![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের বিভিন্ন অভিজ্ঞতায় অভিজ্ঞ আমিই দি হাবলু । আর আমার মত যারা তাদের জীবনে একটাই কথা সেটা হল: be the হাবলু to rule the world
কিছু কথা
নতুন প্যাড এ প্রায় সাড়ে ৩ বছর আগে লিখে রেখেছিলাম । লিখে কই রাখছিলাম খেয়াল ছিল না । আম্মু পুরোন জিনিস পত্র গোছাতে যেয়ে এইটা পাইছিল । তারপর পড়ে ছেলের প্রতিভা দেখে প্রথমে অবাক হইছে তারপর আব্বুরে পড়তে দিছে । আর আব্বু এইটা পড়ে ইমোশনাল হয়ে গেছে । পরে যখন সেমিস্টার শেষে বাড়ি গেলাম তখন আমারে প্রশংসা করা শুরু করেছে । আমি পরে নিজে পড়ে নিজেই ইমো খাইয়া গেলাম । তারপর এই লেখা টা যে আমাদের বাসায় আসে সবাইরে পড়ানো শুরু করল আব্বু আম্মু দুজনেই । প্রথমে অনেক লজ্জা লাগত । পরে ভাবলাম, থাক । ছেলের কোন জিনিস পছন্দ হইলে তো তারা সবাইকে শেয়ার করবেই । আর এ কারনেই তো তারা বাবা মা ।
২| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:০৩
রক্তিম দিগন্ত বলেছেন: হাতে লেখার মজাই আলাদা। কিন্তু জীবনে পরীক্ষার খাতায় তো আর কম লিখলাম না! ঐটা হাতের লেখার উপর অভক্তি জন্মিয়ে দিয়েছে। মনেহয়, হাতে লেখলেই কেউ এসে লাল-কলম দিয়ে দাগিয়ে ভরে দিবে।
০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
দি হাবলু বলেছেন: আপনার সাথে সহমত
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৮
আরণ্যক রাখাল বলেছেন: শেয়ার করুন| আমরা পড়ি, আপনি আরেকটু ইমো খান