নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

কে দিবে আশা, কে দিবে ভরসা.....

৩০ শে মে, ২০২০ রাত ৮:১৯



খুবই হতাশাজনক আই এ্যাম জিপিএ ফাইভ (I am GPA 5) এক প্রজন্ম নিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। এদের হাতেই একদিন আসবে দেশের নানান দায়িত্বভার, যথাযথ বোধ, মানবিকতা, সামাজিকতা, বিচারবুদ্ধিহীন এরা কিভাবে সামাল দিবে সেই সকল পরিস্থিতি?

ছবিতে, করোনার সময়েও বেড়াতে গেছে শহীদ মিনারে। খুবই সুন্দর স্বিদ্ধান্ত ঐতিহাসিক দেশপ্রেমের স্থান শহীদ মিনার বেড়াতে যাওয়া। কিন্তু বোধ টাই নাই, জুতা স্যান্ডেল পায়ে দ্বিদ্ধাহীন চিত্তে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০২০ রাত ৮:৩১

বিজয় নিশান ৯০ বলেছেন: ওদের জুতা দিয়ে ওদের অপমান করা উচিত

৩০ শে মে, ২০২০ রাত ৮:৫৪

গুরুভাঈ বলেছেন: জুতা/স্যান্ডেল নিয়ে সাবধান করলে তারা আবার দাত কেলায় হাসে

২| ৩০ শে মে, ২০২০ রাত ৮:৩৮

আমি সাজিদ বলেছেন: ওদের গুরুজনেরা ওদের বলে নাই হয়তো!

৩০ শে মে, ২০২০ রাত ৮:৫৫

গুরুভাঈ বলেছেন: সাইজ দেখে তো মনে হয় স্কুল পড়ুয়া, শহীদ মিনারের চ্যাপ্টার তো পড়া থাকার কথা

৩| ৩০ শে মে, ২০২০ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:


শীদ মিনারে প্রশ্নফাঁসা জেনারেশনের লোকজন বলে মনে হচ্ছে

৩০ শে মে, ২০২০ রাত ৯:১৬

গুরুভাঈ বলেছেন: নিচের ছবির এক কোনায় বোরখা পরা কোপতীও দেখা যাচ্ছে।

৪| ৩০ শে মে, ২০২০ রাত ১০:০৪

নেওয়াজ আলি বলেছেন: এরা জানার চেষ্টাও করে না । এটা কি।

৩০ শে মে, ২০২০ রাত ১১:০৪

গুরুভাঈ বলেছেন: অনুভূতিশুণ্য একটা প্রজন্ম, ফেসবুক সর্বস্ব।

৫| ৩০ শে মে, ২০২০ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: ঈদের দিন বেড়াতে গেছে।
বছরে একদিন জুতা পরে ঊঠে না কেউ। ২১ এ ফেব্রুয়ারী। বাকি ৩৬৪ দিন সকলে জুতা পায়ে দিয়েই উঠে।

৩০ শে মে, ২০২০ রাত ১১:০৪

গুরুভাঈ বলেছেন: টুপি আর বোরখা পরা মানুষই বেশি যায় মনে হয়।

৬| ৩১ শে মে, ২০২০ রাত ৩:১১

*কুনোব্যাঙ* বলেছেন: সমস্যা নেই একজন ভালো প্রধানমন্ত্রী থাকবে বাকীগুলো গরু গাধা জিপিএ ফাইভ যা ইচ্ছে হোক দেশ চলবে

৩১ শে মে, ২০২০ দুপুর ১২:৪০

গুরুভাঈ বলেছেন: আজ জিপিএ ফাইভের দিন। এসএসির রেজাল্ট হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.