ্টা ছাড়া আল্লাহর নিজের সৃষ্টি কিভবে হল?



৫২। ধর্ম মানুষকে বলে দিচ্ছে এটা ঠিক ওটা বেঠিক, অর্থাৎ মানুষের জীবন যাপনের পথ নির্দিষ্ট করে দিয়েছে। আইনতো বদলায় কিন্তু কোরআন তো কোনভাবেই বদলাবে না? তাহলে কি মানব জাতির বুদ্ধির বিকাশকে বন্ধ করে দেয়া হচ্ছে না?



৫৩। মানুষকে লোভ দেখিয়ে কোন কাজ করানো বা ভয় দেখিয়ে কোন কাজ করানো অবশ্যই ঠিক নয়। তাহলে বেহেস্ত-দোজখের লোভ বা ভয় দেখিযে তাকে ধর্মের পথে আনানো কি সঠিক?



৫৪। ধর্মগ্রন্থে বলা হয়েছে পৃথিবীর চারদিকে রয়েছে কোহেক্বাফ নামক পর্বত। বর্তমানে পৃথিবীর কোথায় কি আছে সব কিছুই মানুষের জানা। দূর্ভেদ্য সেই কোহেক্বাফ পর্বত বর্তমান পৃথিবীতে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন?



৫৫। মুসলমাদের জন্য কচ্ছপ ও শুকর খাওয়া নিষিদ্ধ । অথচ এদের মাংসের মধ্যে কোন কোন খারাপ উপাদান দেখা যাচ্ছে না বরং প্রায় অন্যান্য খাদ্যোপযোগী মাংসের মতোই। এদের খেতে না দেওয়ার প্রকৃত কারণ কি? তাহলে আল্লাহ এদের সৃষ্টিই করেছেন কেন?



৫৬। বৃষ্টিপাত নাকি মিকাইল ফেরেস্তা নিয়ন্ত্রন করেন। বৃষ্টিপাতের সিস্টেম আজ মানুষের জানা সেই সিস্টেমে মিকাইল ফেরেস্তার প্রয়োজন কোথায়? মানুষ বর্তমানে কৃত্রিম ভাবেও বৃষ্টি নামাচ্ছে। এটাকি মিকাইল ফেরেস্তার কাজে হস্তক্ষেপের সামিল নয়? তারপরেও তিনি নীরব কেন?



৫৭। মানুষের অনিষ্টকারী এবং অপ্রয়োজনীয় অনেক প্রাণী পৃথিবীতে আছে। যেমন মশা, মছি, বিভিন্ন প্রকার জীবানু ইত্যাদি। এদের সৃষ্টি করার কারণ কি?



৫৮। ধর্মগ্রন্থে বলা হয়েছে পৃথিবীতে আঠারো হাজার মাখলুকাত আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন। ডাইনোসরসহ কিছু প্রাণী বিলুপ্ত হওয়াতে এদের সংখ্যা কমে যাওয়ার কথা। অথচ দেখা যাচ্ছে এক অর্থোপোডা গোত্রই এদের চেয়ে বেশি সংখ্যক মাখলুকাত রয়েছে। অর্থাৎ পৃথিবীতে আঠারো হাজারের অনেক বেশি মাখলোকাত রয়েছে। বাকীরা এল কোথা থেকে?



৫৯। প্রায় সমস্ত ধর্মেই দেখা যাচ্ছে একজন আদিম পিতা ও মাতা রয়েছে। বিভিন্ন

ধর্মগ্রন্থে এদের নাম বিভিন্ন। অন্য ধর্ম যদি মিথ্যা হয় তাহলে তারা ইসলাম ধর্মগ্রন্থ আবির্ভাবের পূর্বে আদি পিতামাতার কথা জানল কি করে? বিভিন্ন ধর্মগ্রন্থে স্রষ্টার নাম ভিন্ন কেন?



৬০। মুসা নবীর হাতের লঠির আঘাতে নীল নদের মধ্য দিয়ে পানি শুকিয়ে রাস্তা হয়ে গিয়েছিল। নদীর স্রোত থাকায় এঘটনার প্রভাব ব্যাপকভাবে পরার কথা? পানি উপচে বন্যা হওয়ার কথা। প্রভাব পড়েছিল কি? আবার হযরত মুহম্মদের মেরাজ নিয়ে দুটি মত রয়েছে? বেশি প্রচলিত মতটি মতে সে সশরীরে মেরাজে গিয়েছিল। এটা সত্যি হতে হলে সারাবিশ্বব্যাপী তাপ, আলো, শৈথ্য, আবহাওয়া আনবিক অবস্থা, বায়ু ইত্যাদির ব্যাপক পরিবর্তন প্রয়োজন যার প্রভাব পৃথিবীতে ব্যাপকভাবে পড়ার কথা অথচ তার যাত্রার কথা সে না বলা পর্যন্ত আর কেউ জানতেও পারে নি। মেরাজ স্বশরীরে কিভাবে সম্ভব?

মন্তব্য ৮১ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৮১) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১১ দুপুর ১:৩০

পারভেজ আলম বলেছেন: শয়তানের কতটুকু আছর তার উপরে আছে বলে আপনি মনে করেন? ছেলেদের মনে এই জাতীয় প্রশ্ন আসতে কি পরিমান শয়তানের আছর দরকার?

২৮ শে মে, ২০১১ দুপুর ১:৪২

বোরহান উদদীন বলেছেন:
আমার মনে হয় জীবনে এক বার ও আল্লাহর দরবারে গুনা মাফের জন্য
কান্না কাটি করে নাই এই মেয়েটা, তাই শয়তান ওর উপর বেশি ভর করছে
যার কারনে এই প্রশ্নগুলা সে জন সম্মুখে লিখতে পারছে।

২| ২৮ শে মে, ২০১১ দুপুর ১:৩১

মাহিরাহি বলেছেন: শেষ পর্যন্ত ওদেরই প্রচার আর প্রসার হচ্ছে।

এধরনের পোষ্ট দিয়ে আপনি বোকার মত নাস্তিকদের প্রচারনায় সাহায্য করছেন।

এধরনের পোষ্ট না দিলেই ভাল।

২৮ শে মে, ২০১১ দুপুর ২:০৬

বোরহান উদদীন বলেছেন:
যারা আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি, তারা যাতে এই ধরনের ফালতু শয়তানি চিন্তা ভাবনা থেকে মুক্ত থাকতে পারি, তাই এই পোস্ট টা দিলাম।

৩| ২৮ শে মে, ২০১১ দুপুর ১:৩১

আমি মিথ্‌ বলেছেন: কিছু কিছু প্রশ্ন অবান্তর, তবে অধিকাংশই যুক্তিযুক্ত, পারলে ওই মেয়ে কে বোকা না বলে, যুক্তি সঙ্গত ভাবে উত্তর দিন .।

৪| ২৮ শে মে, ২০১১ দুপুর ১:৩২

প্রতীক্ষিত বলেছেন: প্রায় একফুট লম্বা আসর পড়ছে।

৫| ২৮ শে মে, ২০১১ দুপুর ১:৩৫

১১স্টার বলেছেন: আপনি কি বলতে চাইলেন বুঝলাম না। আপনি উক্ত মন্তব্যগুলোর পক্ষে? যদি পক্ষে না হন তাহলে এইটিকে কপিপেস্ট মাইরা এটার প্রচার করার দরকার কি ছিল। সবাই জানি মুক্তমনা ব্লগারদের ব্লগে এধরনের কথা থাকে এগুলো নিয়ে যতোঘাটাটি করবেন ততো তারা উৎসাহিত হবে।

আর যদি বিপক্ষে হন তাহলে সরাসরি নিজের নামেই পোস্ট করেন।

৬| ২৮ শে মে, ২০১১ দুপুর ১:৩৭

রুদ্রপ্রতাপ বলেছেন: হা হা হা হা, মজা পাইছি। :) দেখি কে কি উত্তর দেয়!

৭| ২৮ শে মে, ২০১১ দুপুর ১:৩৭

লেখোয়াড় বলেছেন: বোকা মেয়ের কথায় অনেক যুক্তি আছে। তার কথাগুলো একসময় সত্য বলে প্রমাণ হবে।মানুষ আগের চেয়ে এখন অনেক সচেতন। একটা জিনিষ খেয়াল করেন, ১০০ বা ২০০ বা ৫০০ বৎসর আগে ইসলাম ধর্মে যা করা ছিল কল্পনার অতীত এখন তা হরহামেশা হচ্ছে, তাহলে??

আর আপনি মেয়ের ছবি দিয়েছেন কেন? ওটা না দিলেই পারতেন।
আপনিও কম যান না, তাই না?

৮| ২৮ শে মে, ২০১১ দুপুর ১:৩৭

নিয়ম ভাঙার কারিগর বলেছেন: মেয়েডা বোকা হইলে কী হইব, দেখতে কিন্তু মাশাল্লাহ খুবই খুবসুরাত! B-)

৯| ২৮ শে মে, ২০১১ দুপুর ১:৪০

নিভৃত নয়ন বলেছেন: রিভার্স গেম।খেলা কতটুকু হয় দেখি

১০| ২৮ শে মে, ২০১১ দুপুর ১:৪১

এস. এম. রায়হান বলেছেন: আপনিও তো বোকামীর পরিচয় দিলেন। প্রথমত, আপনি ধরেই নিয়েছেন যে 'বোকা মেয়ে' একজন মেয়ে! দ্বিতীয়ত, সেই লেখা আবার এই ব্লগে প্রচার করছেন, জবাব দিলে না হয় একটা কথা ছিল।

১১| ২৮ শে মে, ২০১১ দুপুর ১:৫৯

হারানোপ্রেম বলেছেন: আপনার লখ্য ছিল এগুলো বলা । তাই উপস্থাপন করলেন এভাবে।

১২| ২৮ শে মে, ২০১১ দুপুর ২:০১

সাইফুল ইসলাম নিপু বলেছেন: অনেক প্রশ্নের উত্তর আমার অজানা...........

কাকে জিজ্ঞাসা করব এই প্রশ্নগুলো?

১৩| ২৮ শে মে, ২০১১ দুপুর ২:০১

বই কলম বলেছেন: ১। আমার মনে হয় আপনি খুব বুদ্ধিমতি না হলে এমন বুদ্ধিমানের মত কাজ করতেন না। যই হউক আমি কিন্তু আপনার পরিচয় আর উদ্দেশ্য ভালভাবে বুঝে গেছি।

২। যে কেউ জানার জন্য বা অন্য কোন উদ্দ্যেশ্যে প্রশ্ন করতেই পারে এখানে প্রশ্নকারীর কোন অপরাধ আছে বলে মনে করি না। তবে "বিচার মানি তালগাছ আমার" এমন মনমানোসিকতা ঠিক নয়।

৩। ৬০ প্রশ্নের উত্তর মহাগ্রন্থ আলকোরআনে দেয়া আছে, তাই উত্তর পেতে হলে কোরআন পড়ুন। আলকোরআন এমন এক গ্রন্থ যেখান থেকে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত জ্ঞান আহোরণ করে শেষ করা যাবেনা।

৪। আল্লাহ আপনাকেসহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। আমিন।

১৪| ২৮ শে মে, ২০১১ দুপুর ২:০২

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: বোকা মেয়েকে ১০০ টি দোররা মেরে ইসলামের খেদমতের জন্য ছাত্রী সংস্থার নিনজা বানানো হোক

১৫| ২৮ শে মে, ২০১১ দুপুর ২:০২

দাউদ রনি বলেছেন: এইরাম বোকা মেয়ে এহন কই পাই?

১৬| ২৮ শে মে, ২০১১ দুপুর ২:০৩

হেডস্যার বলেছেন:
বোকা নয় আহাম্মক।

১৭| ২৮ শে মে, ২০১১ দুপুর ২:০৪

নিষ্‌কর্মা বলেছেন:

কিছু কিছু প্রশ্ন আসলেই চিন্তা করার মত। ধর্ম ব্যবসায়ীরা তো এর জবাব দিতে পারবে না, তাই তারা ফালতু কথা লিখে গেছে।

হিল্লা বিয়ের কথা কুরআনেই আছে, আর কিছু কিছু লোক বলে তা নাকি কুরআনে বলা নাই। দাসী এবং স্ত্রীদের ইছা মত ভোগের অধিকার কুরআনেই দেওয়া আছে -- তাইলে মানবতা থাক্লো কোথায়??

১৮| ২৮ শে মে, ২০১১ দুপুর ২:০৯

পারভেজ আলম বলেছেন: লেখক বলেছেন:
আমার মনে হয় জীবনে এক বার ও আল্লাহর দরবারে গুনা মাফের জন্য
কান্না কাটি করে নাই এই মেয়েটা, তাই শয়তান ওর উপর বেশি ভর করছে
যার কারনে এই প্রশ্নগুলা সে জন সম্মুখে লিখতে পারছে।


কথা ঘুরাচ্ছেন কেন? আমি যেই প্রশ্ন করেছি জবাব দেন? এই প্রশ্নগুলো ছেলেরা করলে কি আপনের কাছে দোষ কম মনে হতো? মেয়েদের কি চিন্তা করার ক্ষেত্রে ছেলেদের চেয়ে ভিন্নভাবে করতে হবে নাকি? মেয়েরা এই জাতীয় প্রশ্ন করলে সেইটা কি বেশি দোষ হয়ে যায় নাকি?

২৮ শে মে, ২০১১ দুপুর ২:৩৮

বোরহান উদদীন বলেছেন:

পারভেজ ভাই ছেলে আর মেয়ে বলে কোন কথা না
আমি তো সিউর না প্রশ্নগুলা যে করেছে সে ছেলে না কি মেয়ে।
আর ছেলে হলেও একই কথাই বলতাম

১৯| ২৮ শে মে, ২০১১ দুপুর ২:০৯

মৃগয়া বলেছেন: নাস্তিককুল শিরোমণি আসিফের ল্যান্জা যেভাবে গুটাইলো..

Click This Link

২০| ২৮ শে মে, ২০১১ দুপুর ২:১২

ইনকগনিটো বলেছেন: বোকা মেয়ের প্রশ্নগুলা সেইরাম।

২১| ২৮ শে মে, ২০১১ দুপুর ২:১৯

লুকার বলেছেন:
বোকামেয়ে আসলেই বোকা।
রূপকথা নিয়ে প্রশ্ন করতে নাই।

২২| ২৮ শে মে, ২০১১ দুপুর ২:৪৬

অযান্ত্রিক হৃদয় বলেছেন: @বোরহান উদদীন- আপনি একজন জঘন্য চরিত্রের লোক। কেউ নজর করেছেন কিনা জানি না, লেখক পোষ্টের উপরে একটি ছবি সাঁটছেন, যেটি কিনা এই পোস্টে তাঁর একমাত্র নিজস্ব সংযুক্তি। এই অশ্লীল ছবি সাঁটা দেখেই বোঝা যায় তাঁর আসল মনোভাব।

সেই মেয়েটিকে এইভাবে অপমান করে কি পেলেন আপনি? আপনি নিজেকে ধার্মিক বলে মনে করেন, তাহলে এটাই কি ধরে নেব যে এটা আপনার ধর্মে উল্লেখ আছে যে ধর্মীয় বিষয়ে জিজ্ঞাসুদের পোস্টে উত্তর দেবার সময় তাদের নামে কিছু অশ্লীল ছবি দেওয়া বাধ্যতামূলক!!!

২৮ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:৪৯

বোরহান উদদীন বলেছেন:
আপনি আবার শুধু শুধু উল্টা পাল্টা শুরু করলেন কেন।?
কোথায় দেখলেন অশ্লীল ছবি।
এই ছবিটা কে যদি অশ্লীল বলেন তো অশ্লীল রে কি বলবেন।
মন্তব্যের ভাষা খুজে না পেলে মন্তব্য না করাই শ্রেও।

২৩| ২৮ শে মে, ২০১১ দুপুর ২:৪৭

েছাট বালক বলেছেন: এরা ইসলামের নামধারী নিক; এরা ইসলামের শত্রু; মুসলিমদের প্রথভ্রষ্ট করাই এদের প্রধান লক্ষ্য। এরা দু'একটি সুরা কেরাতের অর্থ জেনেই লিখতে শুরু করে। তাই এদের থেকে দুরে থাকুন।

২৮ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:৫০

বোরহান উদদীন বলেছেন:
কারা ইসলামের নামধারি বুঝলাম না।

২৪| ২৮ শে মে, ২০১১ দুপুর ২:৫৯

আকাশ_পাগলা বলেছেন: সবগুলারই উত্তর দেয়া যায়।

অনেক গুলার উত্তর আমি জানি না। কিন্তু এটুকু জানি যে, অনেকগুলা প্রশ্ন তার হয় নি। প্রশ্ন শুনেই বুঝা যায়, ধর্ম সম্পর্কে কত টুকু জানে।
অনেক কিছু সে জানে না। আন্দাযে প্রশ্ন করতেছে। প্যাক প্যাক করলেই হয় না, বুঝে বুঝে প্রশ্ন করতে হয়।

১০ টা ১০ টা করে দিলে এগুলার উত্তর দেয়ার ধৈর্য্য হত।

২৫| ২৮ শে মে, ২০১১ বিকাল ৩:০৫

শায়েরী বলেছেন: ২ ।২৮ শে মে, ২০১১ দুপুর ১:৩১

মাহিরাহি বলেছেন: শেষ পর্যন্ত ওদেরই প্রচার আর প্রসার হচ্ছে। এধরনের পোষ্ট দিয়ে আপনি বোকার মত নাস্তিকদের প্রচারনায় সাহায্য করছেন। এধরনের পোষ্ট না দিলেই ভাল।
Ekmot

২৮ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:৫৪

বোরহান উদদীন বলেছেন:
যারা আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি, তারা যাতে এই ধরনের ফালতু শয়তানি চিন্তা ভাবনা থেকে মুক্ত থাকতে পারি, তাই এই পোস্ট টা দিলাম।

২৬| ২৮ শে মে, ২০১১ বিকাল ৩:৪৬

রাগ ইমন বলেছেন: কেউ উত্তর গুলা দিলে ভালো হইত । কেউই তো সেই পথে আগাইলো না ।

বোকা মেয়েকে আমার উৎসাহ পৌছায় দিয়েন। আজাইরা গালি গালাজ করার চেয়ে প্রশ্ন করা অনেক অনেক ভালো। এবং একজন সত্যিকারের আস্তিক এবং সত্যিকারের নাস্তিক কখনো এবসলুট পেয়ে গেছি ভাবার মত আহাম্মক হয় না, বরং ক্রমাগত প্রশ্নের উত্তর খুজতে থাকে। এইভাবে প্রকৃত জ্ঞানের পথে এগিয়ে যায়। বিভিন্ন প্রশ্নে উল্লেখিত " উন্নত অমুসলিম" রা কাইজ্জা বাদ দিয়া পড়ালেখা করার ফলে বিভিন্ন আবিষ্কার করতে পেরেছেন।

এইটা আস্তিকতা বা নাস্তিকতার সুফল না, জ্ঞান চর্চার সুফল।

ইসলামের প্রথম দিকে আধুনিক কালের ফ্যানাটিক ইসলাম ছিলো না । সেইখানে রীতিমত বিভিন্ন প্রশ্ন করা ওঁ উত্তর আলোচনা করা হইত। যার যা ইচ্ছা প্রশ্ন করতে পারত। আজকে যেমন মোল্লা সাহেবরা মুরগীর ঠ্যাং চিবাইতে চিবাইতে "খামোশ" বলে চিল্লায় উঠে - এইটা ইসলামের পথ ছিলো না। এই পথভ্রষ্ট ইসলাম ( অন্যান্য ধর্মেও এইটা দেখা গেছে) যখন থেকে শাসকের হাতিয়ার হয়েছে - তখন থেকে ইসলাম নয়, মুসলিমের পতন শুরু হয়েছে। এইটা অবধারিত। মুর্খের পতন হবেই। ইতিহাস সাক্ষী।

ধর্ম বিশ্বাস যদি কারো চিন্তাকে সীমাবদ্ধ করে ফেলে তাহলে জ্ঞানের মৃত্যু ঘটবে। এজন্য প্রশ্ন করতে ইসলামে মানা করে নাই। শুধু মানুষ যাতে হতাশ না হয়ে পড়ে কিংবা আজাইরা আউল ফাউল কাইজ্জায় সময় ব্যয় না করে - তাই কিছু কিছু ব্যাপারে সাবধান করা হয়েছে ।

যেমন- "মানুষ সব কিছু বুঝবে না"

অলস এবং সুবিধাবাদী আস্তিক/নাস্তিক অনুবাদ- তাইলে আর কি? বুঝুম না যখন, পইড়া লাভ নাই, যাই গাঞ্জা টানি । আর মাগীবাজি কইরা বেড়াই । ( এইখানে আস্তিকরা ধর্মমতে ওঁ নাস্তিকরা অন্য যে কোন মতে করবেন- ফলাফল একই)

জ্ঞানের অনুসন্ধানী পরিশ্রমী অনুবাদ-

এইটা কেন বললো? মানুষ কেন বুঝবে না? কি বুঝবে না? কতটুকু বুঝবে না? আচ্ছা একটু পড়ালেখা করে দেখি এইটার মানে কি? এবং শেষ পর্যন্ত কোন একটা সিদ্ধান্তে পৌঁছাবে।

আমি নিজে যেইটা বুঝছি - সৌরজগত দেখতে কেমন , এইটা সৌরজগতের বাইরে গিয়ে দেখে আসা আমার বেঁচে থাকার সময়টুকুতে সম্ভব না । সুতরাং, এইটা আমি বুঝবো না ।

এর বাইরে দরকারী ছোট খাট বিষয় - এই যেমন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, গরীব মানুষের উপার্জনের রাস্তা খোঁজা ইত্যাদি ফালতু বিষয় নিয়ে বুঝতে পারি - পড়ালেখা করতে পারি।

এই আর কি!

নাস্তিকতা জ্ঞানের চর্চায় সাহায্য করে কি না?

করতে পারে । যদি সে অনুসন্ধানী হয় । যদি সে জানার চেষ্টা করে তাহলে আল্লাহ/ভগবান / গড ইত্যাদি কেউ না থাকলে সৌর জগত চলে কি ভাবে? কেন?

সমস্যার সমাধান যদি আল্লাহ না দেয় তো সমাধান নিজে নিজে কেমনে বাইর করবো?

আর যদি মনে করে - আল্লাহ নাই? ঊয়াও, ভেরি গুড, যাই গাঞ্জা টানি। ---তাইলে আখেরে নাস্তিক হইয়া লাভ নাই।


------------------
পরিশেষে , প্রশ্ন চালু রাখুন।

আমার কয়টা প্রশ্ন বোকামেয়েরে কইরেন তো ভাই,

বাংলাদেশের সকল মানুষ কি পেটের খাদ্য, পরণের কাপড়, মাথার উপরে ছাদ পাইয়া গেছে? ঘরে ঘরে চাকুরী , ব্যবসা , সুস্বাস্থ্য কিলবিল কিলবিল করতেছে ?

উত্তর যদি না হয় , তাহলে ধর্মের পোস্টে ২৬টা মন্তব্য আর বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার পোস্টে ৩ টা মন্তব্য কেন?

মনের উপরে শয়তানের কতখানি আসর পড়লে পাঠক এমন বেহুদা, স্বার্থপর, সুবিধাবাদী , বিবেকহীন হয়?

২৮ শে মে, ২০১১ রাত ৮:১০

বোরহান উদদীন বলেছেন: আপনার যুক্তি ও কথাগুলা খারাফ হয় নাই

২৭| ২৮ শে মে, ২০১১ বিকাল ৪:১০

ঝটিকা বলেছেন: রাগ ইমন এর কথায় পুর্ণ সহমত।

২৮| ২৮ শে মে, ২০১১ বিকাল ৪:১৩

সাইফুর রহমান(সাইফ) বলেছেন: প্রশ্নের উত্তর গুলো যদি খুব জানার দরকার হয় তা হলে তাকে কোরআন পড়তে বলুন অবশ্যই বাংলা অনুবাদ বুঝে পড়বে এবং নিজেই উত্তর গুলো বের করার চেষ্টা করবে। আমার বিশ্বাস কেউ যদি ইসলাম নিয়ে গবেষোনা করেন তা হলে অবশ্যই উত্তর গুলো পেয়ে যাবেন।

২৯| ২৮ শে মে, ২০১১ বিকাল ৪:২২

অস্থির পোলাপাইন বলেছেন: Awesome man !! @ Rag Emon...

৩০| ২৮ শে মে, ২০১১ বিকাল ৪:২৩

প্রজন্ম৮৬ বলেছেন: রাগ ইমন বলেছেন : আমার কয়টা প্রশ্ন বোকামেয়েরে কইরেন তো ভাই,

বাংলাদেশের সকল মানুষ কি পেটের খাদ্য, পরণের কাপড়, মাথার উপরে ছাদ পাইয়া গেছে? ঘরে ঘরে চাকুরী , ব্যবসা , সুস্বাস্থ্য কিলবিল কিলবিল করতেছে ?

উত্তর যদি না হয় , তাহলে ধর্মের পোস্টে ২৬টা মন্তব্য আর বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার পোস্টে ৩ টা মন্তব্য কেন?

মনের উপরে শয়তানের কতখানি আসর পড়লে পাঠক এমন বেহুদা, স্বার্থপর, সুবিধাবাদী , বিবেকহীন হয়




৩১| ২৮ শে মে, ২০১১ বিকাল ৪:২৭

িসজন বলেছেন: Sob gula prosnoi faltu na.2ta prosno khub imprtnt jara meru onchole jay tader jonno karon okhne 6 mas din,6 mas rat.so kvb namaj roja hbe eta faltu ques hte pare na
baki bsr vag uni Quran, hadith na janar krne krcn ba kthao sne krcn. Koek ta khb valo ques ace jgla kono Muslim scholar k krle uni khub kushi hoten...emonki hadith eo ace kcu shikte hole ques krte hobe(Muslim,8). Nobi Musa(PBUH) to Allah r bisso jogt chalano nie ques tlcln.
Sothik vabe Islam jante ei ques gla kre ans jna abbossok.Islam a er pritar ans dea ace.ami njeo onk gular dte prbo tbe sura,ayat,hadith thk mne nai ble bllm na.try krbo dear

৩২| ২৮ শে মে, ২০১১ বিকাল ৪:৩০

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: সবগুলা প্রশ্নের উত্তর আমার জানা আছে। তবে কিছু প্রশ্ন কু-সংস্কার থেকে এসেছে। উত্তর গুলো দিতাম, তবে এটা রিভার্স গেমের অংশ, তাই বিরত থাকলাম।

৩৩| ২৮ শে মে, ২০১১ সন্ধ্যা ৬:১৭

কিছুক্ষণ বলেছেন: কিছু প্রশ্নের পক্ষে যুক্তি আছে....

কিন্তু বেশিরভাগই খুবই জ্ঞানহীনের মত প্রশ্ন... আরও জেনে প্রশ্ন করা উচিৎ ছিল...

শুকর এর মাংসে খারাপ কিছু নাই?? এই একটা প্রশ্ন দিয়েই বোঝা যায় জ্ঞানের কি বাহার... নিচের লিংকটা দেখেন... দেখেন কিছু বুঝতে পারেন কিনা..এইটা মুসলিমদের ভিডিও না...

pork is not good for human


৩৪| ২৮ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:৫১

আকাশ_পাগলা বলেছেন: @ কিছুক্ষণ

শূকরে কয়টা মানুষ মরে আরে গরু খেয়ে কয়টা মানুষ হার্ট এটাক করে? এখন বার্ড ফ্লুতে কত মানুষ মরতেছে ???

ভাল খারাপের জন্য শূকর বাদ দিলে গরুও বাদ দেয়া উচিত ছিল। অথবা ডাইরেক্ট পরিমাপ বলে দেয়া উচিত ছিল যে একদিনে এত টুকুর বেশি কোনভাবেই খাওয়া যাবে না। <-- যদি আসলেই স্বাস্থ্যসুলভ চিন্তার জন্য শূকর নিষিদ্ধ করা হয়ে থাকে, তাহলে বাকি খাবারের ব্যাপারেও ১০০ বার চিন্তা করা লাগত।

বিভিন্ন প্রাণী নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন কারণে। বেসিকালি মানুষ তৃণজীবী প্রাণী থেকে অভিযোজিত। মাংস খাওয়াটাই তার জন্য একটু সমস্যার।



(গরুর মাংস আমার সবচেয়ে প্রিয়। মাংস খেতে আমার খুব ভাল্লাগে। আমি যুক্তির কথা বললাম। নেগেটিভলি নেয়ার কিছু নাই।)

৩৫| ২৮ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:৫৯

অবস্‌িকউর বলেছেন: jsaxjffwlieirghqr.hyvkjfhvkjhqkvhkqvhkhervkhercvjdfbh jkwqkuejdsqvhkjcfhdskjjk

৩৬| ২৮ শে মে, ২০১১ রাত ৮:২৮

বায়োবোট বলেছেন: কিছু কিছু প্রশ্ন আমার মাথায়ও আগেই আসছে। আর কিছু প্রশ্ন একেবারেই নতুন লাগলো। চিন্তার বিষয়।
যেমনঃ ২,৪,৫,৬,৮,৯,১২,১৩,১৪,১৫, ১৮,১৯-------

৩৭| ২৮ শে মে, ২০১১ রাত ৮:৫৩

ডাইনোসর বলেছেন:

একটা ব্যাপার বুঝলাম না শয়তান আবার ভর করে কেমনে?

৩৮| ২৮ শে মে, ২০১১ রাত ৯:০১

আরিফ্ ৯১ বলেছেন: প্রিয়তে নিলাম। জানার চেস্টা করব।

৩৯| ২৮ শে মে, ২০১১ রাত ৯:০৪

আলিম আল রাজি বলেছেন: হা হা হা হা।

দারুন ফান পোস্ট।

৪০| ২৮ শে মে, ২০১১ রাত ১০:০২

এ হেলাল খান বলেছেন: প্রশ্নগুলো যোক্তিক।

৪১| ২৮ শে মে, ২০১১ রাত ১০:৪৯

কিছুক্ষণ বলেছেন: গরু খেয়ে কয়টা মানুষ হার্ট এটাক করে?!!! যারা নিরামিষ ভোজী তাদের হার্টে কোন এটাকই হয় না!!

গরু খেয়ে কেউ হার্ট এটাক করে না। বরং ঐ খাবারটাকে ডাইজেস্ট করে শরীরের সাথে মানানোর জন্য যে পরিশ্রম কিংবা অন্যান্য যা খাওয়া উচিৎ তা খায় না, তাই এই অবস্থা হয়।

আপনি তো তফাতটাই বুঝলেন না! শুকরের মাংসে যে বিশাক্ত টক্সিন থাকে তা শরীরের জন্য ডিরেক্টলি ক্ষতিকর। যেটা অন্য প্রানীর মাংসে থাকে না, কারন তাদের ডাইজেস্টিচ সিস্টেম শুকর থেকে ভিন্ন!

আসলে... মেয়ে মানুষ, বেকুব আর নাস্তিকদের সাথে তর্ক করা বৃথা!!

৪২| ২৮ শে মে, ২০১১ রাত ১১:০৮

অচিনপাখি বলেছেন: লেখোয়াড় বলেছেন: বোকা মেয়ের কথায় অনেক যুক্তি আছে। তার কথাগুলো একসময় সত্য বলে প্রমাণ হবে।মানুষ আগের চেয়ে এখন অনেক সচেতন। একটা জিনিষ খেয়াল করেন, ১০০ বা ২০০ বা ৫০০ বৎসর আগে ইসলাম ধর্মে যা করা ছিল কল্পনার অতীত এখন তা হরহামেশা হচ্ছে, তাহলে??

আর আপনি মেয়ের ছবি দিয়েছেন কেন? ওটা না দিলেই পারতেন।
আপনিও কম যান না, তাই না?

৪৩| ২৮ শে মে, ২০১১ রাত ১১:১৪

মানবী বলেছেন: "মেয়ে মানুষ"??

পোস্টটি পড়ি নাই, লেখিকার প্রশ্ন পড়ার আগ্রহ নেই..

বুঝতে পারছি "বোকা মেয়ে"র পোস্টটি সঙ্গত কারনে আপনার ভালো লাগেনি, তারপরও আপনি সমালোচনার কারনে হলেও তা এই ব্লগে রিপোস্ট করে এক রকমের প্রচার করছেন, হয়তো নিজের অজান্তেই।


আপত্তিকর কিছু "প্রচার"(হোক তা ইতিবাচক অথবা নেতিবাচক) নয় "পরিহার" বা "বর্জন" প্রয়োজন।

আমার বক্তব্য বুঝাতে সক্ষম হয়েছি কিনা বুঝতে পারছিনা।
ভালো থাকুন।

৪৪| ২৯ শে মে, ২০১১ রাত ১২:৪৪

অক্টোপাস বলেছেন: প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: বোকা মেয়েকে ১০০ টি দোররা মেরে ইসলামের খেদমতের জন্য ছাত্রী সংস্থার নিনজা বানানো হোক ।

হাসতে হাসতে পইড়া গেলাম রে!! =p~ =p~ =p~ =p~

৪৫| ২৯ শে মে, ২০১১ রাত ১২:৫৪

গিগাবাইট বলেছেন: এই প্রশ্নগুলার উত্তর হবে, আল্লাই ভাল জানেন ;) ;)


অক্টোপাস বলেছেন: প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: বোকা মেয়েকে ১০০ টি দোররা মেরে ইসলামের খেদমতের জন্য ছাত্রী সংস্থার নিনজা বানানো হোক ।

৪৬| ২৯ শে মে, ২০১১ রাত ১:৪৩

বোরহান উদদীন বলেছেন: এই পোস্টার পোস্ট দাতা হিসাবে, বোকা মেয়ের উদ্দেশ্যে একটাই অনুরোধ
আর তা হল বাংলা কোরআন টা ভাল ভাবে পড়েন, সব প্রশ্নের আসল উত্তর পেয়ে যাবেন, ইনশাল্লাহ।

৪৭| ২৯ শে মে, ২০১১ রাত ১:৫১

বোরহান উদদীন বলেছেন:
এই মাসিক পত্রিকাটা নিয়মিত পড়লে ও অনেক গুলা প্রশ্নের উত্তর পেতে পারেন। পুরুটা পড়লেই ভাল হবে।
Click This Link

৪৮| ২৯ শে মে, ২০১১ রাত ২:১৯

রাহীম বলেছেন: এটা কোন বোকা মেয়ের প্রশ্ন নয় । এগুলো কমিউনিজম বা নাস্তিকরা যারা রাশিয়ার খয়রাতে চলে তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য এগুলো অবিষ্কার করেছে । এগুলো প্রতিটি প্রশ্নের উত্তর রয়েছে । কিছু উত্তর এখানে
Click This Link
আমার ব্লগে কিছু মন্তব্যর উত্তরে উত্তর রয়েছে ।

৪৯| ২৯ শে মে, ২০১১ রাত ২:৩৯

জোবায়েন সন্ধি বলেছেন: ইসলাম ধর্মে এ ধরনের প্রশ্ন করা নিষিদ্ধ! আল্লার নিজ হাতে লেখা কিতাব নিয়ে সন্দেহ ও প্রশ্ন করা নাজায়েজ ও অন্যায়। এটা ১০০০% কুফরীর পর্যায়ে পড়ে। এই ধরনের প্রশ্ন ইহুদী চালাক মেয়ে করবে, কোন ইসলামী মুমিন বোকা মেয়ে করতে পারে না। এ ধরনের প্রশ্ন করার অপরাধে এই বোকা মেয়ের শরীরের অর্ধাংশ মাটিতে পুতে পাথর ছুঁড়ে হত্যা করা উচিত!

৫০| ২৯ শে মে, ২০১১ ভোর ৪:৩৭

কাজলভোমোরা বলেছেন: ধর্ম তো বিশ্বাসের ব্যপার, প্রমানের নয়। ধর্ম জোর-জবরদস্তিরও নয়। "There is no compulsion in Islam" (Al Quran)

কাজেই উদ্ভট প্রশ্নের উওর খুজতে যাওয়া অর্থহীন, যেখানে বিশ্বাসই আপনার পুঁজি।

এই সৃষ্টিজগতের দিকে তাকালে যে কোনো চিন্তাশীল মানুষেরই মনে হবে, কোনো কিছুই বৃথা সৃষ্ট নয়, আর নিশ্চয়ই কেউ না কেউ এই বিশ্বব্রক্ষ্মান্ড সৃষ্টি করেছেন।

আবার কারো কারো তা মনে নাও হতে পারে, তাতে ক্ষতি নেই।

কাজেই, "লাকুম দিনুকুম ওয়ালিয়াদ্বিন" ("To you your ways, to me mine") (Al Quran)

৫১| ২৯ শে মে, ২০১১ রাত ৮:৩৪

নীল_পদ্ম বলেছেন: বোকা মেয়ে পোস্ট দিছে মূত্রমনায়, আপনি সেইটা বিলি করছেন। রিপোস্টও মারছেন, কারণ কি?

৫২| ২৯ শে মে, ২০১১ রাত ৯:০৯

বোরহান উদদীন বলেছেন: ভাই পোস্ট টা কে দিয়াছে জানিনা
তবে এই পোস্টের লেখক যিনি ওনার সম্পর্কে অনেক জানতে ইচ্ছা হয়।
ওনার মোবাইল নাম্বার বা ইমেইল আই ডি থাকলে দেন।

৫৩| ২৯ শে মে, ২০১১ রাত ৯:৩৩

উদাসীপথিক বলেছেন: ০১. বোকামেয়ের মূল লিংন্কটি দেননি কেন? প্রশ্নটি বোকামেয়ের নাকি বোকাছেলের সেটি আগে বোঝা দরকার।

................

০২. প্রতিটি প্রশ্নের সাথে এটি পবিত্র কোরআনের কোন সূরায় কোন আয়াতের বিপরীতে তা' অবশ্যই উল্লেখ করা উচিত ছিল....

সঠিক রেফারেন্স উল্লেখ করা হলেই শুধুমাত্র সঠিক উত্তর পাওয়া সম্ভব...

৩০ শে মে, ২০১১ রাত ২:৩০

বোরহান উদদীন বলেছেন:
নেন আপনার জন্য লিঙ্ক টা দিলাম এইখানে
http://mukto-mona.com/banga_blog/?p=9988

৫৪| ৩০ শে মে, ২০১১ রাত ২:১৬

নিশাচর ভবঘুরে বলেছেন: কোন ধার্মিক ব্লগারের কাছে উত্তর আশা করছি। সবগুলোর না হক। যতটা পারা যায়। এই পোষ্ট দেয়ার কারণে অনেকেই কনফিউসড হবেন। তাই উত্তর আশা করি।

৫৫| ৩০ শে মে, ২০১১ সকাল ১১:২১

রাহীম বলেছেন: সবগুলো প্রশ্নের উত্তর পাবেন
Click This Link

৩০ শে মে, ২০১১ বিকাল ৪:০৪

বোরহান উদদীন বলেছেন:
ধন্যবাদ রাহিম ভাই সব না হলে ও অনেক গুলার উত্তর পাওয়া গেল।

৫৬| ৩০ শে মে, ২০১১ সকাল ১১:২৬

চাঁন মিঞা সরদার বলেছেন: বুদাই মার্কা পোষ্ট

৫৭| ৩০ শে মে, ২০১১ বিকাল ৪:০০

বোরহান উদদীন বলেছেন:
চান মিয়া ভাই - আপনার চেহারা টা আর ও বেশী বোদাই মার্কা।

৫৮| ৩০ শে মে, ২০১১ বিকাল ৪:১৩

রাহীম বলেছেন: আমি নতুন একটা পোস্ট করেছি আস্তে আস্তে প্রশ্ন গুলির উত্তর লিখব ইনশাআল্লাহ ।
Click This Link

৫৯| ৩০ শে মে, ২০১১ বিকাল ৪:২৯

রিফাত হোসেন বলেছেন: সোজা উত্তর আল্লাহ একজন অতীব জ্ঞানী শক্তিশালী এলিয়ান টাইপের কিছু । যে নিজের ইচ্ছামত পৃথিবী নিয়ন্ত্রণ করছেন । এইটা আমার সাধারণ মনে তাই বলে ।

না হলে ভবিতব্য যেনেও কেন তিনি পৃথিবী সৃষ্টি করেছেন সেটা তারই কল্পনা বা ইচ্ছা ।

হ্যা আমি স্বীকার করি স্রষ্টা আছে কারণ নিয়ন্ত্রণকারী ব্যতীত পৃথিবীতে কিছুই নাই ।

জাহাজ চালাতেও বা কিছু করতেও একক নিয়ন্ত্রণ লাগে । টিম ওয়ার্কেও একজন একক লিডার থাকে ।

তেমনি আমাদের জীবন একজন দ্বারা নিয়ন্ত্রিত সুতরাং জনৈক ব্লগারের ৬০ টি প্রশ্ন আজাইরা ।

হেহেহেহহেহে

আল্লাহ কেন সৃষ্টি করেছেন বা সৃষ্টি কর্তা আছে কি নাই , তার জন্য তার মৃত্যু বরণ করা উচিত । যাতে পরকাল আছে কি নাই তার প্রমাণ করে ফিরে আসতে পারেন ।
হেহেহেহ


আচ্ছা আমরা মরে গিয়ে কি হই ?

এইটা আমার একটাই প্রশ্ন জনৈক নাস্তিকদের কাছে ,প্রমান সহ সঠিক উত্তর দিতে হবে । :)

৬০| ৩১ শে মে, ২০১১ রাত ১:২২

বোরহান উদদীন বলেছেন:
রিফাত ভাই ধন্যবাদ
মন্তব্য টা ভাল ই লাগলো।

৬১| ০১ লা জুন, ২০১১ রাত ১:২১

রেজা রাজকুমার বলেছেন: বুকা মেয়ের লগে ইটিশ পিটিশ করতে মুনচায়..

৬২| ০৫ ই জুন, ২০১১ রাত ১:৪০

উদাসী স্বপ্ন বলেছেন: লেখক সাহেব হিটাকাংখী। এই জন্য তিনি শুধু প্রশ্ন গুলো দিয়েই পোস্ট শেষ করেছেন। হতে পারে তার বুদ্ধি বৃত্তিক লেভেলটা উচ্চ নয় বলেই তিনি উত্তর না দিয়ে ব্লগে হীটের ফায়দা তুলে বোকা মেয়ের সামনে কিছুটা একটা করেছেন অথবা তার উত্তর যে ব্লগেই দেয়া হয়েছে সেটাই বোঝাতে চান!


হায়রে, এত সোজা প্রশ্নের উত্তর দিয়ে কথাগুলো আপনি ওখানে দিলেই পারতেন আর সেগুলোর উত্তর এখানেই দিতে পারতেন!!


নীচু মন মানসিকতার পরিচয় পাওয়া গেলো, যদিও তেনার প্রোফাইল পিক দেখে মনে হয় ইনি শো অফ পছন্দ করেন!

৬৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শয়তানের কতটুকু আছর তো দেখি আপনার উপর পড়েছে ।
এত সোজা প্রশ্নের উত্তর দিয়ে কথাগুলো আপনি ওখানে দিলেই পারতেন আর সেগুলোর উত্তর এখানেই দিতে পারতেন!!

৬৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৩২

বোরহান উদদীন বলেছেন:
গিয়াস ভাই ভাল বলছেন ধন্যবাদ

৬৫| ২০ শে অক্টোবর, ২০১১ রাত ৮:২১

যোগিনী বলেছেন: প্রথম কয়েকটা পড়েই আর পড়ার রুচি হল না। এই ধরণের প্রশ্ন মনে আসা অবশ্যই খারাপ কিন্তু এধরণের ভাবনা কি ছেলেরা ভাবলে তারা চালাক আর মেয়েদের বেলায় বোকা??...........গালি দিতে ইচ্ছা করছে খুব X(( X(( X((

৬৬| ১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১২:১৮

জাওয়াদ তাহমিদ বলেছেন: আমি নিজে মুসলমান এবং ইসলামের ও আল্লাহর ও তার রাসুলের উপর বিশ্বাস আছে। তাই বলছি উপরের প্রস্ন গুলার অনেকগুলাই অবান্তর। মেয়েটা বিজ্ঞানের ও ধর্মের অনেক কিছু জানেনা তাই সেই প্রশ্ন গুলা করেছে। তবে অনেক এখানকার কিছু প্রস্নের উত্তর আমার জানা নাই। তাই উত্তর খুজতেছি। কেউ যদি সবগুলা উত্তর দিয়ে একটা পোস্ট দিত খুব ভাল হত।

৬৭| ২৮ শে মে, ২০১২ দুপুর ১:১০

শুভ্র নামের ছেলে বলেছেন: প্রশ্নগুলোর উত্তর সুন্দর ভাবে না দিয়ে যদি গালাগালি করেন, তাইলে কি ধর্মের মহিমা ছড়াবে?

৬৮| ২৯ শে মে, ২০১২ বিকাল ৩:২২

অনন্ত আকাশ বলেছেন: জাকির নায়েকেরে এখানে ডাক দেয়া হোক। ;) B-)

৬৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৪

বিদ্রোহী২০০৩ বলেছেন: সবগুলো প্রশ্নের উত্তরই জানি। কিন্তু উত্তর দিলে আবার নতুন নতুন কোয়েশ্চেন তৈরী হবে। তাই ঝামেলায় গেলাম না। কারো সন্দেহ তৈরী হলে সন্দেহ নিরসনের জন্য আমাকে মেসেজ দিতে পারেন।

৭০| ১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

আজব গোয়েন্দা বলেছেন: কিছু কিছু নয় অধিকাংশ প্রশ্নই অবান্তর, ভিত্তিহীন, ভুয়া । লোক মুখে শোনা কথা গুলোও এখানে তুলে ধরেছে। রেফারেন্স কোন সূরার কোন আয়াত তা ব্যতীত আর কোন ব্যাখ্যা দেয়নি তাও আবার আয়াত গুলোও তুলে ধরেনি ।অনেকগুলা প্রশ্ন তার হয়নি প্রশ্ন শুনেই বুঝা যায়, ধর্ম সম্পর্কে কত টুকু জানে।অনেক কিছু সে জানে না, আন্দাজে প্রশ্ন করেছে।তবে কিছু কিছু যুক্তিযুক্ত ।

এমনিতেও এতগুলো প্রশ্নে উত্তর একসাথে দেয়ার মত সময় কারো নাই।
মেয়েটার প্রশ্ন গুলোর উত্তর দেয়া কঠিন কোন কাজ নয় তবে যা অবান্তর ও ভিত্তিহীন এবং কূযুক্তিপূর্ন প্রশ্ন সেগুলোর উত্তর দেওয়াই উচিত নয়। কারণ যুক্তি দিয়ে যুক্তি খন্ডানো যায় কিন্তু কূযু্ক্তি কে যুক্তি দিয়ে খন্ডানো সম্ভব না।

আবার সব গুলোর উত্তর দিতে গেলেও পিসির সামনে হাদীস-কুরান নিয়ে বসে থাকতে হবে নাওয়া-খাওয়া ছেড়ে দিয়ে। কারণ ইসলাম বলতে যতটা সহজ অভ্যান্তরে ততটাই কঠিন। অনেক হুকুম আহকাম আছে যা বিস্তারিত তুলে না ধরলে প্রশ্নগুলোর উত্তর গ্রহনযোগ্য হবে না। তাই আপাতত যুক্তিযুক্ত প্রশ্ন গুলোর বেছে নিলাম। আমার এন্টি ইসলামিক প্রশ্নের উত্তর নিয়ে পিডি,এফ প্রজেক্টে তুলে ধরব ইনশা'আল্লাহ। ওনার অধিকাংশ প্রশ্ন দু থেকে তিন লাইন বিশিষ্ট হলেও প্রতিটি প্রশ্নের উত্তর করার জন্য এক একটি পোস্ট দিতে হবে কমেন্ট দেয়া সম্ভব নয় এবং এত ধৈর্যও নাই।

আর প্রশ্ন গুলো দেখে মনে হচ্ছে ওনি কুরআনকে জীবন বিধান কম বিজ্ঞান বিধান বেশি মনে করেন অথচ আল্লাহ ও রসূলের ভাষ্যমতে, "
পবিত্র কুরআন মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান" এখানে বিজ্ঞান বিধান বলা হয়নি। তবে কুরানে সৃষ্টি নিয়ে এমন অনেক মিরাকল আছে যা আল্লাহ তায়ালা নিজেই বর্ণনা করেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.