নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত চোরকে বলিওনা চোর /\\ জেনো রাত্রীর শেষেই ভোর।

গুরুভাঈ

কি লেইকপো!

গুরুভাঈ › বিস্তারিত পোস্টঃ

কাক কখনো ময়ুর হতে পারেনা।

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪০


তো এই হচ্ছে বর্ণবাদী আচরণ করে বর্ণবাদ বিরোধী আন্দোলন। কাক ময়ুরের সাজে সাজলেও কাক কাকই


B:-)

বিক্ষোভকারীদের হাতে অকারণে নির্যাতনের শিকার বাংলাদেশি তিন সাংবাদিক।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

সাইন বোর্ড বলেছেন: ভিডিও চলেনা

০২ রা জুন, ২০২০ রাত ৮:০৯

গুরুভাঈ বলেছেন: এখন দেখে মন্তব্য করুন।

২| ০২ রা জুন, ২০২০ রাত ৮:০৮

রাজীব নুর বলেছেন: ভিডিও চলে না।

০২ রা জুন, ২০২০ রাত ৮:১০

গুরুভাঈ বলেছেন: দু:খিত, মোবাইল দিয়ে লগইন করে পোস্ট করেছিলাম। এখন দেখুন।

৩| ০২ রা জুন, ২০২০ রাত ৮:২৭

সাইন বোর্ড বলেছেন: এবার চলেছে । আমি বলব, ইনি বোকা বাঙালি, এরকম লুটপাট, অরাজক পরিস্থিতির মধ্যে এত প্রকাশ্যে আড়ম্বরপূর্ণভাবে উনার লাইভ করতে যাওয়া ঠিক হয়নি ।

০২ রা জুন, ২০২০ রাত ৮:২৯

গুরুভাঈ বলেছেন: আপনার নিজ মতামতের জন্য ধন্যবাদ :)

৪| ০২ রা জুন, ২০২০ রাত ৮:৩৫

আমি সাজিদ বলেছেন: সিচুয়েশন না বুঝে কাজ করলে চড় থাপ্পড় তো খেতেই হবে। মাশাল্লাহ আমাদের যে সাংবাদিক ভাইয়েরা আছে, এনাদের একটু সব জায়গাকে বাংলাদেশ মনে করার প্রবনতা আছে। আমি বুঝি না, আমেরিকা তো ফেরেশতার দেশ না, স্বর্গ না, নানা জাতের নানা ভাষার মানুষ মিলে আমেরিকা বানিয়েছে, ওইখানে এমন ঘটনা অস্বাভাবিক কিছু না।

০২ রা জুন, ২০২০ রাত ৮:৪৮

গুরুভাঈ বলেছেন: আপনার মতামত: দোষ সাংবাদিকের। সাংবাদিকের সিচুয়েশন বুঝে সংবাদ পরিবেশন করতে হবে, ধন্যবাদ :)

৫| ০২ রা জুন, ২০২০ রাত ৮:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথায় আছে খাওয়ার আগে
আর বিচারের শেষে!! ওনারতো
এটা জানা থাকার কথা। ঘটনা ঘটার
পরে পুলিশ আর উনি আগে । ঠিক হয়নি।

০২ রা জুন, ২০২০ রাত ৮:৪৯

গুরুভাঈ বলেছেন: করোনা সতর্কতা মেনে এই সাংবাদিকের উচিত ছিলো "ওয়ার্ক ফর্ম হোম" রিপোর্টিং করা?

৬| ০২ রা জুন, ২০২০ রাত ৮:৫৯

ডার্ক ম্যান বলেছেন: এই রিপোর্টারের বিরুদ্ধে কিছু বলার নাই। পেশাগত প্রয়োজনে সেখানে গিয়েছিলেন । হেফাজতের সমাবেশে এক নারী সাংবাদিককে নাজেহাল করা হয়েছিল । তখনো প্রশ্ন তোলা হয়েছিল ।

০২ রা জুন, ২০২০ রাত ৯:০৪

গুরুভাঈ বলেছেন: একজন ইমিগ্রান্ট হিসাবে এই আন্দোলনে এই সাংবাদিকেরো সমর্থন অবশ্যই আছে। কিন্তু সেই আন্দোলনকারিদের হাতে নিগৃহিত হওয়ার পর তারও মতামত পাল্টে যাবে। আর সাংবাদিক ইরাকের যুদ্ধের ময়দান হতেও লাইভ সংবাদ পরিবেশন করে, সে নিহত হলে নিশ্চয় বলার অবকাশ নাই ঐ সাংবাদিক যুদ্ধের ময়দানে গেছে কেনো। সবচাইতে বড়ো কথা এই সাংবাদিক "সাদা" না এবং এই সব আন্দোলনের মিডিয়া সাপোর্ট দরকার হয়।

৭| ০২ রা জুন, ২০২০ রাত ৯:০৪

আমি সাজিদ বলেছেন: সিচুয়েশন বুঝে করতে হবে অবশ্য। মুন্নী সাহার 'আপনার অনুভূতি কি ' বিখ্যাত এই ডায়লগটি ভুলে যান নাই আশা করি। প্রতিটা প্রফেশনে সেফ প্র‍্যাক্টিস আছে। এই ভদ্রলোক দেখতেসিলেন পিছনে রায়টকারীরা আসতেসে, এই অবস্থায় মানুষের এগ্রেসিভনেস কেমন থাকে জানেন তো অবশ্যই তাহলে সেফ সাইডে সরে গেলেন না কেন? আর সাংবাদিকতা যে চ্যালেঞ্জিং প্রফেশন সেখানে বিনা দোষে চড় থাপ্পড় অস্বাভাবিক না। আমি কিন্তু বলি নাই সিচুয়েশন রিড করতে না পারা দোষের মধ্যে পড়ে। ফাঁক আছে কথাটায়।

০২ রা জুন, ২০২০ রাত ৯:৩৪

গুরুভাঈ বলেছেন: ভিডিওটা আবার দেখেন, উনি সাইডে দাড়ইয়ের রিপোর্টিং করছেন এবং কোনো আন্দোলনকারীর সাথে কথা বলতে যান নাই। প্রথম পাবলিক যাবার সময় মন্দিরের ঘন্টা বাজায় গেলো এবং পরের গুলা ছিলো আক্রমণাত্বক। এবং পরে তারা ক্যামেরাও ভাংছে এবং অন্য দুই সাংবাদিককেও মারছে। যদি এদের অপরাধ অপরাধ না হয় তবে সেই হত্যাকারি পুলিশ হইলো মাসুম বাচ্চা "সে একজন মদ্যপ জাল নোটে খরচ করা অপরাধিকে ধরতে এবং তাকে নিউট্রিলাইজ করতে এ্যাকসিডেন্টলি মারা গেছে।"

৮| ০২ রা জুন, ২০২০ রাত ৯:২৬

নেওয়াজ আলি বলেছেন: বাঙ্গালী বলে কি তারা জানতো

০২ রা জুন, ২০২০ রাত ৯:৩৫

গুরুভাঈ বলেছেন: এশিয়ান দেখে আমেরিকান-আফ্রিকানরাও চড় থাপ্পড় মেরে গেলো আর কি। এদের কাছে সাউথ এশিয়ান আরো নিম্নমানের।

৯| ০২ রা জুন, ২০২০ রাত ৯:৫০

আমি সাজিদ বলেছেন: সব আন্দোলনকারী আন্দোলন করতে যায় নাই, কিছু গেছে লুটপাট করতে। এইভাবে ক্ষুদ্র ঘটনায় কিছু জাস্টিফাই করা যায় না।

০২ রা জুন, ২০২০ রাত ১০:০৯

গুরুভাঈ বলেছেন: এখন আফ্রিকান-আমেরিকানরাই বেশিরভাগ এলাকায় বর্নবাদি সংঘাত করছে। তারা রাস্তায় পার্ক করে রাখা সাদাদের গাড়ি ভাংছে উৎসব করে, সাদাদের দোকান লুটপাট করছে দুহাতে উৎসব করে। এক ভিডিওতে দেখলাম NIKE এর দোকান লুট হচ্ছে। এক আফ্রিকান মহিলা দোকান হতে দুহাতে জুতা নিয়ে এসে গাড়িতে রেখে আবার দোকানের ভিতড় গেলো সেকেন্ড ট্রিপে।

১০| ০২ রা জুন, ২০২০ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: দেখেছি।
এরকম আচরন করা ওদের মোটেও ঠিক হয়নি।

০২ রা জুন, ২০২০ রাত ১০:৩০

গুরুভাঈ বলেছেন: কালোরা এখন এই ইস্যু ট্রাম্পকে উপহার দিতে যাচ্ছে। সাদা কালো বিভেদ প্রকট হবে আন্দোলনের এই ধারা।

১১| ০২ রা জুন, ২০২০ রাত ১১:২৭

কল্পদ্রুম বলেছেন: এরা সাংবাদিকদের উপরেও ক্ষেপে আছে না কি?

০৩ রা জুন, ২০২০ রাত ১২:১০

গুরুভাঈ বলেছেন: গত পরশু CNN এর অফিস ভাংচুর করেছে। যত দোকান লুট হচ্ছে সবো এই ব্লাক ডায়মন্ডরা করতেছে

১২| ০৩ রা জুন, ২০২০ রাত ১২:০৭

কাছের-মানুষ বলেছেন: বিক্ষোভকারীদের সাথে লুটপাটকারীও সাথে ছিল। দুঃখজনক। লুটপাটকারিদের বিচার হওয়া দরকার।

০৩ রা জুন, ২০২০ রাত ১২:১২

গুরুভাঈ বলেছেন: প্রত‍্যেকটা লুটপাট উতসবের মতো করে হচ্ছে এবং লুটেরা সবাই আফ্রিকান আমেরিকান। জাত চিনিয়ে দিচ্ছে

১৩| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৫৪

সাহাদাত উদরাজী বলেছেন: অনেক সাংবাদিক আহত হয়েছে।

০৩ রা জুন, ২০২০ দুপুর ১:৩৫

গুরুভাঈ বলেছেন: আন্দোলনের ধারা ঠিক রাখতে দিচ্ছে না আমাদের কালা ভাইদের DNA...... এটা রক্তের দোষ না, DNA এর দোষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.