নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিউটন বোমা বুজো, মানুষ বুজো না।

হাবীব আর রাহমান

আদতেই যারা নিচু; তারাই মাথাটা উঁচু করে দাঁড়াতে চায়।

হাবীব আর রাহমান › বিস্তারিত পোস্টঃ

তোকে দিয়ে কিচ্ছু হবেনা..!

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১০

তোকে দিয়ে কিচ্ছু হবেনা..! আসলেই কী তাই..? এই বাক্যটি কেউ আমার সামনে দাড়িয়ে বলেনা। কিন্তু আমিতো বুজি, আমি আজো অবুজনা। আমার অনুপস্থিতিতে সবাই নিশ্চয়ই বলে। আমার অন্তরাত্মায় এই বাক্যটি বার বার প্রতিধ্বনিত হয়। কাক ডাকা ভোরে যখন আবছা কুয়াশায় কালো পিচঢালা পথ ধরে হাটি, তখনো মনে হয় উঁচু দালান গুলো আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলে,- তোকে দিয়ে কিচ্ছু হবেনা। আমি তাদের কিছুই বলিনা। শুধু ছেয়ে ছেয়ে শুনি।

আচ্ছা আমিতো মানুষ। আমারো তো অনুভূতি বলতে কিছু একটা আছে। তারা যখন আমাকে এমন করে বলে, তখন আমার কষ্ট হয়না..? তারা আমায় এতো কষ্ট দেয় কেনো..? হুম, আমিও একদিন দেখিয়ে দিবো। আমাকে দিয়ে হবে, অনেক কিছুই হবে। সেদিন আমিও উঁচু দালান গুলোর দিকে আড় চোখে ছেয়ে বলবো,- দেখেছ আমাকে দিয়ে অনেক কিছুই হয়েছে। আচ্ছা বলোতো,- সেই দিন কবে আসবে..?

দেখো দেখো, ঐযে গাছের চড়ায় বিশ্রাম নিতে আসা চড়ুইপাখি'টিও আমায় বলছে,- তোকে দিয়ে কিচ্ছু হবেনা..!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২০

সুমন কর বলেছেন: হবে, একদিন হবে !!!

শুধু ছেয়ে ছেয়ে শুনি। ---এখানে কি হবে?

২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২২

হাবীব আর রাহমান বলেছেন: মন্তব্যটি ঠিক বুজলামনা!

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭

রানার ব্লগ বলেছেন: কে বোল্লো হবে না। হওয়ায়িলেই হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.