নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

বিচার

১১ ই মে, ২০২০ দুপুর ১২:৩২



কিছু নেতা ধান কাটতে কাটতে কাচা ধানও কেটে ফেললো।
অনলাইনের সবাই এ নিয়ে হাসাহাসি করলো।
বিচার চাইলো।
বিচার হলো।

যে ভিডিওটি শেয়ার করেছে তাকে গ্রেফতার করা হলো।
গ্রেফতার করে বিচারের আওতায় নেয়া হলো।
বিচার চেয়েছেন, বিচার পেয়েছেন।

এটা কবিতা না, এমনি এইভাবে লিখা :) যুদ্ধঅপরাধি সাঈদি গংদের খোলা হাতে হুইল চেয়ার ঠেলে ৫ জন আর কলমঅপরাধীর হাতে হাত কড়া।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২০ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: দেশ নষ্টদের অধিকারে চলে গেলে এরকমই হয়।

১১ ই মে, ২০২০ দুপুর ১২:৪১

গুরুভাঈ বলেছেন: চোরকে চোর বলতে পারবেন না। এটা কেমন কথা?

২| ১১ ই মে, ২০২০ দুপুর ১২:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাৎসানায় সময়ে এমনই হয়...

না লিখলেও ব্যাথা বাক্য আপনাতেই কবিতা হয়ে যায়

১১ ই মে, ২০২০ দুপুর ১২:৪৭

গুরুভাঈ বলেছেন: মমতাজ কথা বললেই গান হয়ে যায়....

৩| ১১ ই মে, ২০২০ দুপুর ১:০২

নেওয়াজ আলি বলেছেন: সমালোচনা করা আইনে নাই। নিজ দলীয় লোকও গ্রেফতার হচ্ছে ।

১১ ই মে, ২০২০ দুপুর ১:২৯

গুরুভাঈ বলেছেন: সমালোচনা যেই করবে সেইই কচাপ।

৪| ১১ ই মে, ২০২০ বিকাল ৩:০১

হাসান কালবৈশাখী বলেছেন:
দেশের ৩২টি টিভি চ্যনেল, শতাধিক পত্রিকা, প্রতিদিন যা ইচ্ছে লিখে যাচ্ছে, বলে যাচ্ছে।
প্রতিদিন টিভি লাইভ টকশোতে বিএনপি নেতারা, বাম নেতারা ধানকাটা নিয়ে অকথ্য ভাষায় সত্য মিথ্যা মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। এই কারনে এদের কেউ গ্রেফতার হয়েছে?
এরপরেও বলা হয় 'বাঘস্বাধীনতা' নেই!

তুচ্ছ কারনে অচেনা সাধারন এক সাংবাদিককে গুম করবে না রাষ্ট্র।
আর ভারতে রেখে আসারতো প্রশ্নই আসে না, ভারতে একগাদা বাংলাদেশ বিরোধী গোষ্ঠি, আর ভারাটে আনন্দবাজার গ্রুপ।
আবার ভারত গুম থেকে ফিরিয়ে এনে নতুন করে নিউজ তৈরি করে নিজের পায়ে কুরাল মারবে না। যেখানে সবাই তো ভুলেই গেছিল।
নিজেই আত্নগোপনে থেকে দেশবাসিকে ও বিশ্বমিডিয়াতে রাষ্ট্রের বদনাম খবর তৈরি করা কোন ভাল কাজ হতে পারে না।
একই কাজ করেছিল ফরহাদ মজহার, শিবির সভাপতি, সাকা পুত্র হুকা চৌধুরী ও আরো অনেকে মুরগি চোরের মত ফিরে এসেছিল।

১১ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:১৪

গুরুভাঈ বলেছেন: রকি বড়ুয়া গ্রেফ্তার হয়না, গ্রেফতার হয়না ভন্ডো ওয়াজকারীরা। করোনার সচতনতার সবচেয়ে বড়ো ক্ষতি করেছে ভন্ডো ওয়াজকারিরা

৫| ১১ ই মে, ২০২০ বিকাল ৩:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


১১ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:১৫

গুরুভাঈ বলেছেন: এইটার সারমর্ম বুঝলাম না

৬| ১১ ই মে, ২০২০ বিকাল ৫:০০

সাইন বোর্ড বলেছেন: এরকম চলতেই থাকবে...

১১ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:১৫

গুরুভাঈ বলেছেন: এইরকম চলা তো ঠিক না। আজ ওদের ক্ষতি, আগামিকাল আমাদের ক্ষতি হবে

৭| ১১ ই মে, ২০২০ বিকাল ৫:০২

নতুন বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন: দেশের ৩২টি টিভি চ্যনেল, শতাধিক পত্রিকা, প্রতিদিন যা ইচ্ছে লিখে যাচ্ছে, বলে যাচ্ছে।
প্রতিদিন টিভি লাইভ টকশোতে বিএনপি নেতারা, বাম নেতারা ধানকাটা নিয়ে অকথ্য ভাষায় সত্য মিথ্যা মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। এই কারনে এদের কেউ গ্রেফতার হয়েছে? এরপরেও বলা হয় 'বাঘস্বাধীনতা' নেই! তুচ্ছ কারনে অচেনা সাধারন এক সাংবাদিককে গুম করবে না রাষ্ট্র।আর ভারতে রেখে আসারতো প্রশ্নই আসে না, ভারতে একগাদা বাংলাদেশ বিরোধী গোষ্ঠি, আর ভারাটে আনন্দবাজার গ্রুপ।আবার ভারত গুম থেকে ফিরিয়ে এনে নতুন করে নিউজ তৈরি করে নিজের পায়ে কুরাল মারবে না। যেখানে সবাই তো ভুলেই গেছিল।নিজেই আত্নগোপনে থেকে দেশবাসিকে ও বিশ্বমিডিয়াতে রাষ্ট্রের বদনাম খবর তৈরি করা কোন ভাল কাজ হতে পারে না।একই কাজ করেছিল ফরহাদ মজহার, শিবির সভাপতি, সাকা পুত্র হুকা চৌধুরী ও আরো অনেকে মুরগি চোরের মত ফিরে এসেছিল।


হাসানভাই উনি কিভাবে ভারত গিয়েছিলো , কারা সাহাজ্য করেছে তাদের সরকার খুজে বের করছে না কেন?

জানিনা এই সব মামলা শেখ হাসিনার সম্মতিতে হচ্ছে কিনা। যদি উনি মত দিয়ে থাকেন তবে উনাকে ডুবানোর চেস্টা করছে সেই সব চাটুকার যারা এমন ভাবে মামলা দিয়ে মানুষকে চুপ থাকতে বলছে।

একটা জিনিস আপনারা বোঝেন না যে আয়ামীলীগের নেতা কমী`র সমালোচনা করলেই সে আয়ামীলীগের ক্ষতি চায় না। আয়ামীলীগের বেশির ভাগ নেতাকমী` দূনিতির সাথে জড়িত তাদের সমালোচনা সাধারন মানুষ করবেই। তাদের সরিয়ে দিয়ে ভালো নেতা আনতে হবে শেখ হাসিনাকে।

১১ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:১৭

গুরুভাঈ বলেছেন: নিজ দেশে প্রবেশে নাকি গ্রেফতার হয় কোনো খুনের বা পলাতক আসামি না হলে। তাও আবার পিছনে হাত বাধা। পুটি মাছকে দিন রাত যতই বলুক রুই মাছ, মানুষ কি তা বিশ্বাস করবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.