![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
এই শহরের নাগরিক অধিকার
হাজার বছরের ধ্বংসযজ্ঞের গভীরে নিমজ্জিত
সভ্যতার এক অন্ধকার বিদার প্রাচীর।
যেখানে জমেছে আজ ভয়ানক নর্দমার স্তুপ,
অসভ্যের বাধাহীন আনাগোনায়
নেই কোন সভ্যতার কোলাহল।
অথচ একদিন সে দেয়াল খাড়া ছিলো
ছিলো মনোরম কারুকার্যের অলংকার,
অসাধুর অসাধ্য ছিলো সে দেয়াল টপকাবার।
আজ সরব নগরে নীরব নয়ন নিমগ্ন নিশার নীলাম্বরে
ফিরে পেতে নাগরিক অধিকার
ফিরে পেতে সে দেয়াল সভ্যতার।
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: রূপ চিত্র পরিবর্তন ঘটেছে সভ্যতার বিমূর্ষ হয়েছে সত্য
হৃদয় বান মানুষের।
একদম ঠিক বলেছেন ভাইয়া। কবিতা পাঠ, উপলব্ধি ও মূল্যবান মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা সতত।
২| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিদার প্রাচীর কী? কবিতা ভাল হয়েছে।
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২০
কবি হাফেজ আহমেদ বলেছেন: বিদার প্রাচীর "ভাঙা দেয়াল" কে বুঝানো হয়েছে। আপনার মূল্যবান মন্তব্যে উৎসাহিত হলাম। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আপনার জন্য। ভালো থাকুন নিরন্তর।
৩| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫০
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
শুভকামনা ।
২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালো লাগায় আমি অনুপ্রাণিত হয়েছি। ধন্যবাদ প্রিয় কবি।
শুভকামনা রইলো।
৪| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০২
শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লাগলো +++
শুভ কামনা রইল।
২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: পাশে আছেন বলেই বুঝি এত ভালোলাগা!
আপনার ভালো লাগায় আমারও দারুন ভালো লাগার এক অনুভূতির সৃষ্টি হয়েছে। ভালোবাসা ও কৃতজ্ঞতা সতত। শুভকামনা রইলো।
৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর, অল্পতে ব্যাপকতা ধারণকৃত কবিতা। মুগ্ধ
সভ্যতার দেয়াল ঢেকে দিক যতো অন্যায় অমানবিক নির্লজ্জতা .....
২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতা পাঠ ও গভীরতা উপলব্ধি করায় কৃতজ্ঞতা জানবে ভাইয়্যু। শুভকামনা সবসময়।
৬| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৯
মেহেদী হাসান তামিম বলেছেন: আপনি কি অক্ষরবৃত্তে লিখেছেন এটি! খুব ভালো লাগল। কয়েকটি লাইনে খটকা থেকে জিজ্ঞেস করলাম।
২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১০
কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রথমেই আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। লাইনগুলোর খটকা ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো। অপেক্ষায় রইলাম। শুভকামনা আপনার জন্য।
৭| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৩
শায়মা বলেছেন: সভ্যতার দেওয়াল ফিরে আসুক!!!!!!
২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। সেই প্রত্যাশায় এই কয়েকটি লাইন। পাঠ ও মন্তব্যে উৎসাহিত হলাম। ভালো থাকবেন, শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৫
এম ডি মুসা বলেছেন: রূপ চিত্র পরিবর্তন ঘটেছে সভ্যতার বিমূর্ষ হয়েছে সত্য
হৃদয় বান মানুষর