নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

দয়া করে এই কালো মহিষটা সরান....

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১



শাহবাগে আন্দোলনরত এ্যাকটিভিস্টদের দৃষ্টি আকর্ষণ করছি। বক্তব্য দেয়ার পর অনান্য ছাত্র নেতারা যেমন আশেপাশে চলে যান, তেমনি ছাত্রলীগের এই সুবিধাবাদী কালোমহিষ'টাকে সরান। সে তার নেত্রী'কে দেখাতে চায় অন্য নেতারা দৌড়ানি খাইলেও আমার প্রভাব কমনা! বক্তব্য দেয়ায় অপারদর্শী বক্তার পাশে দাড়িয়ে এমন মাতাব্বরি দৃষ্টিকটু।



পরবর্তী প্রোগরাম গুলোতে দয়া করে এই কালো মহিষটা সড়ান....



এই সংগ্রাম জনতার, জয় হবেই হবে......

মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

মোঃ রফিকুল ইসলাম বলেছেন: এই কালোমহিষেরাতো বিরিয়ানী ও পানি খাওয়ায়ে আন্দোলন চালিয়ে রেখেছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

গুরুভাঈ বলেছেন: আপনি যদি খাবার না দেন কেউ না কেউ তো দিবেই। আপনি কি চান না এই আন্দোলন চলুক? দাবী আদায় হউক?

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

গধযনঁন বলেছেন: ১মত

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

গুরুভাঈ বলেছেন: ধন্যবাদ।


এই সংগ্রাম জনতার, জয় হবেই হবে......

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

মুনতাশীর বলেছেন: মহিষ না বেটা জল্লাদ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

গুরুভাঈ বলেছেন: তার মাতাব্বরিটা বড়ই দৃষ্টিকটু....

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

আিম আকাশ হবো বলেছেন: nice post ...........

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

গুরুভাঈ বলেছেন: ধন্যবাদ।


এই সংগ্রাম জনতার, জয় হবেই হবে......

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১

উড়োজাহাজ বলেছেন: হু ইজ দিজ? একটা ছবি দেন প্লীজ!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

গুরুভাঈ বলেছেন: ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, সার্চ দ্যান পেয়ে যাবেন।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

সমকালের গান বলেছেন: সহমত।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

গুরুভাঈ বলেছেন: ধন্যবাদ।


এই সংগ্রাম জনতার, জয় হবেই হবে......

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

বোকামন বলেছেন: মনে রাখা উচিত শাহবাগে কেউ নেতা না কেউ কর্মী না। প্রত্যেকে এক একজন যোদ্ধা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

গুরুভাঈ বলেছেন: আগের গুলা বাদ দিলাম। আজকের টা যদি মন্চের সামনে থেকে অথবা টিভিতে দেখে থাকেন, তাহলেই হয়ত বুঝে যাবেন যে কতটা সুবিধাবাদি এবং দৃষ্টিকটু ছিল। আমি "দেশ টিভি" তে তার আগ বাড়িয়ে মাতুব্বরি দেখছি।

এই সংগ্রাম জনতার, জয় হবেই হবে......

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

আমি বীরবল বলেছেন: শালা "মহিষ" তাও কিন্তু বুনো মহিষ X(( X(( X((

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

গুরুভাঈ বলেছেন:

এই সংগ্রাম জনতার, জয় হবেই হবে......

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

নাছির84 বলেছেন: উহা শুধু কালো মহিষই নহে.....উহা বেরসিক গন্ডারও বটে ! আমি দেখিয়াছি তাহার কিছু নজির...আজ হতে বছর আট আগে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

গুরুভাঈ বলেছেন: অতীত না ঘাটি। তার বর্তমান মাতব্বরীটাই শুধু এড়িয়ে যাই আন্দোলনের স্বার্থে।

এই সংগ্রাম জনতার, জয় হবেই হবে......

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

বইয়ের পোকা বলেছেন: এতোদিন যারা বলছে, আন্দোলনে রাজনীতি ঢুকে নাই। তারা কই??? আজকেতো দেখা গেলো।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

গুরুভাঈ বলেছেন: রাজনীতি ছাড়া আন্দোলন হয়না। এই আন্দোলন জনতার। বিভিন্ন জন ফায়দা লোটার বা ধুম্রজাল সৃষ্টি করছে, করবে। থাকতে হবে সাবধান।

এই সংগ্রাম জনতার, জয় হবেই হবে......

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

গিড়ীবাজ বলেছেন: ঐ নেতারে দেখলেই আমার আত্মারাম খাচা থেকে বেড়িয়ে যাবার উপক্রম হয়।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

গুরুভাঈ বলেছেন: এই সংগ্রাম জনতার, জয় হবেই হবে......

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

উড়োজাহাজ বলেছেন: সরাবে কে? সেখানে তো নেতা তারাই!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

গুরুভাঈ বলেছেন: সে সুবিধাবাদি।

১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

উড়োজাহাজ বলেছেন: আন্দোলন নাকি আপাতত শেষ?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

গুরুভাঈ বলেছেন: আন্দোলন চলছে, চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত।


এই সংগ্রাম জনতার, জয় হবেই হবে......

১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

বাকরুদ্ধ আমি বলেছেন: নাছির84 বলেছেন: উহা শুধু কালো মহিষই নহে.....উহা বেরসিক গন্ডারও বটে ! আমি দেখিয়াছি তাহার কিছু নজির...আজ হতে বছর আট আগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.