নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব মুসলিম জাগরে জাগ

২১ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২০

মায়ানমার দিচ্ছে ডাক
বীর মুজাহিদ জাগরে জাগ,
বেজন্মাদের নরকভোজে
ঈমানদারের রক্ত খোঁজে,
ভাং ইতিহাস, ভাঙ্গরে লেবাস,
শয়তানের ঐ মুখোশ খুলে
প্রতিশোধের আগুন জ্বালা।

জ্যান্ত দেহ, নিঃস্ব মোহ,
দগ্ধ কেন? কিসের নেশায়?
রক্ত দিয়ে সাগর নদী, কোন জানোয়ার নিত্য ভাসায়?
মরতে হবে যুদ্ধে মরি, ঈমানদারের পক্ষে লড়ি,
আর দেরি নয়, নেই কোন ভয়,
বাঁচি মরি নেই পরাজয়,
দিক বিদিকে ভাঙ্গা সুরে কোন সে প্রাণীর হাক?
বীর মুজাহিদ জাগরে জাগ,
বিশ্ব মুসলিম জাগরে জাগ।

ঈমানদারের রক্ত খেতে, যেই ভগবান নিত্য মাতে,
রুখে না বান, খোঁজে না মান,
মাং শুয়রের মাং বিহারে
প্রতিশোধের আগুন জ্বালা,
বেশরমের গলায় শুধু
জুতার মালা, জুতার মালা।

রক্তে রঙ্গিন সাগর নদী, গভীর হতে তীর অবধি,
লাশের উপর লাশ কেন?
মায়ের বুকে শিশুর নাকে পচা দুধের আভাস কেন?
পোড়া বাঁশে দগ্ধ লাশে ঘাসগুলো সব লাল কেন?
জলে স্থলে মায়ের কোলে পচা লাশের গন্ধ কেন?
হোক প্রতিবাদ, হোক প্রতিরোধ,
ফোটায় ফোটায় চাই প্রতিশোধ,
বৌদ্ধপুরে দিন দুপুরে
অস্ত্র চালা, যুদ্ধ চালা,
প্রতিশোধের আগুন জ্বালা।

এই যদি হয় গৌতম বুদ্ধ,
এই যদি তার গোপন সূত্র,
তবে তার মুখেতে মল মূত্র।
লাল কাপড়ের মুখোশ খুলি,
তার কপালে থু থু মারি,
জুতার বাড়ি, জুতার বাড়ী।

আজ তুমি কাল আমি যত আমরা মুসলমান,
নানান ছলে নানান বলে গতি তাদের বেগবান,
রক্ত চুষে নোবেল জয়ী, কচিকাচার আহাজারী,
কুলাঙ্গারের বর্বরতায় চুপ কেন তোর বাক?

শতদলে নয়রে ভাগ,
বিশ্ব মুসলিম জাগরে জাগ,
বীর মুজাহিদ জাগরে জাগ।

কপিরাইট
লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২১

ভ্রমরের ডানা বলেছেন:

এভাবে মিয়ানমারের মানুষ হত্যার নিন্দা জানাই। বিশ্ববিবেকের ঘুম ভাঙুক! মানবতা জাগ্রত হোক। কোন মৃত্যুই যেন হানাহানিতে না ঘটে। শান্তি আসুক বসুন্ধরায়!

২১ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩২

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় কলম সৈনিক।

২| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১২

কানিজ রিনা বলেছেন: চল চল চল উষার দুয়ারে হানিয়া আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত বাধার বৃন্দাচল।

২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০২

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রিয় কবির কথা মনে করিয়ে দেওয়ায় অনেক অনেক ধন্যবাদ প্রিয় কলম সৈনিক।

৩| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: বিপন্ন মানবতা,এ কেমন বর্ববরতা?


ব্লগে অনেক দিন পরে পেলাম।

২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম আমারও সেই একই প্রশ্ন। কেমন আছেন প্রিয় ভাই। জানাবেন। ভালো থাকবেন শুভ কামনা রইল।

৪| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: আমি ভালো আছি ।

আশা করি, আপনিও ভালো আছেন।

২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। ধন্যবাদ প্রিয় ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.