নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাদী নয়ন

কিছূ মনে পরছেনা

হাদী নয়ন

মানুষ হিসাবে খুব খারাপ না।

হাদী নয়ন › বিস্তারিত পোস্টঃ

আজ আমার খুব খুশি লাগছে !:#P !:#P

২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:১১

আজ আমার খুব খুশি লাগছে !:#P !:#P কারন বাংলাদেশ এই পর্বে হারছে।আর হারার কারন আমার দেশের বোঝা ফরহাদ রেজা ভাই,রাজ্জাক ভাই,ভায়রা ভাই(বল দিয়ে কিছুটা পুষায় দিছে),আরো ২/১ ভাই মিলে দল টাকে আজ হারালো এক মনে কয়তাছে সব কয়টারে ধয়রা মার লাগাই।তয়লে আমি খুশি কেমতে? এমতে আগামি ম্যাচে এই বোঝা গুলো কে টানতে হবে না !:#P !:#P !:#P এই সুখ টুকু নিয়ে ঘুমোতে যাব।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৪

দালাল০০৭০০৭ বলেছেন: আজগুবি এক খেলা দেখলাম।ফরহাদ রেজা নাকি পাপনের ভাইগনা। এ জন্যে তারে দল থেকে বাদ দেয় না । সে এ ক ওভারে হংকংয়ের মত দলের কাছে রান দেয় ১৫।আবাল আর কারে কয়।

২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩০

হাদী নয়ন বলেছেন: ফরহাদ রেজা নাকি পাপনের ভাইগন!!!কথা কি সত্য?

২| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৭

আবিরে রাঙ্গানো বলেছেন: রাজ্জাক আর রেজা ২ জনই একেক অভারে ১৫ করে রান দিছে। এদের থাপড়ানো উচিত।

২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৯

হাদী নয়ন বলেছেন: শুধু থাপরালে কম হবে,ফুটবলের মত লাথ্থি মারা উচিত।

৩| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৩

নিশাত তাসনিম বলেছেন: মমিনুল ছেলেটা এশিয়া কাপে কত ভালো খেলছে। বল ও তেমন খারাপ করেনা। ফিল্ডিং ও ভালো। তারে বসাই রাইখা বি সি বি কাজটা ভালো করেনাই।

৪| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৫

কাকভেজা বলেছেন: রাজ্জাকের সমালোচনা করা যায় না। ও ভাল মানের স্পিনার বাট ফরহাদ রেজাকে তো আমি কখনো ভাল বল করতেও দেখি না ভাল ব্যাট করতেও দেখি না।

৫| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ফরহাদ একটা আবাল।

ফালতু প্লেয়ার। এরা দলে সুযোগ পা্য় বলেই বাংলাদেশ আপসেটের শিকার হয়।।


জয়তু!!!! বিসিবি!!!!

পাপনরে পানিতে চুবানো দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.