নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের বিভিন্ন অভিজ্ঞতায় অভিজ্ঞ আমিই দি হাবলু । আর আমার মত যারা তাদের জীবনে একটাই কথা সেটা হল: be the হাবলু to rule the world
আহ!!!! সময়টা যাচ্ছে ভালোই।
বসন্তের বাতাস ভালোই লাগছে। সিগারেটের সাথে চা ও রবীন্দ্র সঙ্গীত ভালোই যায় এই সন্ধ্যায়। তাবে চা হতে হবে দুধ চা, যেখান থেকে গরম মসলার ঘ্রাণ আসবে।
ব্লগিং এ নিয়মিত হব বলে চিন্তা করছি। নিজের অনেক কথা লিখব।
ফেসবুকে লিখতে পারতাম কিন্তু ছদ্মনামেই লেখার ইচ্ছা। মুখোশ সবসময় আরামের। আর পরিচিত কেউ দেখবে না বা পড়বে না।
বা পড়লেও আমাকে চিনবে না।
নতুন কাজে যোগ দিব কয়েক সপ্তাহ পর। বেতন স্টার্টিং হিসেবে ভালোই।
নতুন জামা কাপড় কিনতে হবে। জুতা কিনতে হবে। তা না হলে বিষয়টা যাচ্ছে না।
বাজারের লিস্ট করেছি বসে বসে।
১। আপাতত ১ টা কালো বডি ফিটিং এর জিন্স এর প্যান্ট
২। একটা কালো ফর্মাল প্যান্ট এটাও বডি ফিটিং হবে
৩। একটি ফর্মাল শার্ট নীলের মধ্যে স্টাইপ খুজব
৪। এক জোড়া স্নিকার। কালোর সাথে যায় এমন। ধুসরের মাঝে নীল, সাদার কাজ/ শুধু সাদা/ কালো খোজার ইচ্ছা।
যেহেতু ক্রিয়েটিভ কাজ কারবার। ঐরকম বিশাল ফর্মালিটিস নাই। কাজেই হাল্কা পাতলা ক্যাজুয়ালেই থাকব বলে সিদ্ধান্ত নিলাম।
এদিকে ভুঁড়ি বেড়েছে ভালোই। জিমে যাব। ফিট থাকব। মাসল-টাসল বানানোর দিকে আগ্রহ নেই। এথলেটিক ফিটনেস (সঠিক শব্দ জানিনা) টাই লক্ষ্য।
ভাইব্রাদারের দোকানে কাজ করে টাকা জমিয়ে একটা ওয়াল্টন ফ্রিজ কিনেছি। তাতে রুমমেটের শেয়ার আছে।
আগে বলতে গেলে ৩ বেলাই বাহিরের খাবার খেতাম। এখন সকালের নাস্তা ছাড়া বাকি ২ বেলা খাই ঘরের। শরীর ভালো মন ভালো। আলহামদুলিল্লাহ।
ইদানিং রাত্রে ঘুমানোর আগে হরলিক্স খাচ্ছি। সকালের বাথরুম টা খুব ই ভালো হচ্ছে। পেট ক্লিয়ার করে দিচ্ছে। সারাদিনের এনার্জি পাচ্ছি।
তবে নতুন কাজের একটা ঝামেলা আছে। অফিস টাইম সকাল ৮ থেকে বিকাল ৫ টা।
অথচ দোকানে আসতাম দুপুর ১২ টায় থাকতাম সন্ধ্যা ৭ টা পর্যন্ত।
অভ্যাস টা চেঞ্জ করতে হবে। তা না হলে ১ মাসের মধ্যেই হয়ত নতুন কাজ থেকে বের করে দিবে। স্বপ্ন উবে যাবে।
দেখি কি হয়।
ভালো থাকবেন সবাই।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
দি হাবলু বলেছেন: ধন্যবাদ পরামর্শের জন্য। এই বোয়েম শেষ হলেই মালটোভা কিনব।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
চাঁদগাজী বলেছেন:
সিগারেট, চা'এর সাথে ইয়াবা যোগ করলে কেমন হবে?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
দি হাবলু বলেছেন: আমরা নেশার জগতে পা না বাড়াই।
ধন্যবাদ।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩
রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।
ভালো।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
দি হাবলু বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
ডার্ক ম্যান বলেছেন: হরলিক্সের বদলে মালটোভা খান।