নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

আগামী কয়েক দিন আমি খুবই ব্যাস্ত......

২৮ শে মে, ২০২০ রাত ১০:৫২

আগামী কয়েকদিন আমি খুবই ব্যাস্ত।
৩১মে ২০২০ হতে মোটামুটি সবকিছু চালু হতে যাচ্ছে।

তাই ৩১মে'র আগেই নানান প্রতিষ্ঠানে জীবানুনাশক টানেলের উদ্বোধন করতে হবে। ৩১মে হতে জনসাধারন এবং অফিসকারিদের মাস্ক পড়া এবং সীমিত আকারে গ্লোভস পরা কার্য্যক্রমের উদ্বোধন করতে হবে। পাশাপাশি বেসরকারি শিক্ষক-কর্মচারিদের ত্রাণ মানে উপহার দিতে হবে, বিতরণের ছবি কায়দা করে তুলতে হবে না হলে ত্রাণ দিয়ে ছবি তোলা কেন এই কথা শুনতে হবে।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০২০ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:


পোষ্ট ভালো হচ্ছে না; বদনাম হয়ে যাবে।

২৮ শে মে, ২০২০ রাত ১০:৫৯

গুরুভাঈ বলেছেন: হাহাহা..... আজ গুলশান পুলিশ থানা তাদের কম্পাউন্ডে জীবানুনাশক টানেলের উদ্বোধন করছে, সবাই ফুল PPE সেট পরা।

২| ২৮ শে মে, ২০২০ রাত ১১:১৯

নতুন বলেছেন: সীমিত আকারে নিজের প্রচার করতেই সবাই ব্যাস্ত হবে এখন :)

২৮ শে মে, ২০২০ রাত ১১:২৭

গুরুভাঈ বলেছেন: কাচা ধান কাটার ফটোসেশন শেষ। এখন টানেল উদ্বোধন/দান এবং সীমিত আকারে মাস্ক ও গ্লোভস প্রদান ফটোশুুট

৩| ২৮ শে মে, ২০২০ রাত ১১:২৮

ডার্ক ম্যান বলেছেন: ব্যস্ত থাকুন

২৮ শে মে, ২০২০ রাত ১১:৩২

গুরুভাঈ বলেছেন: ধান কাটাকাটির পর করোনা কার্য্যক্রম অনেকটা ঝিমিয়ে পড়েছিলো। এখন জীবানুনাশক টানেল উদ্বোধন/দানের মাধ্যমে চাঙ্গা হতে পারে।

৪| ২৮ শে মে, ২০২০ রাত ১১:৩৪

নতুন বলেছেন: দেশের নেতাদের লোক দেখানোই তো এখন আসল ব্যাপার। সাথে আছে ফেসবুক।

সবারই ফেসবুকে একটা স্টেটাস আছে, সেটা অনেক বড় ব্যাপার। :)

২৮ শে মে, ২০২০ রাত ১১:৩৮

গুরুভাঈ বলেছেন: ফেসবুকের ইউজার নিয়ে আমি খুবই চিন্তিত এবং উদ্বিগ্ন। মারা যাওয়ার পোস্ট দিয়েও শান্তি নাই। মারা যাওয়ার খবরেও নেতিবাচক/হিংসামুলক কমেন্ট বাংলার তৌহিদী ফেসবুকারদের।

৫| ২৮ শে মে, ২০২০ রাত ১১:৪৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্যস্ততার মাঝে একটু হাসুন দেখি ।

২৮ শে মে, ২০২০ রাত ১১:৫৪

গুরুভাঈ বলেছেন: হাসি আর আসেনা। সর্বশেষ অবিবেচক কাজ- ৩১মে হতে অফিস আদালত খোলা আর ৩১মে হতেই দুরপাল্লার যান চলাচল শুরু। এক স্থানের লোক আর একস্থানের কর্মস্থলে যাবে সেই কষ্টো করেই বেশি ভাড়া দিয়ে, ঝুকি নিয়ে

৬| ২৯ শে মে, ২০২০ রাত ১২:২৬

নেওয়াজ আলি বলেছেন:   বেশ , ভালোবাসা ও শুভ কামনা।

৭| ২৯ শে মে, ২০২০ ভোর ৫:১৮

ত্রিভুজ~ বলেছেন: প্রথম দিকে ডাক্তার-নার্সদের জন্য বরাদ্দকৃত PPE মেরে দিয়ে অনেক ছবিটবি তুলা হইসে, মাঝখানে "সমালোচনায়" সব ট্রাঙ্কে উঠায়া রাখা হইসে, ওগুলা ধুইয়া-মুইছা রাখার সময় আসছে।

২৯ শে মে, ২০২০ সকাল ১১:২৯

গুরুভাঈ বলেছেন: অবশেষে PPE আমেরিকায় রপ্তানি করলো বাংলাদেশ। আশা করি আমরা এখন মাস্ক এবং PPE তে স্বয়ংসম্পুর্ন...

৮| ২৯ শে মে, ২০২০ সকাল ১০:৫২

রাজীব নুর বলেছেন: সালাম গুরুভাই।

২৯ শে মে, ২০২০ সকাল ১১:৩০

গুরুভাঈ বলেছেন: অলাইকুম আসসালাম, আজ শুক্রবার ঘুরাঘুরির মিশন কোথায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.