![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
আমি লিখতে ভালোবাসি,
আমার লিখা দেখে
অনেকের খুব হাসাহাসি,
কেউ ভাবে কোন প্রবাসী,
কেউ ভাবে সন্ন্যাসী,
কেউ হয় খুব খুশী,
কারো হয় রাগ বেশী,
কারো নিকট বিরক্তের বাঁশী,
যার সুর দিবা নিশি,
তবুও আমার মুখে হাসি,
আমি নজরুলকে ভালোবাসি।
০৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:১৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: আমার ব্লগে প্রথম মন্তব্যটি করায় আপনার নামটি আমার কাছে স্মরনীয় হয়ে থাকবে। ভালো থাকবেন শুভ কামনা রইল।
২| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৭
রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল
০৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:১৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ কবি হে।
৩| ০৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪২
খায়রুল আহসান বলেছেন: ব্লগে আপনার প্রথম লেখাটা পড়তে চলে এলাম এখানে। নজরুল ছিল মানবতার কবি, সাম্যের কবি, প্রেমের কবি। তাকে ভালোবাসেন জেনে ভালো লাগলো।
আশাকরি ব্লগে আপনার অবস্থান দীর্ঘ এবং আনন্দদায়ক হয়েছে/হবে। বিলম্বিত শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে গেলাম।
তবে আপনার এ কবিতাটিতে কিছু বানান সম্পাদনা প্রয়োজনঃ
হাঁসাহাঁসি<হাসাহাসি, প্রভাসী<প্রবাসী এবং হাঁসি<হাসি হবে।
০৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম ঠিক করে নেব।
অসংখ্য ধন্যবাদ কবি হে। আমার ব্লগে আপনাকে স্বাগতম।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল।