নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাব আসে; ছন্দ আসে না

হাবীব কাইউম

পোস্ট পড়িবার পূর্বে হাবীব কাইউমের ১ নম্বর ব্লগ দেখিয়া লইবেন

হাবীব কাইউম › বিস্তারিত পোস্টঃ

হাকার বই উপপদ্য-১

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৪


মাসের অর্ধেক পার করে অবশেষে আমার চার লাইনের ছড়া সংকলন উপপদ্য-১ মেলায় আসছে আজ। মেলায় থাকবো আমিও। বইয়ের দ্বিতীয় কাস্টমার কেউ হতে চাইলে আওয়াজ দিয়েন। প্রথম কাস্টমার হওয়া যাবে না এ কারণে যে, শায়মা হক বহু বছর আগে প্রথম কাস্টমারের ঘরে নাম বসিয়ে রেখেছেন। বইটা উৎসর্গও করা হয়েছে তাকে।

সবচেয়ে বড় কথা পড়ার পরে প্রতিক্রিয়া জানাবেন অবশ্যই -তে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৭

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন। আমি একটু দুরে আছি, ২য় হতে পারছি না, লিস্টে নাম থাকছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৮

হাবীব কাইউম বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া...

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২২

শায়মা বলেছেন: ভাইয়া

লাভ ইউ সো মাচ।

অবশ্যই এই শুক্রবারে এই বই নিয়ে আসবো আমি কিন্তু আজই তো অনেকেই নিশ্চয়ই পেয়ে যাবে। :(

কাজেই প্রথম একটা কপি অটোগ্রাফ দিয়ে রেখে দাও বলো যদি শ্যামা নাম্বী কোনো অমানবী এই প্রথম কপি চায় যেন তাকে সেটা দিয়ে দেওয়া হয়। :)

খবরদার যেন আমার আগে সেটা কেউ না পায় ভাইয়া!

এরপর অন্যদেরকে আজ থেকেই দেওয়া শুরু করো!!!!!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৬

হাবীব কাইউম বলেছেন: অক্কে অক্কে। বইয়ের সাইজ কিন্তু বিশাল। আনার জন্য এক্সট্রা গাড়ি নিয়ে যাবেন। B-)

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২২

খায়রুল আহসান বলেছেন: উপপদ্য-১ এর সাফল্য কামনা করছি। এর প্রকাশ উপলক্ষে আপনাকে আন্তরিক অভিনন্দন!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪১

হাবীব কাইউম বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৫

টুনটুনি০৪ বলেছেন: আপনাকে অভিনন্দন জানাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪১

হাবীব কাইউম বলেছেন: স্বাগতম আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.