নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

জামাত-বিএনপি এবং শাহবাগ পরিপ্রেক্ষিত

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

অনেকে বলেন, বলছেন বিএনপি'কে জামাতের সংগ ত্যাগ করে যুদ্ধপরাধীদের বিচারের দাবীর সাথে একাত্ম ঘোষণা করতে হবে। ৪২ বছর পর গণজাগরণ যেমন হয়েছে, তেমনি '৭৫ পরে জামাত'কে পুর্নবাসন করেছে কোন দল? জাহানারা ইমাম'কে রাষ্ট্রদোহি মামলায় হেনেস্তা করেছে কোন দল? এইতো কয়দিন আগেও বিভিন্ন সমাবেশে যুদ্ধপরাধীদের মুক্তি চেয়েছে কোন দল?



এই 'কোন দল' এর জবাবে যদি আসে বিএনপি'র নাম তবে তারা পারবে কি ভবিষ্যতে জামাত'কে ত্যাগ করতে? ক্ষমতায় আসলে বিএনপি যুদ্ধপরাধীদের বিচার করবে ঠিকি যেমন এখন করে দুদক। নিরাপরাধের সার্টিফিকেট দিয়ে দিবে পর্যাপ্ত সাক্ষি-প্রমাণ না থাকায়।



আন্দোলন চলছে, চলবে..... শুধু শুধু বিএনপি, বিএনপি করে লাভ নেই। এটা যে ছাত্রলীগ স্পনসরকৃত গণজাগরন নয় তা বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির যেমনি জানে তেমনি জানে শাহবাগ স্কয়ারে ভোদাইর মত দাড়িয়ে থাকা কালা মহিষ ঐ ছাত্রলীগের সাধারন সম্পাদক'ও।



এ আন্দোলন জনগণের, চলছে, চলবে.....

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

অজানাবন্ধু বলেছেন: জয় বাংলা....................

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

গুরুভাঈ বলেছেন: জয় বাংলা, বাংলার জয়.....

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

একরামুল হায়দার বলেছেন: চাগুদের ব্লগীয় প্রতারণা, সাবধান !!!!!!!!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯

গুরুভাঈ বলেছেন: "তেমনি জানে শাহবাগ স্কয়ারে ভোদাইর মত দাড়িয়ে থাকা কালা মহিষ ঐ ছাত্রলীগের সাধারন সম্পাদক'ও। "....এই লাইন এর জন্য দাদা??....

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

খুব সাধারন একজন বলেছেন: বিএনপিকে না জড়ানোর পক্ষে ভাই। তাহলে আওয়ামীলীগের দোষ টানবে। আসলে এখনকার যুদ্ধ শুধু একটা বিষয় নিয়ে। যুদ্ধাপরাধীর ফাঁসি আর জামাত নিষিদ্ধ

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

গুরুভাঈ বলেছেন: যারা শিবির করে কোনো এক সময় তারা ইসলামি ব্যাংক, ইবনে সিনা সহ ইত্যাদি প্রতিষ্ঠানে চাকরি পায়। জামাত করলে পুত্র কন্যা তাদের মেডিকেল কলেজে ডিসকাউন্ট পায়। বিএনপি-আ'লীগ করলে টেন্ডার, ভর্তি বাণিজ্যে সুবিধা পায়। কিন্তু আম সাপোর্টার আ'লীগ নাইলে বিএনপির দালাল তকমা পায়। না ঘরকা না ঘাটকা!!

এই আন্দোলনে আমিও আ'লীগ, বিএনপি'কে না জড়ানোর পক্ষে আমি।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

সুখোই-৩৫ বলেছেন: জটিল উপাধি দিছেন ভাই। ঐডারে দেখলে কালা মহিষের মতই লাগে। মনে হয় মদ খাইয়া শইল ফুলাইছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

গুরুভাঈ বলেছেন: মানুষের সৌন্দর্য্য/অসৌন্দর্য্য নিয়ে কথা বলতে নাই, কিন্তু এই আইটেমরে কেমনে এমন পোস্ট দিলো বুঝলাম না!!... দাড়ায়ও থাকে সুযোগ সন্ধানীর মত.....হাত ইশারায় পাবলিকরে যখন বসতে বলে মনটায় কয় গাট্টা মাইরা মাথায় আর একটু টাক বানায় দেই.....

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

মো: হোসাইন ফারুকী বলেছেন: জয় বাংলা, বাংলার জয়.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.