![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
মা তুমি কষ্টে আছো জানি
আমি জীবন যুদ্ধে তা মানি
শোধ করা যাবে না তোমার কষ্ট
তুমি শ্রেষ্ঠ মা তুমি শ্রেষ্ঠ
আমায় জন্ম দিয়েছ বলে
ধন্য তুমি ধন্য মা
আমি রাখব তোমার মান
পরাজয় মানিনা মানব না
কষ্ট তোমার বৃথা যাবেনা
এটাই আমার পণ
জিতবোই আমি তোমার ছেলে
হারুক শতজন
মহান তুমি শ্রেষ্ঠ তুমি
গাই মা তোমার গান
বিজয় বিজয় বিজয় হবে
হারলে হারুক প্রান
আসব ফিরে তোমার কোলো
আলোর প্রদ্বীপ নিয়ে
আলোকিত ভুবন হবে
মাগো তোমার প্রদ্বীপ দিয়ে।
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম থাকা চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
২| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । মায়ের প্রতি এমন অনুরাগ থাকুক অটুট ।
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মায়ের প্রতি ভালোবাসা থাকুক আজন্ম।
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: নিঃসন্দহে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৯
বিজন রয় বলেছেন: মায়ের প্রতি এমন পণ অটুট থাকুক।
+++