নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

বলদ বাড়িয়া বলায় আব্দুন নুর তুষারের নামে মামলা

২২ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫০

যেমন কাদম্বিনী মরিয়া প্রমাণ করিয়াছিলো সে মরে নাই
যেমন ডাক্তার মইন করোনা আক্রান্ত হইয়া মরিয়া প্রমাণ করিলো চিকিৎসা প্রতিরক্ষা ঠিক নাই
যেমন ধর্মীয় পীর মরিয়া জানাজায় প্রমাণ করিলো মুরিদগন কোরআন হাদিস বুঝে নাই
তেমনি ব্রাহ্মণবাড়িয়ার ছা্ত্রনেতা মামলা করিয়া প্রমাণ করিলো তাহারা কথায় অকথায় মারামারি, খুনাখুনি, পা কেটে উল্লাস এবং মামলায় বলদ, বর্বর ভুল বলে নাই।

নেতা মামলা না করিয়া যদি ফুল পাঠাইতো (করোনা লকডাউনের কারনে সম্ভব না হয়তো) বা আবেগি স্টাটাস দিতো তা না করিয়া সে এলাকার মান রাখিয়াছে অহেতুক আবেগ দেখাইয়া মামলা করিয়াছে সে কি প্রচ্ছন্নভাবে ঐসকল ধর্মা্ন্ধদের উৎসাহিত করিলোনা? প্রচলিত কৌতক, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ শেষ যেবার যুক্তিযুক্ত কারণে মারামারি করিয়াছিলো তা ছিলো লুডু খেলায় কেনো ছক্কা উঠে নাই। এর আগের সব ছিলো তুচ্ছ ঘটনা কেন্দ্র করে। ঐ মামলাবাজ বলদ নেতার পদত্যাগ চাই, যে তার পদের অপব্যবহার করেছে বলে আমার মনে হয়। কুমিল্লা, নোয়াখালি, বরিশাল নিয়ে কত শত কৌতুক আছে কৈ কেউ তো এই সস্তা মামলাবাজ নেতার মতো এমন উর্বর মস্তিস্কের নয়।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৭

নেওয়াজ আলি বলেছেন: আপনি নেতা বলেছেন কিন্তু পরিচয় প্রকাশ করেনি কেন । কোন দলের নেতা তার চিন্তা চেতনা কেমন জানা দরকার । মামলা হয় হয়রান করার কৌশল মাত্র

২৩ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৬

গুরুভাঈ বলেছেন: আসলে দলীয় পরিচয়ে ব্যাপারটার আকার দিতে চাইনাই, তবে এটাও ঠিক ক্ষমতার ছায়ায় না থাকলে এমন মামলার সাহসও পেতোনা ঐ জেলার ছাত্রলীগ সভাপতি! সে মামলা করিয়া প্রমাণ করিয়াছে আসলেও তারা তুচ্ছ ঘটনার মামলাবাজ, হামলাবাজ বলদ।

২| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৩৭

মেহবুবা বলেছেন: করোনার এই সময়ে সেদিন বি বাড়ী তে এত মানুষ এক সাথে হওয়া কোনভাবেই ঠিক হয় নি।

২৩ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৮

গুরুভাঈ বলেছেন: এই অবিবেচকসুলভ জমা্য়েত এবং একটার পর একটা গ্রাম ভিত্তিক মারামারির সংবাদেই দেশের অনান্য অন্চলের মানুসের বিরক্তির প্রকাশ, কিন্তু কি করলো ঐ ধাড়িবাজ! করলো মামলা তাও ফেসবুক স্টাটাসের কারনে।

৩| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: হুম। জানলাম।

২৩ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৪৫

গুরুভাঈ বলেছেন: অহেতুক মামলা-হামলা পরিতায্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.