নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিবাহিত ব্যাচেলরের বাংলা ব্লগ!

হাবিবউল্যাহ

এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো মাঝে মাঝে স্বপ্নের বেশে স্মৃতিরা এসে আমাকে করে দেয় বড়বেশী এলোমেলো!

হাবিবউল্যাহ › বিস্তারিত পোস্টঃ

দেশীপোলা ভাইয়ের দোষ কি কোন মডু মহাশয় কি ক্লিয়ার করিবেন?অথবা ব্লগ প্রধান?

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৮



গতকালকে ব্লগার দেশীপোলা দেশিপোলা

ভাইয়ের সামু ব্লগে ৭বছর হইছে।যদিও প্রথমদিকে পাস ভুলে যাওয়ার কারনে ব্লগ লিখতে পারেন নাই।

কিন্তু পরে বিভিন্ন আলোচনা সমালোচনা ফান সিরিয়াস পোষ্টে নিজেকে ব্লগার হিসেবে ভালোভাবেই প্রকাশ করেছেন।

পুরাতন সবাই ই উনাকে চিনে।আমিও চারবছর যাবত উনারে চিনি ব্লগে।



গত দুইবছর যাবত উনি ব্লগ এবং কমেন্ট ব্যান হয়ে আছেন এক অজানা কারনে।



উনার থেকে আরো খারাপ ভাষা খারাপভাবে অবমাননাকারী ব্লগাররাও বহাল তবিয়তে সামুতে ব্লগিং করে যাইতেছেন।

তো উনার সাথে আপনাদের কি সমস্যা ক্লিয়ার করতে পারেন দয়া কৈরা?



রাজনৈতিক ধ্যান ধারনায় আমি উনার বিপরীত দলের লোক।বিপরীত দলের সমর্থন করি।

ছাগু চিনতে উনার কষ্ট হয়নাই।জাতিয়তাবাদিদের মধ্যেও যদি ছাগু ল্যাঞ্জা থাকে এই ভদ্রলোক আগে বুঝতে পারে।সবার মত ট্যাগিং এ উনারে দেখিনাই।



যে গালি দেয় তার সাথে গালি দেওয়ার মতই বিহেভ করেন।যে ভদ্রভাষায় চলে তার সাথে সেই ভাষায়।

মডুদের সাথে টুকটাক ঝামেলা হয় সবার ই।

তাই বলে এতদিন ধইরা ব্লগ আর কমেন্ট ব্যান?



বলি মানবিকতা কি ধুইয়া বাথরুমে রাইখা ব্লগিং এ নেমেছেন মশায়?



নাস্তিকতা গালাগালি সব চালাইতে পারবে ব্লগে।অশ্লীলতা ও চলবে।রিপোর্ট কর্লেও মানবেন না।আর সিনিয়র ব্লগারদের ব্যান মাইরা রাইখা দিবেন।

তেলের দাম আর কত বাড়াইবেন মশায়?

এইবার সদয় হোন।

মানবিক হোন।

সর্বোপরি চোখ খুলে রাখুন।

চোখের উপর থেকে হাতটা সরাইয়া রাখেন কিছুদিন।সবাইরে দুইচোখেই দেখেন।



একচোখা নীতি থেইকা সইরা আসেন।



৩মাস পরে কিছু লিখতে গিয়ে উনার কথা ই আগে মনে হইল।এরজন্য আবার আমার উপর খড়গ হইয়েন না মশায়।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৫

হাবিবউল্যাহ বলেছেন: েউ কমেন্ট করেনা কেন?ডরায় নাকি সবাই?
ব্লগ লেইখা কি ট্যাকা পয়সা পাইনাকি আমরা যে ডরামু?

টাকা পাইলে মডু আর মালিকেরা পায় ডরানের তো তাদের কাম।
আমাদের কি?
নিক হারাইলে নিক লইবেন।ইমেইল আমি ফ্রী বানাইয়া দিমু।

২| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৮

মোমেরমানুষ৭১ বলেছেন: ভাই আপনেকেই দেশি পোলা?

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৫

হাবিবউল্যাহ বলেছেন: না ভাই।আমি তো নিজ নামেই ব্লগিং করি ৩বছর ধইরা।এর আগে ফেক নিকে ছিলাম অবশ্য!
সেটার নাম বলবোনা।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩২

দেশী পোলা বলেছেন: এই পোস্টটাতে কমেন্ট কম কেনু? লুকজন ডরাইছিল?

০৬ ই জুন, ২০১৬ সকাল ৭:২১

হাবিবউল্যাহ বলেছেন: হ ভাই।
তাই তো মনে হইছিল।
কি কমু পাবলিকের কলিজার সাইযে সমস্যা আছিল তখন।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৬

দেশী পোলা বলেছেন: পাবলিকের কলিজা এখন আরও ছুট হইতে হইতে মিনিয়েচার হয়া গেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.