নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাব আসে; ছন্দ আসে না

হাবীব কাইউম

পোস্ট পড়িবার পূর্বে হাবীব কাইউমের ১ নম্বর ব্লগ দেখিয়া লইবেন

হাবীব কাইউম › বিস্তারিত পোস্টঃ

ট্রেন@ইন্ডিয়া

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৭



ল্যাপটপের জন্য পরিবেশটা কি বেমানান?





বিনা ভাড়ায় যাত্রা?





বিরতির ফাঁকে দাঁত মাজা।





ঢাকার বাটি সার্ভিস কি এদের দেখেই চালু হয়েছে?





বাচ্চা কোলে নিতে নিতে মনে হয় হাত ব্যথা হয়ে গেছে; তাই কাউন্টারের ওপর রাখা।





দুধের ভাণ্ড,





সাইকেল





এবং অনেক কিছুই ঝুলিয়ে নেয়া যায়।





ওদের দেশে নতুন রেললাইন হয়; আমাদের দেশে বন্ধ হয়।





ব্রিজের ওপর ট্রেন।











বাংলাদেশের রেলের পাশের বস্তি কি এর চেয়ে আলাদা?



আসুন, আমাদের দেশেও ব্যাপকভাবে রেল চালু হবে, ললিপপ খেতে খেতে সেই স্বপ্ন দেখতে থাকি। আগের পোস্টটি এই পোস্টে মার্জ করে দেয়া হলো।





ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ২২ টি রেটিং +১১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫২

জাবের তুহিন বলেছেন: ভালো লাগলো ।

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৪

হাবীব কাইউম বলেছেন: কোনটা?

২| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: বালা হইছে পিলাচ দিলাম =p~ =p~

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৪

হাবীব কাইউম বলেছেন: Humm

৩| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২

সরলেরখা বলেছেন: পিলাচ+পিলাচ+পিলাচ+পিলাচ=পিলাচ

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৭

হাবীব কাইউম বলেছেন: খাইছে, এত প্লাস রাখবো কোথায়? ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

আমি তুমি আমরা বলেছেন: ড্রিমন স্কুলে ভর্তি হতে চাই :P ;)

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৭

হাবীব কাইউম বলেছেন: ঠিকানা তো দেয়া আছেই।

৫| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

আমি তুমি আমরা বলেছেন: *ডরিমন হবে আগের কমেন্টে।

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৮

হাবীব কাইউম বলেছেন: হুম, আসলেই স্কুলে ভর্তি হতে হবে।

৬| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

বেপারিবাজ বলেছেন: +++++++

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪০

হাবীব কাইউম বলেছেন: মাইনাস জিনিসটা সরল; গলাধঃকরণ করা সহজ। কিন্তু প্লাস তো সহজে গেলা সম্ভব না; ভেঙে টুকরা টুকরা করে বা কামড়ে কামড়ে খেতে হবে। তাও আবার এত প্লাস! ধন্যবাদ।

৭| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:২০

রুদ্র মানব বলেছেন: ট্রেনের মাঝে সাইকেন ঝুলানোর ছবিটা বেশ ভাল হইছে । পোস্টে ভাল লাগা রইলো ।

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪০

হাবীব কাইউম বলেছেন: ধন্যবাদ।

৮| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভারতের কোন জায়গা এইগুলো ??

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪১

হাবীব কাইউম বলেছেন: বিভিন্ন জায়গার।

৯| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৩

আকাশ চুরি বলেছেন: ভারত মাতা কি জয়!

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪২

হাবীব কাইউম বলেছেন: ওরা ওদের ট্রেনের যেরকম উন্নতি করেছে, আমরাও যদি ওদের টাটা/স্বরাজ গাড়ি আর বাজাজ বেবি না কিনে ট্রেনের দিকে নজর দিতাম!

১০| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৭

টেকনিসিয়ান বলেছেন: আমাদের ট্রেনের উন্নতি কোন সরকারই করবে না, বিভিন্ন হরতাল, রাজনৈতিক উপলক্ষ, নেতা-কেতা গ্রেফতারকে উপলক্ষ করে নিজেদের ট্রেক্সের টাকায় কেনা নতুন নতুন রেলবগিতে আগুনে জ্বালিয়ে উৎসবে মেতে থাকি।

'থু' দেশের রাজনৈতিক দলগুলোকে, 'থু' ভুল পথে পা দেওয়া হরতাল সমর্থনকারীদের যারা ট্রেনে-বাসে পেট্রল বোমা মেরে জলজ্যান্ত সাধারণ মানুষও পুড়িয়ে মারে.......

০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১০

হাবীব কাইউম বলেছেন: থু দিয়ে কী হবে? এগিয়ে আসতে হবে দেশপ্রেমিকদেরকে দেশ গঠনের কাজে।

১১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:০১

তূর্য০০৭ বলেছেন: গুড ইমেজ কালেকশন

০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১০

হাবীব কাইউম বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.