নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিউটন বোমা বুজো, মানুষ বুজো না।

হাবীব আর রাহমান

আদতেই যারা নিচু; তারাই মাথাটা উঁচু করে দাঁড়াতে চায়।

হাবীব আর রাহমান › বিস্তারিত পোস্টঃ

এ এক জঘন্য মিথ্যা।

২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২০

দন্ডিত দু'জন ফাঁসির আসামীকে তাদের পরিবার, আইনজীবী এবং গোটা জাতি থেকে বিচ্ছিন্ন করে ম্যাজিস্ট্রেট নামক দু'জন লালিত কুকুর পাঠিয়ে যখন বলা হয়, সেই মহামনবেরা mercy petition করেছেন। তখন আর যাই হোক, বৈধ পন্থায় জন্ম নেয়া কোনো পিতার সন্তান এই কথাটুকু বিশ্বাস করবেনা!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

চলন বিল বলেছেন: সালাহউদ্দিন কাদের চৌধুরী সুবক্তা, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, দক্ষ সংগঠক, স্পষ্টভাষী ও উচ্চ শিক্ষিত একসঙ্গে এত গুণের অধিকারী মানুষ পাওয়া খুবই বিরল ঘটনা । বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ।১৯৭৯সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত মোট ৬বার চট্টগ্রামের রাউজান, রাংগুনিয়া এবং ফটিকছড়ি এলাকার জনগণ তাদের প্রতিনিধি হিসেবে ভাগ্য পরিবর্তনের লক্ষে সালাউদ্দিন কাদের চৌধুরীকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন।
আওয়ামী বিকারগ্রস্তদের নোংরা কথার বাকা হাসির তাৎখনিক দাঁত ভাঙ্গা জবাব দেওয়া অসীম সাহসী সালাউদ্দিন কাদের চৌধুরী । জন নন্দিত - নিন্দিত , আলোচিত - সমালোচিত সালাহউদ্দিন কাদের চৌধুরীরা এই দেশে একবারই জন্মে, বার বার নয়

২| ২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

ধঅনের শীষ বলেছেন: আসল সত্যটা হইতাছে ১৯৭১ সালে জামাতের মুখপাত্র দৈনিক সংগ্রাম পত্রিকা :P :P বাংলার স্বাধীনতার বিরুদ্ধে কর্মীদের অস্ত্র হাতে তুলে নিতে,রাজাকার বাহিনীতে যোগদান করতে নেতা মুজাহিদের আদেশঃ

৩| ২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন:
তার পরিবারের সদস্যরা এখন বড় বড় কথা বলছে। বলে বাবা প্রানভিক্কা চাইতেই পারেন না।
অতচ সাকা-মোজাহেদের সাথে দেখা করে তার আগের দিন বলেছিল -
"তার পিতা প্রাণভিক্ষা চাইবেন কি চাইবেন না সেটা আইনজীবির সাথে কথা বলে জানাবেন"
তারা তো তখন একবারও বলেনি 'প্রাণভিক্ষা চাওয়ার প্রশ্নই আসে না'।
এটা তখনি বলা হলে এসব বিতর্ক হত না।

৪| ২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

জাতির গ্রান্ডপা বলেছেন: আত্তা, আত্তা.।.।.। ওলা মহাদানব তিলো???????????/ আত্তা তিকালে, তাইলে অদেল আদকে লাতেই দুলায় দ্যাও.।.।.।.।.। আমলা পাতি দেকতে তাই.।.।.।.।। পাতি পাতি পাতি.।.।.।।। মহাদানবেল পাতি.।.।.।।। ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.