নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

থাকুন ঘরে, অযথা না ঘুড়ে

২২ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৪


শোনো মমিন মুসলমানো
বাসায় বসে তসবি গনো
ছুটি করোনা
ধাপে ধাপে ঈদ পর্যন্ত টেনোনা।

বিপদে করো ধৈর্য্য ধারণ।
আল কোরআনেই তো আছে বারণ
মাহামারিতে নয় ভ্রমণ।
খোদার সমন যখন তখন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৪১

নেওয়াজ আলি বলেছেন:   সুচিন্তিত  মনোভাবের প্রকাশ,

২২ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৬

গুরুভাঈ বলেছেন: :) ধন্যবাদ

২| ২২ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৯

নজসু বলেছেন:



আস সালামু আলাইকুম।
শুধু মমিন মুসলমান নয়;
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে ঘরে থাকতে হবে এখন।

২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪১

গুরুভাঈ বলেছেন: অলাইকুম আসসালাম। সকল ধর্মের সবাইকে তাদের ধর্মালয় আপাতত সমাগম না হতে পরামর্শ দেয়া হয়েছে। নানান দেশ মেনেও নিয়েছে, কিন্তু ব্যাতিক্রম ভারতের গরু পুজারি আর তাবলিগী এবং আমাদের দেশে জানাজা দিতে বাধা দেয়া হুজুরের ওয়াজ শোনা মুরিদগন। যেহেতু বাংলায় এবং বাংলাদেশ তাই দেশের মমিন মুসলমানদের উদ্দ্যেশে লেখা, ভাব গাম্ভির্যে ব্রাহ্মনবাড়িয়া।

৩| ২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: আমার মনে হয় না অযথা জেনে শুনে কেউ বাইরে যায়।

২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৩

গুরুভাঈ বলেছেন: গ্রাম বা উপজেলা শহরে কেউ থাকলে ফোন দিয়ে একটু জানবেন। বেশিরভাগ চায়ের দোকান, লুডু, ক্যারাম খেলার আড্ডা চলোমান.... অনেকে অপক্ষা করে পুলিশ আসার, আর্মি এখন তেমন আর এ্যাকটিভ না।

৪| ২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: গুরুভাঈ এর মতোই উপদেশ।কিন্তু উপদেশতো দেয় গুরুদেব,গুরুভাঈরা শুনে।ব্যাপারটা কেমন উল্টো লাগছে।তবে ভালো।

২২ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১২

গুরুভাঈ বলেছেন: হাহাহা good observation..... বাকের ভাই টাইপ গুরুভাঈ আর কি :) বদি মাইরের মৈদ্দ্যে ভাইটামিন আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.