নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

অযথা কাউকে নাস্তিক বা কাফের বলা ইসলাম অনুমদন দেয় না

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৪



قال المستبان ماقالا فعلى البادى مالم يعتد المظلوم- رواه مسلم



হযরত আবু যার (রা) থেকে বর্নিত, রাসুল সা: বলেছেন-

"যে ব্যাক্তি কাউকে কাফের বলে ডাকে অথবা আল্লাহর শত্রু বলে, অথচ (যাকে কাফের ও আল্লাহ তাআলার শত্রু বলা হচ্ছে) সে তা নয়, তখন তার কথা নিজের দিকে ফিরবে"।



(বুখারী ও মুসলিম,

মিশকাতঃ ৪৬০৬

অধ্যায়ঃ জিহ্বার সংযম,গীবত...গাল-মন্দ প্রসঙ্গে।)

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৯

মো কবির বলেছেন: ধন্যবাদ ভাই হাদিসটি জানানোর জন্য।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩১

গুরুভাঈ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য :)

২| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫১

রিয়াজ৩৬ বলেছেন: ঠিক।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩২

গুরুভাঈ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

৩| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৪

শরীফ উদ্দিন সবুজ বলেছেন: ধন্যবাদ।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩২

গুরুভাঈ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য

৪| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৮

কে এম শিহাব উদ্দিন বলেছেন: ধন্যবাদ ভাই।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৩

গুরুভাঈ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য

৫| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:২০

ব্লগার ইমরান বলেছেন: আবার কেউ নিজেকে কাফির বা নাস্তিক বলে দাবি করলে , তাকে সেটা ডাকা কোনো অপরাধ নয় ।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৪

গুরুভাঈ বলেছেন: নিজে নিজে হাদিস বানাইতাচেন নাকি??? কাফির/নাস্তিক কে বুঝাইতে হবে, ধর্মের পথে আনতে হবে। রাতের অন্ধকারে পিছন থেকে কুপিয়ে হত্যা করতে বলা হয় নাই ইসলামে বা নবীজিও করেন নাই।

৬| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৯

ফালতু বালক বলেছেন: ব্লগার ইমরান বলেছেন: আবার কেউ নিজেকে কাফির বা নাস্তিক বলে দাবি করলে , তাকে সেটা ডাকা কোনো অপরাধ নয় ।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৫

গুরুভাঈ বলেছেন: তাই নাকি?!!! উত্তর কমন পরচে??

৭| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৬

বুদ্ধিমান বলেছেন: ধন্যবাদ ভাই হাদিসটি জানানোর জন্য।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০

গুরুভাঈ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য :)

৮| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪২

ব্লগার ইমরান বলেছেন: আজাইরা পাবলিক দেখি আপনে
কোবাইতে কইছে কে এখানে ? নাকি কেউ বলছে তারে ইসলামের দাওয়াত দেয়া যাবে না ?
কমেন্টস আগে বুঝেন, তারপর জবাব দেন। না বুঝতে পারলে সেটাও বলেন।
কথা জাস্ট কইলাম কেউ নিজেরে নাস্তিক দাবি করলে তারে সে নামে ডাকাটা অপরাধ কেন ? ঔ মিয়া, ও নিজেই তো নিজেরে নাস্তিক দাবি করতাসে।

হাদিসটার ব্যাখ্যা জানেন আগে । হাদিসটা তো পরিষ্কার, যে কেউ যদি নিজেরে আস্তিক দাবি করে তবে তারে নাস্তিক বলার অধিকার ইসলামে নাই। কিন্তু কেউ যদি নিজেরে নাস্তিক দাবিই করে তইলে তারে সেটা বলা অপরাধ কোন যুক্তিতে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.