নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

জামায়াত-শিবির, বিএনপি রেডি তো????

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৫



রাজধানীতে ১৩টি গাড়িতে আগুন, আটক ১৫







দেশে চালু হয়েছে/হচ্ছে এই অত্যাধুনিক ট্রেন।



জামায়াত-শিবির, বিএনপি রেডি তো এই ট্রেনে আগুন দিয়ে দেশ ও জনগনের গনতন্ত্র রক্ষার জন্য???? যার বাপ একটা বাইসাইকেল কিনে দেয়নাই ছেলেকে সে কিনা লাঠি, লোহা, পাথর-ইট, কেরোসিন দিয়ে ভেংগে দেয় জ্বালিয়ে দেয় লাখ লাখ টাকার গাড়ি.......

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪২

বাকাট্টা বলেছেন: ট্রেন গুলো সিন্দর আশা করি কেউ নষ্ট করবেনা। কিন্তু বিএনপি জামাত কে চোখে পড়ল????
লিগ ট ভাঙ্গা আঙ্গিতে উস্তাদ ছিল। সেটা ভুলে গেলেন?

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৫

গুরুভাঈ বলেছেন: ভুলি নাই। এখন যাদের যুগ চলে তাদের কথা বলি..... আ'লীগের টাইমে তাগো কথা কমু....কওয়াই আমগো কাম, আমরা আমজনতা!!

২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৫

মেটাল বলেছেন: ওই মিয়া পাগল নাকি আফনে??? কুত্তারে হাড্ডি দেখান X(

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৬

গুরুভাঈ বলেছেন: মাঝ নদীতে যায়া পাগলরে নৌকা না ডুবানের কথার মতন!!! হাহাহাহা

৩| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৮

বিজয় বেষ্ট বলেছেন: এই ট্রেন আইবো কবে কন তো ভাই

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৮

গুরুভাঈ বলেছেন: টেস্ট ট্রায়াল চোলতে আচে.....

৪| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৪

এস দেওয়ান বলেছেন: চোর তারেকের কথা লিখেছেন । এই নাকি প্রধান মন্ত্রী হতে চায় ।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৪

গুরুভাঈ বলেছেন: হইতে চায় এবং আবাল পাবলিক তা বানাবেও একদিন। বাংগালী অতীত মনে রাখেনা, অতীত থেকে শিক্ষাও নেয়না....

৫| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২০

মো: আতিকুর রহমান বলেছেন: এই ট্রেন জামাত শিবির ভাঙ্গতে মিস করলে দেখবেন। আওমিলিগ যখন ক্ষমতা হারাবে তখন ঠিকই ভেঙ্গে দিবে =p~

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৫

গুরুভাঈ বলেছেন: লীগ-বিএনপি কথা না, কথা হৈলো কোনো দল'ই কোনো পাবলিক প্রপার্টির যেনো ক্ষতি না করে।

৬| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৮

কৌতুহল বলেছেন: ভাই, আপনি বহুত বড় ক্ষতি করলেন। এরপর তো শুনছি পাতাল ট্রেন চালু হইব। সবচেয়ে ভাল হতো যদি এরা বিমানে আক্রমণ করতো। রাজনীতিবিদরা শুনেছি বিমান ছাড়া চলাচল করে না।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৫

গুরুভাঈ বলেছেন: ট্রেন-বিআরটিসির বাসে আগুন দেয়া বা ভাংগা মানে নিজের গোয়ায় নিজে বাঁশ দেয়া....আর পাবলিকের বাসে, সিএনজিতে, বাইকে আগুন দেয়া মানে তারে পংগু করে দেয়া.....

৭| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: যেদিন নতুন এই ট্রেন চালু হল সেদিন এটাই ভাবছিলাম।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৯

গুরুভাঈ বলেছেন: আজব এক জাতি আমরা!!!!!

৮| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:১৮

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ভাই এইডা আমাদের গর্বের সংস্কৃতিতে পরিনত হইয়া গেছে --

কার থেকে কে শক্তিশালী তার ক্ষমতা প্রদর্শন - যে বেশি ক্ষমতা দেখাতে পারবে জনগন তাদের ভোট দিবে ------

৯৬ ০১ ০৫-৬ সবই দেখছি !! আমরা পথের ক্ষমতাকে ভোট দেই --

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪৬

গুরুভাঈ বলেছেন: একবার চিন্তা কইরা দেখেন আপনার আমার মত একজন সাধারণ মানুষের সখরে/প্রয়োজনের ১টা বাইক বা ব্যাবসার জন্য এখটা সিএনজি-গাড়ি কিনতে কত ত্যাগ, কত সময়, কত সন্চয় খরচ হয়.....অথচ হরতালে বা হরতালের আগে সেই কস্টের সম্পদে আগুন-ভাংচুর!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.