নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

কার্ফিউ টাইম রাতে কেন হাহাহা, করোনা কি শুধু রাতে ঘোড়ে হাহাহা?

০৮ ই মে, ২০২০ রাত ৯:২২

কার্ফিউ টাইম রাতে কেন হাহাহা,
করোনা কি শুধু রাতে ঘোড়ে হাহাহা?,
সরকারের মাথা ঠিক নাই কার্ফিউ দিবে দিনে তা না দিসে রাতে হাহাহাহা।

কার্ফিউ এর সময় রাতে দেওয়ায় দাত কেলান নাই বা হাহা হিহি পোস্ট কমেন্ট করেন নাই এমন অনলাইন ইউজার পাওয়া মুশকিল। অনলাইনে একটু খোজ নিয়ে দেখেন সোমালিয়া হতে মায়ানমার, থাইল্যান্ড, মালায়শিয়া, মিশর, কুয়েত, আলজেরিয়া, জ্যামাইকা, সাউথ সুদান, আরব আমিরাত, লেবানন সহো বিশ্বের অনেক দেশ রাতের সময় কার্ফিউ দিয়েছিলো বা দিয়ে রেখেছে। এদের মধ্যে শুধু সৌদি আরবে ২৪ঘন্টার কার্ফিউ ছিলো।

রাতে কার্ফিউ দেওয়ার কারন অযাচিত/অপ্রয়োজনীয় ঘোরাফেরা বিশেষ করে কম বয়সিদের এবং অসৎ উদ্দেশ্যে (চুরি, ডাকাতি) যারা ঘোরাফেরা করে তাদের নিয়ন্ত্রণে রাখতে। আপনি যদি সচেতন না হন, করোনার সুরক্ষাবিধি না মানেন তবে করোনার বিস্তার রাতে বা দিনে যেকোনো সময়েই আপনার দ্বারা হতে পারে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২০ রাত ৯:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাতে করোনা মানুষকে চিনতে পারেনা
কার পরিবর্তে কাকে ধরবে তাই করফিউ।
আমাদের দেশে একজনের পরিবর্তে আর
একজনের সাজা খাটার ইতিহাস আছে।
দিনে যেন তারা সঠিক লোককে ধরে
ভুল য্নে না হয় তাই দিনে নো কারফিউ

০৮ ই মে, ২০২০ রাত ১০:৪৫

গুরুভাঈ বলেছেন: কার্ফিউ টাইম রাতের কারন হওয়ার কারন অযাচিত-অসৎ উদ্দেশ্যের ঘোরা ফেরা কন্ট্রোল করা।

২| ০৮ ই মে, ২০২০ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: নিজে বেচে থাকার জন্য নিজের চেষ্টা করতে হবে।

০৮ ই মে, ২০২০ রাত ১০:৪৮

গুরুভাঈ বলেছেন: একটু গবেষণা মানে ঘাটাঘাটি করে দেখেন তো রাতের টাইমে কার্ফিউ হওয়ার কারন কি

৩| ০৮ ই মে, ২০২০ রাত ১১:০৮

নেওয়াজ আলি বলেছেন: রাতে হোক দিনে হোক প্রয়োজন ছাড়া বাহির হওয়ার দরকার নাই

০৮ ই মে, ২০২০ রাত ১১:১৫

গুরুভাঈ বলেছেন: সব কথার বড়ো কথা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.