নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

অবশেষে এস এস সি পরিক্ষা পিছাইলো.....

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৪

অবশেষে এস এস সি পরিক্ষা পিছাইলো, নন মেট্রিক পাশ নেত্রীর কাছে লক্ষ লক্ষ পরিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হইলো। নন মেট্রিক পাশ নেত্রীর এক নেতা তো বলিয়াছেন "'কিসের পরীক্ষা, কিসের কী? আগে আইনের শাসন দরকার। প্রয়োজনে পরীক্ষা পিছিয়ে দেন।'....

ইহাদের কাছে তো জীবন এবং শিক্ষার কোনোই মুল্য নাই।

যাহারা মাতম করিতেছেন খালেদা জিয়ার এই অতিরিক্ত কার্যালয়ের বিদ্যুৎ, ইন্টারনেট-ডিশ লাইন কাটার জন্য তাদের কি মনে আছে বঙ্গভবনের বিদ্যুৎ, পানির লাইন কে কাটিয়াছিলো এবং কেনো কাটিয়াছিলো?!!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১১

তাহের অন্তরা বলেছেন: ভালো লিখিয়াছেন ভাই ;) ;) ;) ;)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৭

গুরুভাঈ বলেছেন: :|

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৪

বিষক্ষয় বলেছেন: তত্ত্বাবধায়ক সরকারের জন্য ১৯৯৬ সালে আওয়ামী লীগের অসহযোগ আন্দোলনের কারণে আমাদের এস.এস.সি পরীক্ষা প্রায় এক মাস পিছিয়েছিল। তখন আওয়ামী লীগকে হাজারও অনুরোধ করা স্বত্বেও পরীক্ষার কারণে তারা অসহযোগ কর্মসূচী বন্ধ করেনি।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৩

গুরুভাঈ বলেছেন: এই জন্য এবার বিএনপি তার বদলা নিতেছে.... স্কোর সমান করার জন্য!!

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬

শেখ মফিজ বলেছেন: রাজনীতির জন্য মানুষ
নাকি মানুষের জন্য রাজনীতি ?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৮

গুরুভাঈ বলেছেন: রাজনীতি কখনোই মানুষের কল্যাণের জন্য না। যারা বসে আইন বানায় তারা কোনো একটা স্বার্থ রক্ষা করেই আইন বানায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.