![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
কোটি মানুষের কোটি চেহারা
কোটি রকম পন,
সব মানুষের কোন দিনও
হবেনা এক মন।
ভিন্ন কন্ঠের ভিন্ন সূর
মিলবে না তা কভু,
এমন মহা যেই কারিগর
সেইতো মোদের প্রভূ।
এক হবেনা সবাই কভূ
খেলবে নানান ঢঙ্গে,
নানান রুপে নানান প্রকাশ
নানান জাতির অঙ্গে।
এরই মাঝে গড়তে হবে
শান্তি সুলভ রাজ্য,
সমাধানের পথে সদা
চলতে হবে কার্য।
সমস্যা তো আসবে হাজার
ভেবো না তা সাঝা,
ভয় পেয়ে পালিয়ে গেলে
কেমন তুমি রাজা !
২৮ শে জুন, ২০১৬ সকাল ৯:৫৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ হে! ভালো থাকবেন , আমার ব্লগে স্বাগতম আপনাকে। শুভকামনা।
২| ২৮ শে জুন, ২০১৬ সকাল ৯:৪৮
বিজন রয় বলেছেন: যত মত তত পথ।
মানুষের অনেক বৈশিষ্ঠ্য তুলে এনেছেন।
++++
২৮ শে জুন, ২০১৬ সকাল ১০:০১
কবি হাফেজ আহমেদ বলেছেন: হে প্রিয় কবি, আপনার মূল্যবান মন্তব্যে আমি আনন্দিত। ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভ কামনা
৩| ২৮ শে জুন, ২০১৬ সকাল ১০:১৯
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
টাইপে সচেতন হতে হবে।
২৮ শে জুন, ২০১৬ সকাল ১০:২৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম ঠিক বলেছেন কবি। আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা জানবেন। শুভেচ্ছা নিরন্তর।
৪| ২৮ শে জুন, ২০১৬ সকাল ১০:৩৩
কল্লোল পথিক বলেছেন:
বাহ!বেশ ছন্দময় কবিতা।
ভীষণ ভালো লেগেছে।
২৮ শে জুন, ২০১৬ সকাল ১০:৪৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কবি হ....! ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভেচ্ছা নিরন্তর।
৫| ২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:১৯
বাকপ্রবাস বলেছেন: আহা বেশ বেশ বেশ
রাজা এবার সাহসি হোক
ভয়ের হোক শেষ।
২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:২৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। । আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কবি হে ।
ভালোবাসা জানবেন। শুভেচ্ছা নিরন্তর। ।
৬| ২৯ শে জুন, ২০১৬ রাত ১:৪৬
কালনী নদী বলেছেন: বাহ কয়েকটি চরিত্রকে একটি কবিতায় স্থান দিয়েছেন, এমনি রাজার সেনাপতি হতে কার না মন চায়। সাহসী কবি।
২৯ শে জুন, ২০১৬ রাত ২:৪৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় ভাইয়া। আপনার মূল্যবান মন্তব্যে আমি আনন্দিত। ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভ কামনা।
৭| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
নীলপরি বলেছেন: সমস্যা তো আসবে হাজার
ভেবো না তা সাঝা,
ভয় পেয়ে পালিয়ে গেলে
কেমন তুমি রাজা !
ভালো লাগলো ।
২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ কবি হে। ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভ কামনা
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৬ সকাল ৯:৪৬
অন্যরকম আমি বলেছেন: সমস্যা তো আসবে হাজার
ভেবো না তা সাঝা,
ভয় পেয়ে পালিয়ে গেলে
কেমন তুমি রাজা !