নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

কাঁদা দিলি সাদা কাপড়ে!!!!!

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৮

গনতন্ত্রের একমাত্র ধারক-বাহক বিএনপির শীর্ষ নেতারা গ্রেফতার। তাদের মুক্তির জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম না দিয়ে বৃহস্পতিবারের মধ্যে মুক্তি দেয়ার আলটিমেটাম। আর না হলে ১৮ ও ১৯ মার্চ হরতাল। এবং ১৯ মার্চের জাতীয় কাউন্সিল স্থগিত।



কাউন্সিল স্থগিত করতেই যে এ নাটক। তা কি পরিস্কার নয়??? কাঁদা দিলি সাদা কাপড়ে!!!!!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৪

পলাতক আসামী বলেছেন: আজকের টাইমিং টা সেইরাম হয়েছে। বক্তৃতা দেয়ার সাথেসাথেই।অনেক প্র্যাকটিস এর প্রজন।সবাই পারে না।

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:০০

গুরুভাঈ বলেছেন: ভাগ্যটা ভালো যে '৭১ সালে দেশ স্বাধীন হইচে। লাইভ টেলিকাস্টের যুগেও পাবলিক যেমন দ্বিদ্ধাবিভক্ত, দিনকে রাত বানায়। ঐ সময় যে কি হইতো আল্লাহ মালুম।

২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:০০

জীবনকেসি বলেছেন: জাষ্ট অন্ধ।

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:০২

গুরুভাঈ বলেছেন: কাউন্সিলে পদ নিয়া তিক্ততার সৃষ্টি হবে, অনেকে নেতার আশাভংগ হবে। আর তা এড়াতেই কাউন্সিল স্থগিতের বাহানা জনগণের ঘাড়ে হরতাল চাপায়।

৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:০২

আমি ব্লগার হইছি! বলেছেন: দলের মধ্যে বেশ সমস্যা হচ্ছে জামাত আর যুদ্ধাপরাধীদের নিয়ে। এই জন্যেই কাউন্সিল স্হগিত করা প্রয়োজন।

তরিকুল ইসলাম নড়াইল গিয়েছিলেন প্রণব বাবুর সাথে দেখা করতে, জানেন তো ব্যাপারটা?

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:১২

গুরুভাঈ বলেছেন: বাজারে ডিম সংকট এইটা জানি। তরিকুল এর তরিকার বেপারটা জানিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.