নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

ঘটনাবহুল একটা দিন-

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২২

*চলে গেলেন জোহরা তাজউদ্দীন এবং খালেদ খান। নিভৃতে থাকা দুই গুনী।



*রাজনৈতিক জোকার কাজী জাফরের কাউন্সিল। এই নেতার আদর্শ কি? রাজনৈতিক গুনাবলি কি এরশাদকে তৈল মর্দন করা ছাড়া?



*রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের একটি বাড়ি থেকে ১০০টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার।



*পাকিস্তানি পণ্য বর্জনের ডাক জাগরণ মঞ্চের।



*নির্বাচনে(!) সেনা মোতায়নের স্বিদ্ধান্ত এবং ইউই পর্যবেক্ষক পাঠাচ্ছে না।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩১

মোঃ আনারুল ইসলাম বলেছেন: সত্যি অন্যরকম দিন।



ইউই পর্যবেক্ষক পাঠাচ্ছে না লজ্জা আর লজ্জা।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৩

পাঠক১৯৭১ বলেছেন: কাজী জাফর বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিল, সে চিনিতে বিরাট টাকা চুরি করেছিল; তাকে জুতা মেরে রিটায়ার করাবো আমরা।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২

মোঃ আনারুল ইসলাম বলেছেন: পাঠক১৯৭১ এই ব্লগার একটা গালিবাজ ছুড়া। বেটাকে গুমাখা জুতার বাড়ি মারা দরকার। সব পোস্টে যেয়ে শুধু গালাগালি করে। ছুড়াকে সাবধান করার পরও সংশোধন হয়না । সবাই মিলে ওকে ব্লক মারলে হয়। বেয়াদপ কোথাকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.