নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

নক্ষত্রের পতন: শাকিব খান

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৫

এই শাকিব ঐ সাকিব থেকে শিখতে পারেন যিনি লাখ লাখ-কোটি কোটি দর্শকদের সামনে বলতে পারেন তার সফলতার পিছনে অবদান তার বউয়ের। আর এই শাকিব বিয়ে করে ৭-৮ বছর বিয়ের খবর লুকিয়ে রেখে ৬-৭ মাসের বাচ্চার খবর লুকিয়ে রেখে দিব্ব্যি ব্যাচেলর সেজে ঘুরছে।

ধিক্কার এই শাকিব কে, যে অহংকারি হয়ে গেছে এবং নিজেই নিজেকে সুপারস্টার পরিচয় দিয়ে বেড়ায়। তার বউ, তার সন্তান তার কাছে টাকা, ছেলের ভরন পোষনের জন্য এত লাখ টাকা দেই এটাই সে বারবার মিডিয়ার সামনে বলে বেড়ায়। এই সুপারস্টার সম্পর্ক বুঝে টাকা দিয়ে।

একটি মেয়ে তার ক্যারিয়ারের মাঝে বিয়ে করলো এই চামারকে, ধর্মান্তরিত হলো, ৭-৮ বছর বিয়ের খবর গোপন রাখলো, ছেলে সন্তান হওয়ার খবর গোপন রাখলো আর তাকেই কিনা তালাক নোটিশ? এই চামার আর সুপারস্টার থাকে কি করে? উকিলের মাধ্যমে তালাক নোটিশে শাকিব চামাড় লিখেছে "কথা ছিল তিনি মুসলিম রীতিনীতি মেনে চলবেন ও গৃহিনী হয়ে থাকবেন। কিন্তু অপু বিশ্বাস সে কথা রাখেননি।" সে মাসে মাসে ৩ লাখ টাকা দেয় সন্তানের ভরন পোষনের জন্য, কিন্তু কাছে রাখেন না বউ-বাচ্চা।
যারা শাকিব খানের সিনেমা দেখেন তাদের উচিত হবে এই অহংকারি চামারের সিনেমা আর না দেখে তার অহংকারি চামারির শিক্ষা দেওয়া।

নানান দেশে বিয়ের তেমন কোনো মুল্য নেই, বিশ্বাস-ভালোবাসাটাই মুল। বিয়ে না করেও ভালবাসার সম্পর্কে ভালোবাসার মানুষটি যখন সন্তান সম্ভবা হয় বা সন্তান হয় তখন তারা বিয়ের স্বিদ্ধান্ত নেয় যা আমরা আন্তর্জাতিক বিভিন্ন পেশার স্টারদের বেলায় দেখেছি, আর আমাদের এই চামাড় স্টার ভালোবাসা গোপন নয়, বিয়ে-সন্তান গোপন রেখে এখন এসেছে তালাক নিয়ে।

এই ভালোবাসা-বিয়ে-সন্তান পর্বে দায় কি শুধু একাই অপুর?

আসুন আমরা সবাই এই অহংকারি চামাড় শাকিব খানকে শিক্ষা দেই, তার সিনেমা বর্জন করি।

ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: মিডিয়া জগতে স্টার, সুপারস্টারদের জীবনে কি শান্তি বলে কিছু নেই?

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯

গুরুভাঈ বলেছেন: অনেক স্টার, সুপার স্টার সংসার ঠিক রেখে সিনেমা চালিয়ে গেছে। নায়ক মান্না কিংবা রাজ রাজ্জাকের সংসারে কি শান্তি ছিলো না? এই চামাড় শাকিব চিনে শুধু টাকা।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪২

কামরুননাহার কলি বলেছেন: বর্জন করবো আমরা এই চামাড়ের ছবি দেখা ।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

গুরুভাঈ বলেছেন: বেশি বেশি পোস্ট করুন এই চামাড়ের সিনেমা বর্জনের প্রতিবাদ।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪

কামরুননাহার কলি বলেছেন: এটাকি আমি টুইটারের শেয়ার করতে পারি ভাইয়া।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬

গুরুভাঈ বলেছেন: যেকোনো খানে শেয়ার, পোস্ট দিতে পারেন। কোনো সমস্যা নাই, প্রতিবাদ প্রচারটাই মুখ্য :) ধন্যবাদ।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪

অরন্যে রোদন - ২ বলেছেন: অপুর উচিত এখন সব কিচু ভুলে গিয়ে নিজের মত করে নতুন কিছু শুরু করা। এবং অবশ্যই সে নিজে ও তার সন্তানকে তার নিজ ধর্মে বড় করা।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৩

গুরুভাঈ বলেছেন: সে যেমন দাবি করে সুপারস্টার, সুপারস্টারদের অনুকরনীয় জিবন ইতিহাস থাকা উচিত। কিন্তু এই চামাড় চিনে টাকা। নায়িকা হিসাবে, প্রেমিকা হিসাবে সেক্রিফাইস শুধু অপুই করে যাবে?

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০১

উম্মু আবদুল্লাহ বলেছেন: মুসলিম রীতি নীতি কি শাকিব মেনে চলেছেন? বিয়ে গোপন রাখাটা কোন ধরনের মুসলিম রীতি নীতি?

০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৩

গুরুভাঈ বলেছেন: চোরের মুখে রামনাম আর কি।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১২

নিরাপদ দেশ চাই বলেছেন: সাকিব খান যে ধরনের আচরন করছে প্রকাশ্যে , তাতে এটা আর বলার অপেক্ষা রাখে না যে, সেটা নারি নির্যাতনের আওতায় পড়ে। সংসার টকিয়ে রাখার জন্য অপু হয়ত কোন স্টেপ নেয়নি শাকিবের বিরুদ্ধে। তবে যদি সত্যিই যদি এটা বিবাহ বিচ্ছেদে গড়ায় তবে অপুর উচিৎ নারী নির্যাতনের মামলা করা। একজন সিনেমার নায়ক যদি এভাবে প্রকাশ্যে নারী নির্যাতন করার সাহস পায় তবে সেটা একটা ট্রেন্ডে পরিনত হবে।নারীর সুরক্ষা বলতে কিছুই আর থাকবে না।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০০

গুরুভাঈ বলেছেন: এইরকম মানুষকে শিক্ষা দেওয়ার একটাই উপায় তাকে বয়কট করা

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

সাইন বোর্ড বলেছেন: প্রত্যাশার চেয়ে কারো প্রাপ্তি বেশি হলে মাথা বিগড়ে যায়...

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৪

গুরুভাঈ বলেছেন: যথার্থ বলেছেন

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বুঝেছি তোমার জ্বালা
খেদ কি সে দুঃখে;
সে তোমারি মতামত
আমি তার পক্ষে। ;)

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৫

গুরুভাঈ বলেছেন: প্রতিটি ঘটনার পক্ষ বিপক্ষ নিরপেক্ষ থাকবেই, ধন্যবাদ :)

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

নূর-ই-হাফসা বলেছেন: অল্পতে বেশি পেলে আর সে যদি তার যোগ্য না হয় তাহলে তো এমন হবেই ।
এরপর কোন সুস্থ মানুষ ওনার মুভি না দেখা উচিত । ওনার শিকারি দেখার খুব ইচ্ছে ছিল । বিভিন্ন কারনে আর যাওয়া হয় নি ।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৬

গুরুভাঈ বলেছেন: প্রতি বিবেকবানের উচিত একে বয়কট করা।

১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যা কিছু জনপ্রিয়তা ছিল তাও আরো কমে যাবে। পতনের শুরু...

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭

গুরুভাঈ বলেছেন: এ চিনে শুধু টাকা আর টাকা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.