![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
আমার কাছে FBI বা CID কে পাঠাও
ওদের সাথে কথা বলবো, ওরা বুঝবে, বাঙালী বুঝবে না। বাঙালী বুঝলে ২১ বছর পর্যন্ত মামলা ঝুলে থাকতো না, কিংবা পোষ্টমটমের ভূয়া রিপোর্ট দিয়ে এত বড় বিষয়টি ঢাকা যেত না । বলেছেন ____রুবি চৌদুরী।
যদি সালমান শাহ্ খুন হয়ে থাকে আর বিষয়টি এতো সহজে আমরা এড়িয়ে যাই। তবে এর ন্যায় বিচার না হলে সত্যিই কলঙ্কিত হবে বঙ্গ মা এবং অভিসপ্ত হবো তুমি আর আমি। মনে রাখবেন এ দায় এড়িয়ে যাবার নয়। রুবি চৌদুরী যা বলার বলে দিয়েছে। ওনি যে কতটুকু চাপের মুখে আছে সেটা বুঝার সাধ্য আমার আপনার নাও থাকতে পারে। ওনাকে গালমন্দ না করে বা আমেরিকার কথা না ভেবে সবার উচিত বাংলাদেশে সৎ বিচার ব্যবস্থার মাধ্যমে সামিরাকে এরেস্ট করে কঠিন রিমান্ডে পাঠানোর ব্যবস্থা করা। তবে একদিনও সময় লাগবে না সব সত্য বের হয়ে আসতে। সামিরা জান বাঁচাতে হয়ত কৌশল অবলম্বন করবে কিংবা ইমনের প্রতি আবেগ আর ভালোবাসা জোয়ার বইয়ে দেবে। কিন্তু মনে রাখবেন এ সব কিছুই হয়ত ছলনা।
সুতরাং, রুবি চৌদুরীকে গালমন্দ বাদ দিয়ে সামিরাকে এরেষ্ট করে রিমান্ডের মাধ্যমে সত্য প্রকাশের ব্যবস্থা করা হোক। আর সরকারের কাছে এই একটি দাবি নিয়েই আন্দোলন করা হোক।
©somewhere in net ltd.