নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

নিউ ইয়র্কে ইহুদী ধর্মীয় ব্যাক্তিত্বের অন্তষ্টিক্রিয়ায় বিশাল জমায়েত

৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৪২



বাংলাদেশের ব্রাহ্মনবাড়িয়ায় ইসলাম ধর্মীয় ব্যাক্তিত্বের জানাজায় লাখো মানুষ,
ভারতে গরুর অন্তষ্টিক্রিয়ায় লাখো মানুষ,
এবারে খোদ আমেরিকার নিউ ইয়র্কে ইহুদী ধর্মীয় ব্যাক্তিত্বের অন্তষ্টিক্রিয়ায় বিশাল জমায়েত।

বুঝা গেলো করোনা সচেতনতা আসলে কোথাও নাই, যেটুকু সচেতনা তা ঐ গুটি কয়েক আপনি আর আমি :)

নিউজ লিংক:

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বুদ্ধিমান মানুষ ক্রমান্বয়ে
গরুতে পরিবর্তীত হচ্ছে।
রিসাইকেল যাকে বলে।

০১ লা মে, ২০২০ দুপুর ২:৩৫

গুরুভাঈ বলেছেন: ভারতীয়রা আমাদের এই উপমহাদেশে শিক্ষা সংস্কৃতিতে এগিয়ে, তারা হঠাৎ গরু নিয়ে এমন কায়কারবার কেনো বুঝলাম না।

২| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: আসলে মানূষ আছে বিরাট হতাশার মধ্যে। হতাশা্র মধ্যে থাকলে গান বুদ্ধি লোপ পায়।

০১ লা মে, ২০২০ দুপুর ২:৩৬

গুরুভাঈ বলেছেন: আমরিকারগুলার আবার কিসের হতাশা, আমাদের নাহয় হতাশা রেগুলার ভাত খাই পোলাও খাইতে পারি না।

৩| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:২৮

পলাতক মুর্গ বলেছেন: ট্রাম্পের উপরে চাপ কমল।

০১ লা মে, ২০২০ দুপুর ২:৩৭

গুরুভাঈ বলেছেন: হাহাহহা ঠিক, ট্রাম্প এখন নির্বাচনি খেল খেলতেছে, সে তার মাঠে বিএনপি হিসাবে চায়নাকে পেয়ে গেছে।

৪| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:

ধর্মীয়দের জ্ঞান কম।

০১ লা মে, ২০২০ দুপুর ২:৩৮

গুরুভাঈ বলেছেন: সব ধর্মের গোড়া রা আসলে ঘোড়া।

৫| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪৩

শের শায়রী বলেছেন: ইহুদীরা নাকি বিদ্যা বুদ্ধিতে অনেক আগানো! এই সেই আগানোর নমুনা!

০১ লা মে, ২০২০ দুপুর ২:৩৯

গুরুভাঈ বলেছেন: ইসরাইলে যেসকল ইহুদী বাস করে তরা মনে হয় বিদ্যা বুদ্ধিতে আগানো, এগুলা তো আমেরিকায় থাকা ইহুদি।

৬| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৫১

সুপারডুপার বলেছেন: ইসলাম ধর্মের সাথে যে ধর্মের সবচেয়ে বেশি মিল খায় কিন্তু ঐ ধর্মের সাথে দা-কুমড়া সম্পর্ক, সে ধর্ম হচ্ছে ইহুদি। তারাও মনে করে তোরাহ্ পড়ে সব বালা মছিবত থেকে মুক্ত থাকা যায়। Ultra-Orthodox / হারদী ইহুদিরাও মূল ধর্ম অনুসরণ করতে যেয়ে অন্ধকার জগতেই পড়ে আছে। আর এই ঘটনাও এদেরই কাজ।

০১ লা মে, ২০২০ দুপুর ২:৪০

গুরুভাঈ বলেছেন: তারা তাদের সফটওয়ারগুলো আপডেটেড করে নিতে পারে নাই, ওয়াইফাই মুড দেয়া আছে মনে হয়।

৭| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৫৮

নতুন বলেছেন: গোড়া ধমান্ধরা বিজ্ঞানে বিশ্বাস করেনা তারা অন্ধ বিশ্বাসী।

এরা এই কারনেই পিছিয়ে থাকবে।

০১ লা মে, ২০২০ দুপুর ২:৪১

গুরুভাঈ বলেছেন: আমাদের মোল্লারা করোনা ভ্যাকসিনের আয়াত পাইতেছেনা কেন বুঝলাম না।

৮| ০১ লা মে, ২০২০ রাত ১২:০২

নেওয়াজ আলি বলেছেন: আপনি আর আমি বেঁচে থাকি। আর সব মরুক গা

০১ লা মে, ২০২০ দুপুর ২:৪১

গুরুভাঈ বলেছেন: সামনে সময় সেই রকমি আসতেছে মনে হয়, যার যার নিজ দায়িত্বে বেচে থাকা লাগবে।

৯| ০১ লা মে, ২০২০ দুপুর ২:১১

সোনালি কাবিন বলেছেন: ধর্মান্ধদের আক্কেল জ্ঞান কমই থাকে

০১ লা মে, ২০২০ দুপুর ২:৪২

গুরুভাঈ বলেছেন: ধর্মান্ধরা ভাগ্যে বিশ্বাস করে বেশি

১০| ০১ লা মে, ২০২০ রাত ৮:০২

রাশিয়া বলেছেন: চাঁদগাজী নামের নামের অসভ্য শুয়োরটা ব্লগের সুস্থ সাম্প্রদায়িক পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এর বিরুদ্ধে রিপোর্ট করুন।

https://www.somewhereinblog.net/blog/polatokmurg/30297304

১১| ০১ লা মে, ২০২০ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: সব ঠিক হয়ে যাবে সময়ের ব্যাপার মাত্র।

১২| ০১ লা মে, ২০২০ রাত ১০:৫৬

কানিজ রিনা বলেছেন: সব ধর্মেই উগ্র বাহিনী আছে,সেই সাথে আছে
উগ্র নাস্তিক। উগ্র নাস্তিকেরা মরনের ভয় করে,
উগ্র ধার্মীকরা মরনের ভয় করেনা।
উগ্র নাস্তিকরা ধর্মের পিছে লেগে থাকে, ধার্মীকরা
ধর্ম নিয়ে বারাবারী করে। অথচ কোনও ধর্মেই
বারাবারীর সুযোগ নেই বলে জানি।


০৩ রা মে, ২০২০ দুপুর ১:১৯

গুরুভাঈ বলেছেন: সাধারন ধর্মপালনকারীরা জানে কম, আমাদের ধর্ম বিশ্বাসের উপর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.