নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তান যেনো ভুলে না যায় মোহাম্মদপুরে এবং সৈয়দপুরে তাদের জাতি ভাইরা এখনো আছে!!!!!

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৯

ইসরাইল এর সাথে আমাদের কোনো কুটনৈতিক সম্পর্ক নেই। এমনকি আগে আমাদের পাসপোর্টে লেখা থাকত, ইসরাইল ছাড়া যেকোন দেশ....



ব্যার্থ রাষ্ট্র পাকিস্তান থেকে আমাদের রাষ্ট্রদুতকে ফিরিয়ে আনা হউক, সাময়িকভাবে দুতাবাস বন্ধ রাখা হউক...



পাকিস্তান যেনো ভুলে না যায় মোহাম্মদপুরে এবং সৈয়দপুরে তাদের জাতি ভাইরা এখনো আছে!!!!!

মন্তব্য ৩৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫২

পাঠক১৯৭১ বলেছেন: আমি দেশে আসলে, ওদের সৈয়দপুর, মোহাম্মদপুর ও জেনেভা ক্যাম্প থেকে করাচী পাঠাবো।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

গুরুভাঈ বলেছেন: আচেন কোতায়?? পাকিস্তান নাকি?!!!!

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

সাঈফ শেরিফ বলেছেন: অথচ এই ইজরায়েল মহান মুক্তিযুদ্ধে প্রথম সমর্থন দিয়েছিল, স্বাধীন বাংলাদেশ হিসেবে এমনকি ভারতকেও অস্ত্র সহায়তা দিয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের সময়।

বাঙালি সত্যি নিমকহারাম জাতি, তাদের বন্ধু ইজরায়েলকে এখনও চিনতে পারেনি।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

গুরুভাঈ বলেছেন: পাকিস্তানের সাথে সম্পর্ক রাখার কোনোই মানে নাই, বিফোর দে স্ট্রাইক, উই বেটার কুইট ফরম দিস ফেইলর কান্ট্রি পাকিস্তান.....

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০২

শাহ আজিজ বলেছেন:


পাকিস্তানের সাথে সম্পর্ক রাখার কোনোই মানে নাই, বিফোর দে স্ট্রাইক, উই বেটার কুইট ফরম দিস ফেইলর কান্ট্রি পাকিস্তান.....

সহমত

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৫

গুরুভাঈ বলেছেন: ধন্যবাদ :)

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৫

পাঠক১৯৭১ বলেছেন: @লেখক,


এখন আছি আপনার বাবার দেশে।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৬

গুরুভাঈ বলেছেন: আমার বাবা হয় দোযখে না হয় বেহেশতে আছে, আমি শিউর না আল্লাহ তাঁরে কোথায় রাখচে। তো চাচা মিয়া কি দোযখে???

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১০

স্বপন খাঁন বলেছেন: সৈয়দপুরের বিহারীরা এখনো উচু গলায় কথা বলে।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৩

গুরুভাঈ বলেছেন: ওরা আমদের দেশেই আমাদের চেয়ে শক্তিশালী এবং ভালো আছে....

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১০

শাহ আজিজ বলেছেন: কিন্তু ওরা যারা বিহারি নামে পরিচিত তারা এই সরকারের গেল মেয়াদে বাঙ্গালী নাগরিকত্ব ও ন্যাশনাল আই ডি পেয়ে গেছে । ওদের রেশন বন্ধ ও বীণা মুল্যে গ্যাস , পানি ,বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে । ওরা ক্যাম্পের ছোট ছোট জায়গা দখল নিয়ে দালান হাকাচ্ছে , রাজউক এর অনুমোদন ছাড়া ।

এখন ওদের হটাবেন কি করে ??

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৪

গুরুভাঈ বলেছেন: বাংগালী এমনিতে আলসে এবং উদার এবং বিভাজিত..... কিন্তু একবার হৈ দিয়া ক্ষেপলে খবর আচে....

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৪

স্বপন খাঁন বলেছেন: আসলে ওদেরকে জিতীয় পরিচয়পত্র দিয়ে গেেছ গত ফকরুদ্দীন আমলের সরকার।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৫

গুরুভাঈ বলেছেন: উদার হইলে বাংগালী লুংগী খুইলা বসতেও দেয়.....

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৮

HHH বলেছেন: আপনারাও দেখি পাকিস্তানের ভাষায় কথা বলছেন! পকিস্তান আজন্ম এক ফালতু, মাথমোটা ও খারাপ জাতি। ৭১ এর পরেও ওদের শিক্ষা হয় নাই। আবার এখন কুত্তামি শুরু করছে। কুকুরের কাজ কুকুর করেছে। আমরা এর প্রতিবাদ জানিয়েছি। পাকিস্তানী রাষ্ট্রদূতকে ডেকে এনে সাবধান করা হয়েছে।

কিন্তু এখানে আটকে পরা পাকিস্তানীদের আপনারা মারবেন কাটবেন, তাহলে পাকিদের সাথে আমাদের পার্থক্য থাকলো কি? নির্দোশ কোন মানুষ যেন হিংসা আর ফিতনার বলি না হয়। পাকিস্তানের সাথে আমাদের লড়াই ছিল আদর্শিক। আজও তাই আছে। কিন্তু আমরা পাকিস্তানের চেয়ে বেটার। এবং বেটারই থাকতে চাই।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২১

গুরুভাঈ বলেছেন: দুই লাইন বেশি বুঝছেন ভায়া??? আমি কিন্তু জাগরণের মত বলি নাই পাকিস্তান রাস্ট্রদুতে কে বহিস্কার করতে!!! বোমা মারতে চাইচে জামাতের জাত ভাইরা.... তাই বললুম আমরাই চলে আসি ঐ ব্যার্থ রাষ্ট্র থেকে?? এর পরেও পাকিরা যদি বারাবারি করে তারা যেন ভুলে না যায় তাদের জাতী ভাইরা আমাদের হাতের নাগালেই আছে?!!!

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩১

HHH বলেছেন: জী ভাই, হাতের নাগালেই আছে। তো যান কল্লা কেটে নিয়ে আসেন। ওরা এমনিতেও যেভাবে আছে সেটা বেঁচে থাকা বলে না। আপনি কল্লা কাটতে গেলে অনেকেই খুশি হয়ে নিজ থেকেই কল্লা দিয়ে দিতে পারে।

আমরা সবাই মানুষ হই।

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫৯

গুরুভাঈ বলেছেন: ওরা কিভাবে আছে??

১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

স্বপন খাঁন বলেছেন: বিহারীরা এখনো বলে আমাদের কাছে পাকিস্তানের পতাকা আছে সময় আসলে ওড়ানো হবে।

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০০

গুরুভাঈ বলেছেন: এবং ওরা বাংলাদেশেরে খেয়ে পরে সর্বাংগে পাকিস্তানী...

১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

দখিনা বাতাস বলেছেন: একজন মানবতাবাদি আইচে। বিহারীগো লাইগা তার দরদ উথালাইয়া উঠছে। ৭১ সালে এই মানবতাবাদিরে গোলাম আজমের উপদেস্টা বানানি গেলে কত ভালোই না হইতো..... হায় আফসুস

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০২

গুরুভাঈ বলেছেন: হাহাহাহা এমন কিছু জারজ এবং ব্যার্থ স্বপ্নের বাহক'রাই বাংলাদেশে ইসলাম ধর্ম কুলষিত করছে ইসলাম'কে তাদের অপকর্মের ঢাল হিসাবে ব্যাবহার করার কারণে... এরাই একমাত্র মুসলমান, এরাই একমাত্র মানবিক, একমাত্র দেশ প্রেমিক... বাকি সব ফাউ

১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫২

HHH বলেছেন: আমি কোণ মানবতাবাদী নই। ইসলাম নিরপরাধ অসহায় মানুষকে নির্যাতনের বিরুদ্ধে। আমিও তাই বিশ্বাস করি

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০৪

গুরুভাঈ বলেছেন: গণতন্ত্রের নামে "পুলিশ পাখির মত মানুষ মারছে" এই শকুন পাখি গুলাকে পুলিশ কি বিনা উস্কানীতে মারছে? কসাই কাদেরের জন্য কত জনকে জ্বালালেন, পোড়ালেন এরা কি পুলিশ ছিলো??

১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭

ভাল্লুক আকবর বলেছেন: ভাই আমার যদি ভুল না হয় তাহলে তামিম ইকবাল, নাসির ওনারাও কিন্তু আপনার ভাষায় বিহারী।

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০৫

গুরুভাঈ বলেছেন: কেমনে?!! তথ্য জানা নাই, শেয়ার করেন

১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০

রাজীব বলেছেন: এখনো মনে হয় অনকে বাংলাদেশী পাকিস্তানে আছে।

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০৬

গুরুভাঈ বলেছেন: অবশ্যই আছে, থাকবেনা কেনো?? না থাকলে দুতাবাস থাকে নাকি?!!

১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০২

ইনফা_অল বলেছেন: মাহাদপুের এবং সয়দপুের era to indian bihari ebong muslim. They r waiting for quir this country. 155 sit er dristi onno dike ferano tei taleban r gonojagoroner natok cholche......

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০৭

গুরুভাঈ বলেছেন: সত্যি!!!

১৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৮

তাসজিদ বলেছেন: এই দুনিয়ার সব কিছু বদলে যায়। সমাজ, রাষ্ট্র, সভ্যটা এমনকি মানুষের মন।
বদলায় না শুধু পাকিস্তান।

এদের রক্ত দুষিত। মানবতা বিবর্জিত চিন্তা ভাবনা এদের।

এখনও বাংলাদেশ কে তাদের পার্ট মনে করে। এই কারণেই কাদের মোল্লার মত কুলাঙ্গারের জন্য এত মায়াকান্না

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮

গুরুভাঈ বলেছেন: বিশ্লেসন মারাত্তক হৈচে :)

১৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪

HHH বলেছেন: ফালতু কথা বইলেন না তো @ গুরুভাই
আওয়ামীদের কাজই হচ্ছে মিথ্যা আর আজেবাজে কথা বলা। আপনি কি দেখেছেন আমি কসাই কাদেরের জন্য মানুষকে জ্বালিয়েছি, পুড়িয়েছি? আমি জামাত সমর্থক নই। আপনাদের রাজনীতি, কথাবার্তা ব্লগীং আপনাদের মেন্টালিটির মতই থার্ড ক্লাস।

পুলিশ শকুন গুলি করে মারছে। অন্যদের শকুন আর নিজেরদের কি আপনারা টিয়া পাখি মনে করেন? আওয়ামীলীগ এখন বাংলাদেশের সবচেয়ে গণধিকৃত দল, এটা কি বুঝেন? এভাবে কি কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন বলে মনে করেন?

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

গুরুভাঈ বলেছেন: হেহেহে আমার শত্রু ও আমাকে আমলীগ বলেনা, লেখার কোথায় আমারে আমলিগ বা জাগরন মনে হৈলো আপনের??

১৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

শান্তি বাহিনী বলেছেন: বিহারীদের উপর বাঙ্গালীরা এতো ক্ষ্যাপা কেন আমি বুঝি না । আমি যতটুক জানি তারা ভারত থেকে এসেছে । ৪৭ সালে কিছু বিহারী পাকিস্তানে গেছে কিছু এখানে । হ্যাঁ এটা সত্যি যে ৭১ সালে তারা অখন্ড পাকিস্তান চেয়েছিল । কারণ এর আশায় এরা এখানে এসেছিল । পাকিস্তানীদের সাথে তাদের আর কোন সম্পর্ক আছে বলে মনে হয় না । ৪৭ সালে তারা এই দেশকে ভালোবেসে / সমস্যার (মুসলমান হওয়ার) কারণে এ্রসেছিল । কিন্তু ৭১ সালের পরে আমরা তাদের আপন করে নি নাই শুধুমাত্র তাদের ভাষার ( উর্দু) কারণে । তাই পাকিস্তানী চিন্তা করে তাদের আক্রমণ করা বা সুযোগ সুবিধা থেকে বঞ্ছিত করা চরম অন্যায় ও অমানবিক । আমি আশা করি আপনি এই ধরণের মনমানসিকতা পরিবর্তন করবেন । তারা ৬০ বছর ধরে এই দেশে বসবাস করে আসছে । আমাদের জেনারেশনটা ৪৭ বা ৭১ কোনটাই দেখে নাই । তবু কেন এরা এর শাস্তি পাবে?

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

গুরুভাঈ বলেছেন: এরা শাস্তি পাবে কোথায় লেখা আছে??? বাংলাদেশের দুতাবাসে যে তালিবানরা আক্রমণের হুমকি দিসে তারা যেন না ভুলে যে তাদের জাত ভাইরা এইখানে আছে?

১৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮

দখিনা বাতাস বলেছেন: HHH সব বাদ দিয়া টিয়া পাখির কথা কয় ক্যান? টিয়া পাখি ময়না পাখি শুনলেই ক্যান জানি লইট্যামাছের কথা মনে পইড়া যা্য়...ঐ পরিবারের সবাই কি টিয়া পাখি আর ময়না পাখিরে চিনে???

২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

গুরুভাঈ বলেছেন: নজরুল ইসলাম খান বলেচেন "আমলীগ পাখির মত মানুষ মারে" আসলে তিনি বলতে চেয়েছিলেন "আমলীগ পাখির মত পাকি মারে"

২০| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২১

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: পাসপোর্টে আগে লেখা থাকতো তা না, এখনো থাকে, All countries except Israel.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.