নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসলে আমি খুবই আপনভোলা। ভাবতে ভালোবাসি। এই বয়সে কার্টুন দেখে নির্মল আনন্দ পাই। ছবি আঁকাই মনের সুখে। গলা ছেড়ে গান গাই যখন কেউ থাকে না পাশে।

দি হাবলু

জীবনের বিভিন্ন অভিজ্ঞতায় অভিজ্ঞ আমিই দি হাবলু । আর আমার মত যারা তাদের জীবনে একটাই কথা সেটা হল: be the হাবলু to rule the world

দি হাবলু › বিস্তারিত পোস্টঃ

যখন কি-বোর্ড থেকে হাতে লিখতেই বেশি পছন্দ করি (আমার কাছে ইমোশনাল ব্যাপার স্যাপার :(( )

৩১ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:০১

কিছু কথা

নতুন প্যাড এ প্রায় সাড়ে ৩ বছর আগে লিখে রেখেছিলাম । লিখে কই রাখছিলাম খেয়াল ছিল না । আম্মু পুরোন জিনিস পত্র গোছাতে যেয়ে এইটা পাইছিল । তারপর পড়ে ছেলের প্রতিভা দেখে প্রথমে অবাক হইছে তারপর আব্বুরে পড়তে দিছে । আর আব্বু এইটা পড়ে ইমোশনাল হয়ে গেছে । পরে যখন সেমিস্টার শেষে বাড়ি গেলাম তখন আমারে প্রশংসা করা শুরু করেছে । আমি পরে নিজে পড়ে নিজেই ইমো খাইয়া গেলাম :(( । তারপর এই লেখা টা যে আমাদের বাসায় আসে সবাইরে পড়ানো শুরু করল আব্বু আম্মু দুজনেই । প্রথমে অনেক লজ্জা লাগত । পরে ভাবলাম, থাক । ছেলের কোন জিনিস পছন্দ হইলে তো তারা সবাইকে শেয়ার করবেই । আর এ কারনেই তো তারা বাবা মা ।









মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৮

আরণ্যক রাখাল বলেছেন: শেয়ার করুন| আমরা পড়ি, আপনি আরেকটু ইমো খান

২| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:০৩

রক্তিম দিগন্ত বলেছেন: হাতে লেখার মজাই আলাদা। কিন্তু জীবনে পরীক্ষার খাতায় তো আর কম লিখলাম না! ঐটা হাতের লেখার উপর অভক্তি জন্মিয়ে দিয়েছে। মনেহয়, হাতে লেখলেই কেউ এসে লাল-কলম দিয়ে দাগিয়ে ভরে দিবে। :(

০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

দি হাবলু বলেছেন: আপনার সাথে সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.