নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

কোরিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরেরদিন আবার বন্ধ।

২৯ শে মে, ২০২০ সকাল ১১:৩৪



দক্ষিন কোরিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পরের দিন আবার বন্ধ ঘোষণা করা হয়েছে নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার কারনে।

* ২শতেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনে শিক্ষা দেওয়ার জন্য কঠোর নির্দেশ এবং তা পালনে বাধ্য করা হয়েছে স্বশরীরে ক্লাশ চালু হওয়ার পরেই।

*বেশিরভাগ আক্রান্ত স্কুল সিউল শহরের বাইরে, যা নতুন আক্রান্তের এলাকা।

*বৃহস্পতিবার পর্যন্ত কোরিয়ায় নতুন আক্রান্ত গত ২৪ ঘন্টায় ৭৯জন।

নিয়ন্ত্রিত এবং সুশৃংখল জীবন যাপনের পরেও কোরিয়ায় নতুন আক্রান্তের সংখ্যা বেড়েছে। এবার আমাদের কি হতে পারে বুঝুন।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২০ সকাল ১১:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক ভয়ংকর বিপদ সমুদ্রে আত্মঘাতি ঝাপ দিচ্ছি আমরা .....

৩১ তারিখ থেকে অফিস খোলা... নিরুপায় যোগদান করতে হচ্ছে আতংকিত মনে!!!!

২৯ শে মে, ২০২০ দুপুর ১২:০৫

গুরুভাঈ বলেছেন: নিজের এবং আশপাশের পরিবেশের ব্যাপারে সচেতন থাকবেন এবং অতি অবশ্যই নিজের সুরক্ষা নিশ্চিত করবেন।

২| ২৯ শে মে, ২০২০ দুপুর ১২:০৩

রাজীব নুর বলেছেন: আমাদের গজব অবস্থা চলছে।

২৯ শে মে, ২০২০ দুপুর ১২:০৭

গুরুভাঈ বলেছেন: এরই মাঝে এভাবেই চলতে হবে আমাদের। ছুটি বাড়িয়ে লাভ নেই, কারন সরকারও টাইট না, জনগনও মানে না...

৩| ২৯ শে মে, ২০২০ দুপুর ১২:৩৯

উদাসী স্বপ্ন বলেছেন: আমাদের এখানে স্কুল খুলতেছে সামনের মাসে। যদিও আক্রমণ অনেক কম রইছে পিক টাইমে কিন্তু তাও বলা যাচ্ছে না। গতকালকেও ৩০০ টা ছিলো

২৯ শে মে, ২০২০ দুপুর ১২:৫৬

গুরুভাঈ বলেছেন: আপনাদের এখান টা কোন খানে? একমাত্র ডেনমার্ক এখন পর্যন্ত সফল স্কুল খোলার পরেও

৪| ২৯ শে মে, ২০২০ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এরই মাঝে এভাবেই চলতে হবে আমাদের। ছুটি বাড়িয়ে লাভ নেই, কারন সরকারও টাইট না, জনগনও মানে না...

ইচ্ছা আছে প্লেনের যাতায়াত শুরু হলে চুপ করে কাউতে কিছু না আন্দামান চলে যাবো। বাকিটা জীবন সেখানেই কাটীয়ে দিব।

২৯ শে মে, ২০২০ দুপুর ২:৩৩

গুরুভাঈ বলেছেন: আন্দামান ভারতের আন্ডারে, রেস্ট্রিকশান হাই।

৫| ২৯ শে মে, ২০২০ দুপুর ১:৪৫

নেওয়াজ আলি বলেছেন: আমরা যেমন আজব মানুষ তেমনই দেশ চলবে।

২৯ শে মে, ২০২০ দুপুর ২:৩৩

গুরুভাঈ বলেছেন: সু শিক্ষিতের হার না বাড়ালে দেশ এমন আজবই থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.