নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসলে আমি খুবই আপনভোলা। ভাবতে ভালোবাসি। এই বয়সে কার্টুন দেখে নির্মল আনন্দ পাই। ছবি আঁকাই মনের সুখে। গলা ছেড়ে গান গাই যখন কেউ থাকে না পাশে।

দি হাবলু

জীবনের বিভিন্ন অভিজ্ঞতায় অভিজ্ঞ আমিই দি হাবলু । আর আমার মত যারা তাদের জীবনে একটাই কথা সেটা হল: be the হাবলু to rule the world

দি হাবলু › বিস্তারিত পোস্টঃ

জীবনের আপডেট

০৭ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:০২

অনেকদিন সামুতে লিখি না। যে উদ্দেশ্য নিয়ে দশাধিক বছর আগে সামুতে একাউন্ট খুলেছিলাম, আমি সেই উদ্দেশ্যের ধারে কাছ দিয়েও যায় নি।

সামুতে যখন আমার যাত্রা শুরু তখন আমার বয়স ছিল ১৮-১৯। এখন আমার বয়স ৩০। তখন অনেক উৎসাহ ছিল সব কিছুতে, ৬০০০ টাকায় মাস চলত আরামে। এখন কোনকিছুই ভালো লাগে না। একটা অন্যধরনের হতাশায় আক্রান্ত হয়ে দিন যাপন করতেছি।

যা আমার দরকার সব কিছুই আছে। কিন্তু কি জানি নেই। যান্ত্রিক এবং আবেগহীন শহরে আমি একেকটা দিন অতিবাহিত করতেছি। ছোট-ছোট শখ গুলো সময়ের অভাবে পুরণ করা হয় না। দিন শেষে ঘামে ভিজে যখন ঘরে ফিরি, তখন মনে হয়, কি দরকার এত কষ্ট করে?

আপডেট: আমি বিয়ে করেছি.......

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:১০

নজসু বলেছেন:



অভিনন্দন এবং দোয়া রইলো ভাই।
কিন্তু দাওয়াত তো পেলাম না।
যাই হোক, আকিকার দিনে অন্ততঃ আমাদেরকে মনে করিয়েন।
বিবাহিত জীবন চির সুখের হোক।

২| ০৭ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:২৬

মিরোরডডল বলেছেন:




শিরোনামটা জীবনের আপডেট হবে?

আপডেট: আমি বিয়ে করেছি.......

অভিনন্দন!

৩| ০৭ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

দি হাবলু বলেছেন: ধন্যবাদ

৪| ০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৩২

কামাল১৮ বলেছেন: ফিরিয়ে দাও আমার সেই বারটি বছর।ছবি বিশ্বাস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.