![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হৃদয়ের আর্ট পেপার হতে তোমার ছবিটা মুছে ফেলবো। নতুন ছবি আকবো সেই পেপারে। খুব যতন করে আকবো, যাতে আর মুছে ফেলতে না হয়।
ছবিটা কেমন হবে জানো? ঠিক আয়নায় দেখা আমার প্রতিচ্ছবির মতো। আমি যেমন করে সাজবো, তেমনি করে ছবিটিও সাজবে। আমি হাসলে সেও হাসবে। আর কাঁদলে সেও কাঁদবে।
২| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮
বাংলার ফেসবুক বলেছেন: নতুন ছবি আকবো সেই পেপারে। খুব যতন করে আকবো, যাতে আর মুছে ফেলতে না হয়।বুক দিয়ে না মন দিয়ে ভালবাসেন।
৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
হাবীব আর রাহমান বলেছেন: বুজাতে চেয়েছি, এমন একজনের ছবি আঁকবো যে আমার না বলা সব কিছুই বুজে নিবে!
৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
আরণ্যক রাখাল বলেছেন: মোটামুটি ভাল লেগেছে
৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
চিলেকোঠার চঁড়ুই বলেছেন: আপনি অনেক বড় মাপের বিজ্ঞ লেখক।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২
মাহবুবুল আজাদ বলেছেন: নিজেকেই আঁকবেন?